Thursday, August 21, 2025

নিষিদ্ধ পল্লির মহিলাদের জন্য ‘বিনোদিনী’র স্পেশাল স্ক্রিনিং, দর্শকের সেলফির আবদার মেটালেন রুক্মিণী

Date:

বাংলা জুড়ে রমরমিয়ে চলছে ‘বিনোদিনী -একটি নটির উপখ্যান’ (Binodini Ekti Natir Upakhyan)। ১৪৩ বছর পর নিজের নামের থিয়েটার পেয়েছেন বাংলা নাট্য জগতের প্রথম মহিলা সুপারস্টার বিনোদিনী দাসী। তাঁর দৃপ্ত কঠিন জীবনগাঁথাকে বড় পর্দায় তুলে ধরেছেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র (Rukmini Maitra)। ছবি মুক্তি পেয়েছিল গত ২৩ জানুয়ারি। প্রায় একমাস পেরিয়েও বিনোদিনী থিয়েটারে রাম কমল মুখোপাধ্যায় (Ram Kamal Mukherjee) পরিচালিত এই ছবির চর্চা অব্যাহত। বুধবার উত্তর কলকাতার বিনোদিনী থিয়েটারে উষা কো-অপারেটিভ, হিউমান ডেভলপমেন্ট অ্যান্ড সোশ্যাল অ্যাকশন ও আমরা পদাতিক সংগঠন (যাঁরা মূলত মহিলাদের নিয়ে কাজ করেন) এবং নিষিদ্ধ পল্লীর মহিলাদের জন্য একটি স্পেশাল স্ক্রিনিং এর ব্যবস্থা করা হয়। উপস্থিত ছিলেন পরিচালক এবং অভিনেত্রী দুজনেই। দর্শকের আবদার মিটিয়ে একগাল হাসি নিয়ে সকলের অজস্র সেলফি তুললেন রুক্মিণী। উপস্থিত ছিলেন মেয়র পরিষদ অতীন ঘোষ, ফরাসি পরিচালক নিকোলাস ফ্যাসিনো-সহ (Nicolas Facino)বিশিষ্টরা।

হাসপাতাল থেকে ফিরেই স্বমহিমায় বিনোদিনী -একটি নটির উপখ্যান ছবির স্পেশাল স্ক্রিনিংয়ে উপস্থিত অভিনেত্রী রুক্মিণী। দর্শকরা সিনেমা দেখার পর চোখের জল ধরে রাখতে পারলেন না। প্রশংসার বন্যায় ভাসলেন নায়িকা। ছবি লঞ্চের পর থেকেই বহু বার হাউজফুল হয়েছে এই ছবি। তবে এবার এই ছবির সকল কলাকুশলী এবং যৌনকর্মীদের নিয়ে স্ক্রিনিং করা হলো। এদিন অভিনেত্রী জানান,দর্শকদের কাছে তিনি কৃতজ্ঞ যাঁরা এই ছবিকে ভালোবেসেছেন এবং এখনও সিনেমা হলে গিয়ে দেখছেন। পাশাপাশি তিনি আরও বলেন যে, আজকের এই স্ক্রিনিংটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ তাঁর কাছে কারণ আজ যে সকল সংগঠনদের জন্য এই স্ক্রিনিংটির আয়োজন করা হয়েছে তাঁরা সকলেই মহিলাদের জন্য সারা বছর কাজ করে যান ফলে আজকের দিনটা খুবই স্পেশাল।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version