Tuesday, December 16, 2025

বিধানসভায় ভিত্তিহীন অভিযোগ! বিজেপি বিধায়ক হিরণের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ চন্দ্রিমার

Date:

ফের বিধানসভায় বিজেপির (BJP) ভিত্তিহীন অভিযোগ। বাংলার মুকুটে পুরস্কারের সাফাল্যে অখুশি গেরুয়া শিবির। এবার সেই বিষয় নিয়ে অভিযোগ করেন বিজেপি বিধায়ক হিরণময় চট্টোপাধ্যায় (হিরণ) (Hiranmoy Chatterjee)। বিধানসভাকে মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করায় তাঁর বিরুদ্ধে বৃহস্পতিবার স্বাধিকার ভঙ্গের নোটিশ জমা দিলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattachraya)।

বুধবার বিধানসভায় বাজেট বিতর্কে অংশ নিয়ে খড়গপুরের বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় (Hiranmoy Chatterjee) তাঁর বক্তব্যে রাজ্য সরকারের বিরুদ্ধে, তা অর্থের বিনিময়ে একটি বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থার দেওয়া পুরস্কার কেনার অভিযোগ করেন। মুখ্যমন্ত্রী তথা রাজ্য সরকারের বিরুদ্ধে অসত্য ও অবমাননাকর তথ্য বিধানসভায় পেশ করার জন্য খড়গপুরের বিধায়কের বিরুদ্ধে ওই স্বাধিকার ভঙ্গের নোটিশ জমা দেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। হিরণের এই বক্তব্যের বিরুদ্ধে প্রিভিলেজি নোটিস জমা দেওয়া হয়। অধ্যক্ষ জানিয়েছেন, ওই অভিযোগ প্রিভিলেজ কমিটির কাছে পাঠানো হয়েছে। অভিযুক্ত বিধায়ককে তাঁর বক্তব্যের স্বপক্ষে উপযুক্ত তথ্য প্রমাণ কমিটির কাছে ২৪ ফেব্রুয়ারির মধ্যে পেশ করতে হবে।

বিধানসভায় অসত্য ভাষণ, কুৎসা, আর ঘৃণ্য ব্যক্তিগত আক্রমণের প্রথা অব্যাহত রেখেছে বিজেপি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পরে এবার স্বাধিকার ভঙ্গের অভিযুক্ত হিরণ।

এদিন দ্বিতীয়ার্ধের অধিবেশনের শুরুতে অধ্যক্ষ্য বিমান বন্দ্যোপাধ্যায় ওই স্বাধিকার ভঙ্গের নোটিশ গ্রহণ কথা উল্লেখ করেন। অধ্যক্ষ হিরন্ময় চট্টোপাধ্যায়কে বিধানসভায় আনা তাঁর অভিযোগের সপক্ষে নথি জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

Related articles

নতুন ‘খুনির সন্ধানে’ মিতিন মাসি: প্রকাশ্যে এলো ট্রেলার আর গান

শীতের আমেজ নিয়ে হৈ হৈ করে প্রকাশ্যে মিতিন মাসির নতুন ছবির প্রথম ঝলক। আধুনিক ছাঁচে রহস্যের জাল ছড়িয়ে...

কোথায় বিজেপির প্রতিশ্রুতি? খসড়া তালিকায় নামছাঁট ৮৬ হাজার, আতঙ্ক মতুয়া অধ্যুষিত বনগাঁয়

এসআইআর প্রক্রিয়ায় কারও নাম বাদ যাবে না—বিশেষ নিবিড় সংশোধনের সময় এমনই আশ্বাস দিয়েছিল স্থানীয় বিজেপি নেতৃত্ব। কিন্তু খসড়া...

কোথায় ১ কোটি রোহিঙ্গা! খসড়া তালিকার পর বিজেপির বাংলা-বিরোধী চরিত্রে তোপ তৃণমূলের

এসআইআর-এর প্রথম পর্বে খসড়া ভোটার তালিকা প্রকাশের পর বিজেপির তথা রাজ্যের বিরোধী দলনেতার তোলা একের পর এক দাবি...

যুবভারতীতে মেসির অনুষ্ঠানে দর্শকদের টাকা ফেরানো নবান্নের অগ্রাধিকারের তালিকায় শীর্ষে

যুবভারতীতে মেসির অনুষ্ঠানের টিকিট (Ticket) কেটেও যাঁরা দেখতে পারেননি, তাঁদের টাকা ফেরানোই এখন নবান্নের (Nabanna) অগ্রাধিকারের তালিকায় শীর্ষে।...
Exit mobile version