Friday, January 9, 2026

বাংলাদেশের রাজনীতিতে নতুন মোড়, আগামী ২৬ ফেব্রুয়ারি ঢাকায় নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ

Date:

Share post:

বাংলাদেশের রাজনীতিতে নতুন মোড়, আগামী ২৬ ফেব্রুয়ারি রাজধানী ঢাকায় একটি নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে চলেছে।সে দেশের সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, এই নতুন দল গঠনের পেছনে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মূল ভূমিকা রাখছে। দলের আহ্বায়ক হতে চলেছেন নাহিদ ইসলাম, যিনি বর্তমানে অন্তর্বর্তী সরকারের অন্যতম উপদেষ্টা এবং কোটা সংস্কার আন্দোলনের নেতা ছিলেন। দল ঘোষণা করার আগে তিনি সরকার থেকে ইস্তফা দেবেন বলে জানা গিয়েছে।

 বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি কয়েক মাস আগে দাবি করেছিলেন যে, নোবেল বিজয়ী অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এবং কিছু গোয়েন্দা সংস্থা বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক দল গঠনের মদত দিচ্ছে। যদিও এই অভিযোগের সত্যতা স্পষ্ট নয়, তবে নতুন দলের আত্মপ্রকাশের বিষয়টি এখন নিশ্চিত হয়ে গিয়েছে।

দলের আহ্বায়ক, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও কোটা সংস্কার আন্দোলনের নেতা নাহিদ ইসলাম – জাতীয় নাগরিক কমিটির সদস্যসচিব, হতে পারেন দলের সাধারণ সম্পাদক আখতার হোসেন।
সারজিস আলম ও হাসনাত আবদুল্লা – বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক, থাকবেন মুখ্য সংগঠক ও মুখপাত্র হিসেবে। আলি আহসান জোনায়েদ – কট্টরপন্থী সংগঠন ইসলামি ছাত্রশিবিরের প্রাক্তন নেতা, যিনি দলের শীর্ষ নেতৃত্বে থাকতে পারেন বলে দাবি উঠলেও এটি নিশ্চিত নয়।

নতুন দলটি গঠিত হলে বাংলাদেশের রাজনৈতিক ভারসাম্যে পরিবর্তন আসতে পারে। এটি মূলত ছাত্র আন্দোলন ও নাগরিক সমাজের প্রতিনিধিদের নিয়ে গঠিত হতে যাচ্ছে। তবে এর পেছনে অন্তর্বর্তী সরকারের ভূমিকা ও গোয়েন্দা সংস্থার সম্ভাব্য সংশ্লিষ্টতা নিয়ে বিতর্ক চলছে।এই দলটি কতটা জনপ্রিয়তা অর্জন করতে পারবে, সেটি নির্ভর করবে তাদের রাজনৈতিক এজেন্ডা, জনসমর্থন এবং অন্যান্য প্রধান রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়ার ওপর। বিএনপি ও আওয়ামী লীগের রাজনীতির বাইরে এই নতুন শক্তির উত্থান কতটা প্রভাব ফেলবে, তা সময়ই বলে দেবে।

spot_img

Related articles

নেক্সট ডেস্টিনেশন ইলেকশন কমিশন: নির্বাচন কমিশনারের ভোটার বাদের চক্রান্তে হুঙ্কার মমতার

গণতন্ত্রে মানুষ নিজের সরকার নির্বাচন করে। আর বিজেপির চক্রান্তে নির্বাচন কমিশনকে প্রয়োগ করে এবার বিজেপির স্বৈরাচারী সরকার ভোটার...

হামিদের পর ফের বিদেশি ছাঁটাই ইস্টবেঙ্গলে, দুরন্ত ছন্দে মহিলা দল

নতুন বছরে ফের বিদেশি ছাঁটাই ইস্টবেঙ্গলে(East Bengal)। হামিদের পর এবার পালা হিরোশি ইবোসুকির। ইস্টবেঙ্গলের জার্সিতে শুক্রবারই শেষ প্র্যাকটিস...

হিমাচলের পাহাড়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস! একাধিক মৃত্যু, আহত বহু

হিমাচলে বাস খাদে পড়ে মৃত ৯ (Himachal Bus Accident)! ঘটনাটি ঘটেছে হিমাচলে সিরমৌউর জেলার হারিপুরধার এলাকায়। পাহাড়ি পথে...

বক্সা অষ্টম বার্ড ফেস্টিভ্যালে নতুন সাফল্য, নথিভুক্ত ২৫১ প্রজাতির পাখি

সাফল্যের সঙ্গে শেষ হল বক্সা ব্যাঘ্র প্রকল্পে আয়োজিত অষ্টম বর্ষের 'বক্সা বার্ড ফেস্টিভ্যাল' (Buxa Bird Festival)। তিন দিনের...