Friday, November 7, 2025

নিষিদ্ধ পল্লির মহিলাদের জন্য ‘বিনোদিনী’র স্পেশাল স্ক্রিনিং, দর্শকের সেলফির আবদার মেটালেন রুক্মিণী

Date:

বাংলা জুড়ে রমরমিয়ে চলছে ‘বিনোদিনী -একটি নটির উপখ্যান’ (Binodini Ekti Natir Upakhyan)। ১৪৩ বছর পর নিজের নামের থিয়েটার পেয়েছেন বাংলা নাট্য জগতের প্রথম মহিলা সুপারস্টার বিনোদিনী দাসী। তাঁর দৃপ্ত কঠিন জীবনগাঁথাকে বড় পর্দায় তুলে ধরেছেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র (Rukmini Maitra)। ছবি মুক্তি পেয়েছিল গত ২৩ জানুয়ারি। প্রায় একমাস পেরিয়েও বিনোদিনী থিয়েটারে রাম কমল মুখোপাধ্যায় (Ram Kamal Mukherjee) পরিচালিত এই ছবির চর্চা অব্যাহত। বুধবার উত্তর কলকাতার বিনোদিনী থিয়েটারে উষা কো-অপারেটিভ, হিউমান ডেভলপমেন্ট অ্যান্ড সোশ্যাল অ্যাকশন ও আমরা পদাতিক সংগঠন (যাঁরা মূলত মহিলাদের নিয়ে কাজ করেন) এবং নিষিদ্ধ পল্লীর মহিলাদের জন্য একটি স্পেশাল স্ক্রিনিং এর ব্যবস্থা করা হয়। উপস্থিত ছিলেন পরিচালক এবং অভিনেত্রী দুজনেই। দর্শকের আবদার মিটিয়ে একগাল হাসি নিয়ে সকলের অজস্র সেলফি তুললেন রুক্মিণী। উপস্থিত ছিলেন মেয়র পরিষদ অতীন ঘোষ, ফরাসি পরিচালক নিকোলাস ফ্যাসিনো-সহ (Nicolas Facino)বিশিষ্টরা।

হাসপাতাল থেকে ফিরেই স্বমহিমায় বিনোদিনী -একটি নটির উপখ্যান ছবির স্পেশাল স্ক্রিনিংয়ে উপস্থিত অভিনেত্রী রুক্মিণী। দর্শকরা সিনেমা দেখার পর চোখের জল ধরে রাখতে পারলেন না। প্রশংসার বন্যায় ভাসলেন নায়িকা। ছবি লঞ্চের পর থেকেই বহু বার হাউজফুল হয়েছে এই ছবি। তবে এবার এই ছবির সকল কলাকুশলী এবং যৌনকর্মীদের নিয়ে স্ক্রিনিং করা হলো। এদিন অভিনেত্রী জানান,দর্শকদের কাছে তিনি কৃতজ্ঞ যাঁরা এই ছবিকে ভালোবেসেছেন এবং এখনও সিনেমা হলে গিয়ে দেখছেন। পাশাপাশি তিনি আরও বলেন যে, আজকের এই স্ক্রিনিংটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ তাঁর কাছে কারণ আজ যে সকল সংগঠনদের জন্য এই স্ক্রিনিংটির আয়োজন করা হয়েছে তাঁরা সকলেই মহিলাদের জন্য সারা বছর কাজ করে যান ফলে আজকের দিনটা খুবই স্পেশাল।

Related articles

আজ স্কুল সার্ভিস কমিশনের একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগের ফলপ্রকাশ

সুপ্রিম রায়ে চাকরি হারানো থেকে এসএসসির (School Service Commission) নতুন করে পরীক্ষার দীর্ঘ পথ অতিক্রম করে এবার রেজাল্টের...

বলিউডে ফের শোকের ছায়া! প্রয়াত কিংবদন্তি গায়িকা – অভিনেত্রী সুলক্ষণা পণ্ডিত

বলিউডে শোকের ছায়া। প্রয়াত হিন্দি চলচ্চিত্র ও সঙ্গীত জগতের বিশিষ্ট ব্যক্তিত্ব সুলক্ষণা পণ্ডিত। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১...

ব্রিটিশ-তোষণে লেখা ‘জন গণ মন’! বিজেপি সাংসদের অপমানজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের

ব্রিটিশদের তোষণ করতেই নাকি লেখা হয়েছিল ‘জন গণ মন’। ভারতের জাতীয় সঙ্গীত নিয়ে এই ন্যক্কারজনক মন্তব্য করে ফের...

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...
Exit mobile version