Monday, November 10, 2025

স্বামী বাইরে, একা মহিলাকে টার্গেট করে টালিগঞ্জে দুঃসাহসিক ডাকাতি!

Date:

টালিগঞ্জের (Tollygunge ) মুর আভিনিউ এলাকার দাসানি স্টুডিওর পাশের একটি ফ্ল্যাটে সোমবার ভরসন্ধ্যায় দুষ্কৃতী তাণ্ডব। স্বামী বাইরে থাকায় একাকী মহিলাকে টার্গেট করে সোনা-গয়না, টাকা কড়ি নিয়ে চম্পট অভিযুক্তদের। বিডনস্ট্রিট, দমদমের পর এবার একই কায়দায় টালিগঞ্জে ডাকাতের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাবাসীর মনে। তদন্তে নেমেছে পুলিশ।

সোনালী বিশ্বাস (Sonali Biswas) নামে ওই ফ্ল্যাটের মহিলা জানিয়েছেন অন্যান্য দিনের মতো সোমবার তাঁর স্বামী সকালে কাজে বেরিয়ে যান। বিকেলে নিজের কিছু কাজ নিয়ে তিনিও বাইরে গেছিলেন। ফিরে আসার পর যে এত বড় ঘটনা ঘটবে তা দুঃস্বপ্নেও কল্পনা করতে পারেননি। সন্ধ্যায় ফ্ল্যাটে ফিরতেই তাঁর অভিযোগ, দরজা খোলার সঙ্গে সঙ্গেই পিছন থেকে এসে তাঁকে ধাক্কা মারে দুই আততায়ী। যার জেরে মাটিতে আছাড় খেয়ে পড়েন তিনি। এরপর তাঁকে অস্ত্র দেখিয়ে সোনাদানা লুট করা হয়। প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ।তাণ্ডব শেষ হলে মহিলার মুখে কাপড় ঢুকিয়ে, হাত-পা বেঁধে তাঁকে সেই অবস্থাতেই ফেলে রেখে চলে যায় ডাকাতদল। রাতের দিকে ফেরেন সেই মহিলার স্বামী। সবকিছু জানার পর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। প্রশ্ন উঠছে, যেখানে গোটা ফ্ল্যাট সিসিটিভি নিরাপত্তায় মোড়া, সেখানে দাঁড়িয়ে কীভাবেই বা ভর সন্ধ্যায় এমন তাণ্ডব চালাল দুষ্কৃতীরা? রিজেন্ট পার্ক থানার (Regent park police station) পুলিশ সূত্রে জানা গেছে মোট দশ ভরি সোনা চুরি করে চম্পট দিয়েছে আততায়ীরা। ছেলের বিয়ের কারণেই ওই মহিলা বাড়িতে সোনা কিনে রেখেছিলেন। এই বিষয়টি লক্ষ্য করার পরই পরিকল্পিতভাবে এই আক্রমণ কিনা, অথবা আক্রান্তদের কোনও আত্মীয় পরিচিত এর সঙ্গে যুক্ত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

 

 

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version