Wednesday, August 27, 2025

হাসপাতাল থেকে ছাড়া পেলেন পার্থ, ফিরতে হল প্রেসিডেন্সি জেলেই

Date:

শেষ পর্যন্ত মঙ্গলবার হাসপাতাল থেকে ছাড়া পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। দক্ষিণ কলকাতার বেসরকারি হাসপাতাল থেকে নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitment Case) গ্রেফতার রাজ্যের প্রাক্তন মন্ত্রীকে ফের নিয়ে যাওয়া হয়েছে প্রেসিডেন্সি জেলে। হাসপাতালের (Hospital) তরফে জানানো হয়, আপাতত সুস্থ রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। হাসপাতালের তরফে তার মেডিকেল রিপোর্টও জমা দেওয়া হয়।

গত ২০ জানুয়ারি জেলে আচমকা অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর তাকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করানো হয়। এরপর আদালতে পিটিশন জমা করেছিলেন পার্থ। আবেদনে তিনি জানান, এসএসকেএমে (SSKM) চিকিৎসা করিয়ে সুস্থ হতে পারছেন না তিনি। বেসরকারি হাসপাতালে ভর্তি হওয়ার অনুমতি দেওয়া হোক। এরপরই পার্থর শারীরিক অবস্থা জানতে চায় আদালত। রিপোর্ট খতিয়ে দেখে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে বেসরকারি হাসপাতালে ভর্তি করানোর অনুমতি দিয়েছিল আদালত।

তবে শর্ত ছিল, চিকিৎসার ব্যয়ভার বহন করতে হবে পার্থকেই। ২৮ জানুয়ারি এসএসকেএম থেকে বাইপাসের ধারের এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। ১৪ ফেব্রুয়ারি আদালতে হাসপাতালের তরফে জানিয়ে দেওয়া হয়, আপাতত সুস্থ রয়েছেন পার্থ। কলকাতার বিচার ভবনে চিকিৎসক বিচারককে পার্থর সুস্থতার কথা জানান। এরপর এদিন হাসপাতাল থেকে ছাড়া পেলেন পার্থ।

উল্লেখ্য, জেলে থাকাকালীন অত্যন্ত অসুস্থ হয়ে পড়েন প্রাক্তন শিক্ষামন্ত্রী। শুরু হয় শ্বাসকষ্ট। জেলের চিকিৎসকরা প্রথমে তার শারীরিক পরীক্ষা করেন। এরপরই সিদ্ধান্ত নেওয়া হয় এসএসকেএমে পাঠানোর। সেদিনই ভর্তি করানো হয় তাকে। এই পরিস্থিতিতে সূত্রের দাবি, ২৩ জানুয়ারি থেকে শারীরিক অবস্থান আরও অবনতি হয়েছে পার্থর।বাইপাসের ধারের একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে প্রায় ২০ দিন চিকিৎসা চলে।

আরও পড়ুন- বিধানসভায় ‘বরাতি’ সেজে নাটক বিজেপির! বাংলার সংস্কৃতি নয়: মত নেটিজেনদের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

শান্তনুর বিদেশী মেডিক্যাল ডিগ্রি নিয়ে বিতর্ক, এবার রাজ্যকে খতিয়ে দেখতে বলল রাজভবন

বিদেশী মেডিক্যাল ডিগ্রি নিয়ে বিতর্ক। এবার রাজভবনের নজরে ডা শান্তনু সেন (Shantanu Sen)। অভিযোগ, চিকিৎসা করতে গিয়ে সত্যিই...

ভারতের অন্তত ৬ লক্ষ কোটির বাজারে ধাক্কা মার্কিন শুল্ক নীতির

বুধবার থেকে ভারতীয় পণ্যের উপর অন্তত ৫০ শতাংশ করে শুল্ক (tariff) লাগু করে দিয়েছে আমেরিকা। খুব সোজা কথায়...

কমনওয়েলথে ভারোত্তোলনে বিশ্বরেকর্ড বাংলার মেয়ে কোয়েলের, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর 

ভারোত্তোলনে কমনওয়েলথ ইয়ুথ চ্যাম্পিয়নশিপে (Commonwealth weightlifting championship) বাংলার জয়জয়কার। মোট ১৯২ কেজি ভারোত্তোলন করে বিশ্বরেকর্ড বাংলার মেয়ে কোয়েল...

আইপিএল থেকেও অবসর নিলেন, বাইশ গজকে এখনই বিদায় জানাচ্ছেন না অশ্বিন

গত বছরের ডিসেম্বরে বর্ডার-গাভাসকার ট্রফি চলাকালীন টেস্ট(test) ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin )। একদিনের(ODI) ও...
Exit mobile version