সাইবার ফাঁদ থেকে বাঁচাবে বাড়ির খুদেরা, শেখালেন খোদ পুলিশ কমিশনার

নগরপাল মনোজ ভার্মা (Manoj Verma, CP) পড়ুয়াদের উদ্দেশে বলেন, কোনও অজানা নম্বর থেকে আসা লিঙ্কে (link) কখনও ক্লিক (click) কোরো না

বারবার শহরে সাইবার প্রতারণার শিকার একের পর এক মানুষ। সেখানে যেমন অসেচতনা রয়েছে, তেমনই রয়েছে অজ্ঞতা। বর্তমান সমাজে মোবাইল (mobile) বা ইলেক্ট্রনিক যন্ত্রে অবাধ গতি স্কুল পড়ুয়া খুদেদের। সেই খুদেরাই যাতে পরিবারের বড়দের সাইবার প্রতারণা নিয়ে সচেতন করতে পারে, তার জন্য স্কুলে পৌঁছে গেলেন খোদ কলকাতার নগরপাল মনোজ ভার্মা (Manoj Verma, CP)। সিপির সঙ্গে প্রশ্নোত্তরে বউবাজার সেন্ট স্টিফেন্সের স্কুল (St. Stephens School) পড়ুয়ারা সক্রিয়ভাবে অংশ গ্রহণ করে।

বুধবার বউবাজারের (Bowbajar) সেন্ট স্টেফেন্স স্কুলে সামাজিক সচেতনতামূলক একটি অনুষ্ঠানে যোগদান করেন। সেখানে নগরপাল মনোজ ভার্মা (Manoj Verma, CP) পড়ুয়াদের উদ্দেশে বলেন, কোনও অজানা নম্বর থেকে আসা লিঙ্কে (link) কখনও ক্লিক (click) কোরো না। এটি হতে পারে একটি ফাঁদ, যা তোমার ব্যক্তিগত বা আর্থিক তথ্য চুরির কারণ হতে পারে। এই সংক্রান্ত আরও বেশ কিছু খুঁটিনাটি বিষয় তুলে ধরেন তিনি।

এই আলোচনা স্কুল পড়ুয়াদের জন্য অত্যন্ত উপযোগী বলেই দাবি করেন স্কুল কর্তৃপক্ষ। শহরের নিরাপত্তার শীর্ষে থাকা আধিকারিকদের থেকে পড়ুয়ারা আইন ও নিরাপত্তার অনেক বিস্তারিত জ্ঞান পেতে পারে। নগরপালের বক্তব্যের শেষে সেন্ট স্টেফেন্সের পড়ুয়ারা আলোচনার উপর নিজেদের বিভিন্ন ধরনের প্রশ্ন তুলে ধরেন। একটি প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়, যেখানে পড়ুয়ারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। এর ফলে সেশনটিকে আরও তথ্যবহুল ও চিন্তাশীল করে তোলে।