Saturday, November 8, 2025

ট্রাস্ট খোলার আগে ব্যক্তিগত অ্যাকাউন্টে টাকা! জেডিএফ-এর সাফাই-এর পাল্টা পিএফএ

Date:

আর জি করের জুনিয়র চিকিৎসকের (junior doctor) তদন্তের দাবি জানিয়ে মাসের পর মাস আন্দোলন। কোথা থেকে এই টাকা আসছে, প্রশ্ন উঠতেই রাতারাতি ট্রাস্ট (trust) গঠন। আদতে সেই টাকা কীভাবে খরচ, পুলিশে অভিযোগ দায়ের হতেই একের পর এক যুক্তি দিতে ব্যস্ত জুনিয়র ডক্টর্স ফ্রন্টের (Junior Doctor’s Front) চিকিৎসকরা। তাদের যাবতীয় যুক্তিকে ‘ন্যাকামি’ বলে দাবি প্রগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের (Progressive Health Association)।

পুলিশে দায়ের হওয়া অভিযোগের তদন্ত করতে গিয়ে উঠে এসেছে চিকিৎসকদের সংগঠনের বাইরে ব্যক্তিগত অ্যাকাউন্টেও জমা পড়েছে অনেক টাকা। এই টাকার উৎস নিয়ে পুলিশি জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। জুনিয়র চিকিৎসকদের (junior doctor) অনেকে আবার সেই জিজ্ঞাসাবাদ এড়িয়েও গিয়েছেন। আবার অনেকে ভার্চুয়ালি (virtual) জিজ্ঞাসাবাদের সামনা সামনি হয়েছেন।

ব্যক্তিগত অ্যাকাউন্টে আন্দোলনের টাকা জমা পড়ার পরেই প্রশ্নের মুখে জুনিয়র ডক্টর্স ফ্রন্ট (JDF)। সাফাই দিয়ে ফ্রন্টের সদস্যদের দাবি ট্রাস্ট (trust) গঠন হওয়ার আগে আন্দোলন চালিয়ে যেতে টাকার প্রয়োজন ছিল। তাই ব্যক্তিগত অ্যাকাউন্টে টাকা উঠেছে। তবে তাদের এই দাবিকে আদৌ যুক্তিসঙ্গত বলতে নারাজ প্রগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন (PFA)। সংগঠনের সম্পাদক ডক্টর করবী বড়াল বলেন, চুরি করে ধরা পড়ে এখন ন্যাকামি করছে জেডিএফ (JDF)। তাদের অডিট করার দরকার মনে হলে এতদিন কেন করেননি। এখন ন্যাকামি করার মানে কি। আসলে মানুষ ওদের চুরিটা ধরে ফেলেছে। তাই সামলাতে ন্যাকামো করছে ওরা।

Related articles

কবিগুরুর অপমান মানব না! বাংলা-বিদ্বেষী বিজেপিকে উৎখাতের ডাক শশীর

বিজেপির রন্ধ্রে রন্ধ্রে বাংলা-বিদ্বেষ! তাই বাংলাকে কলুষিত করতে এখন বাংলার বিশ্ববন্দিত মনীষীদেরও ছাড়ছে না বিজেপি। কেন্দ্রের বাংলাবিরোধী দলের...

বারাবনির খোলামুখ খনিতে ধসে মৃত্যু, নিখোঁজ ১

পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের (Asansole) বারাবনি থানার চরণপুর খোলামুখ কয়লাখনিতে (Barabani Open-pit Mine) ব্যাপক ধস (Collapse)। কয়লা কাটতে...

দোষ ঢাকতে কোপ! কর্তব্যে গাফিলতি, আট BLO-কে শোকজ

৪ নভেম্বর থেকে রাজ্যে এসআইআর-এর ম্যাপিং প্রক্রিয়া শুরু হয়েছে। সেই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ইনিউমারেশন ফর্ম পৌঁছে দিচ্ছেন...

ক্যাপ্টেন হোক: রিচার সংবর্ধনায় প্রশংসায় ভরালেন মুখ্যমন্ত্রী, বঙ্গভূষণ-ডিএসপি-র চাকরি-সহ একগুচ্ছ পুরস্কার

উষ্ণ অভিনন্দন। আমি চাই একনম্বর (ক্যাপ্টেন) হোক রিচা। বিশ্বজয়ী ভারতীয় মহিলা ক্রিকেটদলের সদস্য বাংলার মেয়ে রিচা ঘোষের (Richa...
Exit mobile version