Tuesday, August 26, 2025

ট্যাংরায় একই পরিবারের তিনজনের রহস্যমৃত্যু! হাতের শিরা কাটা দেহ উদ্ধারে চাঞ্চল্য

Date:

বুধবার সকালে পূর্ব কলকাতার ট্যাংরা (Tangra) থানা এলাকায় একই পরিবারের তিনজনের নিথর দেহ উদ্ধার!মৃতদের প্রত্যেকের হাতের শিরা কাটা থাকায় সন্দেহ বাড়ছে পুলিশের। আত্মহত্যা নাকি পরিকল্পিত খুন, তদন্তে ট্যাংরা থানা (Tangra Police)। এর পাশাপাশি বাড়ির বাকি তিনজন সদস্যের দুর্ঘটনার খবরও মিলেছে। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয় সূত্রের খবর ২১এ, অতুল শূর রোড এলাকার ওই বাড়িতে মৃতদের মধ্যে দু’জন মহিলা ছাড়াও রয়েছে এক নাবালিকা। পরিবারের দুই কর্তা বাড়ির বাইরে ছিলেন। এলাকাবাসীর বক্তব্য অনুযায়ী তাঁরা মৃতদের পরিবারে কোনও রকমের অস্বাভাবিকতা লক্ষ্য করেননি। পরিবারের দুই ভাইয়ের একইসঙ্গে একই সময় বাইরে থাকা এবং তাঁদের স্ত্রীদের অস্বাভাবিক মৃত্যু ঘিরে একাধিক খটকা তদন্তকারীদের মনে। কবে এই মৃত্যুর ঘটনা তাও স্পষ্ট নয়। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের তোড়জোড় চলছে। সকলেই আত্মহত্যা করেছেন কি না বা এমন পদক্ষেপের নেপথ্যে কী কারণ সেটা তদন্তসাপেক্ষ। তবে একই পরিবারের তিনজনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে এদিন সকালে এই বাড়ির দুই কর্তা ( প্রণয় দে এবং প্রসুন দে) এবং তাঁদের এক সন্তানকে বাইপাসে দুর্ঘটনাগ্রস্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। বাইপাসের বেসরকারি হাসপাতালে তাঁদের চিকিৎসা চলছে। একজনের অবস্থা আশঙ্কাজনক। সবমিলিয়ে রহস্য বাড়ছে।ঘটনাস্থলে পৌঁছেছেন জয়েন্ট সিপি ক্রাইম রূপেশ কুমার (Rupesh Kumar)।

Related articles

ট্রাম্পের ছোঁয়া পলকাটা হিরেতে! মোদির গুজরাটেই বেকার অন্তত ১ লক্ষ শ্রমিক

বন্ধুত্বের বাহানায় বিপুল ক্ষতির মুখে গোটা দেশকে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বন্ধু ডোনাল্ড ট্রাম্পের বসানো শুল্কের...

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...
Exit mobile version