Monday, November 24, 2025

বাংলাদেশের রাজনীতিতে নতুন মোড়, আগামী ২৬ ফেব্রুয়ারি ঢাকায় নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ

Date:

Share post:

বাংলাদেশের রাজনীতিতে নতুন মোড়, আগামী ২৬ ফেব্রুয়ারি রাজধানী ঢাকায় একটি নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে চলেছে।সে দেশের সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, এই নতুন দল গঠনের পেছনে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মূল ভূমিকা রাখছে। দলের আহ্বায়ক হতে চলেছেন নাহিদ ইসলাম, যিনি বর্তমানে অন্তর্বর্তী সরকারের অন্যতম উপদেষ্টা এবং কোটা সংস্কার আন্দোলনের নেতা ছিলেন। দল ঘোষণা করার আগে তিনি সরকার থেকে ইস্তফা দেবেন বলে জানা গিয়েছে।

 বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি কয়েক মাস আগে দাবি করেছিলেন যে, নোবেল বিজয়ী অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এবং কিছু গোয়েন্দা সংস্থা বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক দল গঠনের মদত দিচ্ছে। যদিও এই অভিযোগের সত্যতা স্পষ্ট নয়, তবে নতুন দলের আত্মপ্রকাশের বিষয়টি এখন নিশ্চিত হয়ে গিয়েছে।

দলের আহ্বায়ক, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও কোটা সংস্কার আন্দোলনের নেতা নাহিদ ইসলাম – জাতীয় নাগরিক কমিটির সদস্যসচিব, হতে পারেন দলের সাধারণ সম্পাদক আখতার হোসেন।
সারজিস আলম ও হাসনাত আবদুল্লা – বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক, থাকবেন মুখ্য সংগঠক ও মুখপাত্র হিসেবে। আলি আহসান জোনায়েদ – কট্টরপন্থী সংগঠন ইসলামি ছাত্রশিবিরের প্রাক্তন নেতা, যিনি দলের শীর্ষ নেতৃত্বে থাকতে পারেন বলে দাবি উঠলেও এটি নিশ্চিত নয়।

নতুন দলটি গঠিত হলে বাংলাদেশের রাজনৈতিক ভারসাম্যে পরিবর্তন আসতে পারে। এটি মূলত ছাত্র আন্দোলন ও নাগরিক সমাজের প্রতিনিধিদের নিয়ে গঠিত হতে যাচ্ছে। তবে এর পেছনে অন্তর্বর্তী সরকারের ভূমিকা ও গোয়েন্দা সংস্থার সম্ভাব্য সংশ্লিষ্টতা নিয়ে বিতর্ক চলছে।এই দলটি কতটা জনপ্রিয়তা অর্জন করতে পারবে, সেটি নির্ভর করবে তাদের রাজনৈতিক এজেন্ডা, জনসমর্থন এবং অন্যান্য প্রধান রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়ার ওপর। বিএনপি ও আওয়ামী লীগের রাজনীতির বাইরে এই নতুন শক্তির উত্থান কতটা প্রভাব ফেলবে, তা সময়ই বলে দেবে।

spot_img

Related articles

১৭ দিনে কাজ শেষ করলেন রাজ্যের দুই BLO: জানালেন হাজারো সমস্যার কথা

নির্বাচন কমিশন কতটা কাঁটায় ভরা পথে রাজ্যের বুথ লেভেল আধিকারিকদের এসআইআর প্রক্রিয়া করতে বাধ্য করছে, তার প্রমাণ রাখলেন...

পিসেমশাই-বৌমা সম্পর্কে স্বামীকে মারতে সুপারি কিলার! বরাহনগর গুলিকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য

অবৈধ সম্পর্কের জেরেই বরাহনগরে গুলি চলেছিল, তদন্তে উঠে এলো এমনই চাঞ্চল্যকর তথ্য। স্বামীকে খুন করার জন্য সুপারি কিলার...

দূষণে দমবন্ধ রাজধানীর! বিদেশ সফর নিয়ে মোদিকে কটাক্ষ তৃণমূলের

রাজধানী দিল্লিতে ভয়াবহ দূষণ নিয়ে প্রধানমন্ত্রীকে তীব্র ভাষায় আক্রমণ করলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাকেত গোখেল। সমাজমাধ্যমে তাঁর কটাক্ষ,...

৪৪ বিধানসভার ভোটার মায়ারানী? SIR স্ক্যানের পর হইচই পাণ্ডবেশ্বরে

বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার মাঝেই পাণ্ডবেশ্বরে সামনে এল চাঞ্চল্যকর তথ্য। এনুমারেশন ফর্মের কিউআর কোড স্ক্যান করতেই দেখা...