Sunday, August 24, 2025

সাত মাসের শিশু কন্যাকে যৌন নির্যাতনে কী শাস্তি ‘দোষী’র? আজ নজর আদালতে 

Date:

Share post:

বড়তলা থানা এলাকার ফুটপাতে শুয়ে থাকার দুধের শিশুকে যৌন নির্যাতনে ঘটনায় দোষী সাব্যস্ত রাজীব ঘোষ (Rajib Ghosh) ওরফে গোবরা। কলকাতা পুলিশের (Kolkata Police) তৎপরতায় চার্জশিট জমার ২৬ দিনের মাথায় অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেছে কলকাতা নগর দায়রা আদালতের বিশেষ পকসো কোর্ট। ‘বিরলতম’ ধর্ষণের ঘটনায় কী শাস্তি পেতে চলেছেন রাজীব, আজ সেই দিকে নজর গোটা বাংলার।

আর জি কর হাসপাতালে (RG Kar Medical College and Hospital) চিকিৎসক তরুণীর ধর্ষণ খুনের ঘটনায় ‘দোষী’ সঞ্জয়কে যখন শিয়ালদহ আদালত আজীবন কারাবাসের সাজা শুনিয়েছে ঠিক তখনই শহর কলকাতার বুকে সাত মাসের শিশুকে ধর্ষণের অপরাধে দোষী সাব্যস্ত রাজিবের কী ফাঁসি হবে? মঙ্গলবার কলকাতা নগর দায়রা আদালতের বিশেষ পকসো কোর্টের রায় দিকে তাকিয়ে রয়েছেন সকলে। গত বছর নভেম্বরের ৩০ তারিখে কলকাতার বড়তলা থানার অন্তর্গত এলাকার একটি ফুটপাত থেকে একটি সাতমাসের শিশুকে অপহরণের অভিযোগ ওঠে। পরে প্রায় ১০০ মিটার দূরে রক্তাক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করা হয়। এই ঘটনায় ধর্ষণের অভিযোগ দায়ের করতে হয় শিশুটির শারীরিক পরীক্ষার পরে। চিকিৎসা ও পরীক্ষার জন্য তাকে ভর্তি করা হয় আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানে যৌন নির্যাতনের সত্যতা শারীরিক পরীক্ষায় প্রমাণিত হয়। কার্যত এই পাশবিক ঘটনা হতবাক করে দেয় চিকিৎসকদের।পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্ত রাজীব ঘোষকে চিহ্নিত করা হয়। ঘটনার পরে নিজের ঝাড়গ্রামের বাড়িতে গা ঢাকা দেওয়ার চেষ্টা করে রাজীব ওরফে গোরবা। সেখান থেকেই তাকে গ্রেফতার করা হয়। পরে ডাক্তারি পরীক্ষা ও পুলিশের তথ্য প্রমাণে উঠে আসে এই বিরলতম কুকীর্তির জন্য দায়ী রাজীব ঘোষই। আজ তার সাজা ঘোষণা হওয়ার পালা।

spot_img

Related articles

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...

DHFC-র পারফরম্যামন্স নিয়ে গর্বিত অভিষেক, দিলের শুভেচ্ছা বার্তা

ডুরান্ড অভিষেকেই সকলকে চমকে দিয়েছে ডায়মন্ডহারবার এফসি(DHFC)। ডুরান্ড কাপের ফাইনালে হয়ত তারা পারেনি নর্থইস্ট ইউনাইটেডের কাছে। কিন্তু গোটা...

উড়ালপুল–সেতুর নীচে বেআইনি দখলদারি সরাতে ‘উচ্ছেদ অভিযান’! উদ্যোগী কেএমডিএ 

কলকাতার উড়ালপুল ও সেতুর নীচ থেকে বেআইনি দখলদারি সরাতে উদ্যোগী হল কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। ইতিমধ্যেই চারটি...

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, ২৬ অগাস্টে বর্ধমানে প্রশাসনিক বৈঠক 

চলতি সপ্তাহ থেকেই ফের শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। আগামী মঙ্গলবার, ২৬ অগাস্ট তিনি পৌঁছাবেন বর্ধমান।...