Tuesday, November 4, 2025

ভারতে টেসলার কারখানায় সায় নেই ট্রাম্পের, মাস্কের সিদ্ধান্তে অখুশি মার্কিন প্রেসিডেন্ট

Date:

ভারতে গাড়ি কারখানা তৈরি করছে এলন মাস্কের সংস্থা টেসলা (TESLA)। দেশীয় অর্থনীতিতে এর গভীর প্রভাব পড়বে বলে আত্মবিশ্বাসী মোদি সরকার। কিন্তু টেসলা কর্তার এহেন সিদ্ধান্তে খুশি নন আমেরিকার প্রেসিডেন্ট (US President) ডোনাল্ড ট্রাম্প। সাফ জানালেন, মাস্কের এই নীতি আমেরিকার জন্য অন্যায়। তিনি এক্স কর্তার সিদ্ধান্তে সহমত নন।

আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ডকে সব রকমের সাহায্য করেছিলেন এলন মাস্ক (Donald Trump – Elon Musk)। দুজনের কাছাকাছি আসা নিয়ে ভালো চোখে দেখেনি বিরোধীপক্ষ। মার্কিন কূটনৈতিক মহলের মতে মাস্ক প্রত্যক্ষভাবে সাহায্য করায় ডোনাল্ড ট্রাম্পের পক্ষে নির্বাচনে জয় সহজ হয়েছে। কিন্তু কয়েক মাস যেতে না যেতেই বন্ধুত্বের সম্পর্কে কি দূরত্ব বাড়ছে? ভারতে টেসলার কারখানা পত্তনের সম্ভাবনা নিয়ে জোরকদমে আলোচনা শুরু হয়েছে। এবার তা নিয়ে কড়া মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট। গত সপ্তাহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মার্কিন সফরের সময়ে ভারতের উচ্চ আমদানি শুল্কের প্রসঙ্গটি তুলেছিলেন ট্রাম্প। অচলাবস্থা কাটাতে একটি দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির ব্যাপারেও দুই দেশ সম্মত হয়েছে। ট্রাম্পের দাবি, ভারতের শুল্কনীতি এতটাই কঠিন যে, সেখানে গাড়ি বিক্রি কার্যত অসম্ভব।টেসলা এখনও ভারতে গাড়ি উৎপাদন শুরু করেনি। তবে সংস্থাটি ইতিমধ্যেই দিল্লি ও মুম্বইতে দুটি শোরুমের জন্য জায়গা চিহ্নিত করেছে এবং ১৩টি মাঝারি স্তরের পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। অর্থাৎ জোরকদমে চলছে প্রস্তুতি। এই প্রসঙ্গে মনে রাখা দরকার মাস্ক দীর্ঘদিন ধরেই ভারতের ইভি বাজারে প্রবেশের পরিকল্পনা করেছেন। কিন্তু ভারতের স্থানীয় বিনিয়োগ, নীতিগত বাধা এবং উচ্চ শুল্কের কারণে সমস্যার মুখোমুখি হতে হয়েছে টেসলাকে। এবার নতুন করে আমেরিকার মসনদে বসার পর ডোনাল্ড ট্রাম্পের নতুন বাণিজ্য পরিকল্পনায় রয়েছে প্রতিশোধমূলক শুল্ক। যে দেশ আমেরিকান পণ্যে শুল্ক আরোপ করবে, যুক্তরাষ্ট্রও সেই দেশের পণ্যের উপর একই হারে শুল্ক বসাবে।নয়াদিল্লি জানিয়েছে যে অন্তত ৫০০ মিলিয়ন ডলারের বিনিয়োগ করে এদেশে কারখানা স্থাপন করলে আমদানি শুল্ক ১৫ শতাংশে নামিয়ে আনা হবে। যদিও ভারতের এই অফারে টেসলার গাড়ি কারখানা তৈরির পরিকল্পনা আমেরিকার জন্য সঠিক নয় বলেই মনে করছেন ট্রাম্প। এখন এলন কী সিদ্ধান্ত নেন সেটাই দেখার।

Related articles

ফের ডবল ইঞ্জিনের রাজ্যে রেললাইনে বাংলার পরিযায়ী শ্রমিকের ক্ষতবিক্ষত দেহ!

ফের বিজেপি শাসিত মহারষ্ট্রে বাঙালি পরিযায়ী শ্রমিকের (Migrant Labour) মৃত্যু। মুম্বইয়ে রেল লাইনের ধার থেকে উদ্ধার দেহ। মৃতের...

ফের SIR আতঙ্কে বাংলায় আত্মহত্যার অভিযোগ! উলুবেড়িয়ায় মৃত্যু ৩০বছরের যুবকের

SIR, আর তার পথ ধরে NRC- কেন্দ্রের এই নীতির আতঙ্কে একের পর এক প্রাণহানির ঘটনা ঘটছে বাংলায়। এবার...

পাখির চোখ মহিলা ভোটব্যাঙ্ক: ক্ষমতায় এলে ৩০ হাজার টাকার আর্থিক সহায়তার প্রতিশ্রুতি তেজস্বীর

পথিকৃত বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর মস্তিষ্কপ্রসূত লক্ষ্মীর ভাণ্ডার বিভিন্ন ভাবে দিচ্ছে দেশের অন্যান্য কয়েকটি রাজ্যের...

প্রয়াণ দিবসে সুব্রতকে স্মরণ, দীর্ঘদিনের সৈনিককে শ্রদ্ধার্ঘ্য অভিষেকের

দক্ষ প্রশাসক, বর্ষীয়ান নেতা সুব্রত মুখোপাধ্যায়ের( Subrata Mukharjee) আজ প্রয়াণ দিবস। তাঁর প্রয়াণ দিবসে উল্লেখযোগ্য রাজনৈতিক ব্যক্তিত্ব ও...
Exit mobile version