পাঁচ উইকেট শামির, টিম ইন্ডিয়ার বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ২২৮ রান বাংলাদেশের

ম্যাচে এদিন টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

আজ থেকে চ্যাম্পিয়ন্স ট্রফির অভিযান শুরু করেছে ভারত। এদিন দুবাইতে প্রথম ম্যাচে নামে টিম ইন্ডিয়া। প্রথম ম্যাচে ভারতের সামনে বাংলাদেশ। আর বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নেমেই বল হাতে দাপট দেখালে মহম্মদ শামি, অক্ষর প্যাটেলরা। প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ করে ২২৮ রান। বাংলাদেশের হয়ে ব্যাট হাতে শতরান তোহিদ হ্রদয়। ৬৮ রান জাকের আলি। হ্যাটট্রিক মিস অক্ষর প্যাটেলের। বল হাতে দাপট মহম্মদ শামির। এদিন পাঁচ উইকেট শামির। সেই সঙ্গে একদিনের ক্রিকেটে ২০০ উইকেট নিলেন তিনি।

ম্যাচে এদিন টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আর ব্যাট করতে নেমে ২২৮ রান করে বাংলাদেশ। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান ওপেনার তানজিড হাসানের। ২৫রান করেন তিনি। এছাড়া বাংলাদেশের রান সংখ্যা ঠিক এরকম, সৌম সরকার শূন্য । শান্ত শূন্য। মেহদি হাসান ৫ । মুশফিকুর রহমান শূন্য। ভারতের হয়ে ৫ উইকেট মহম্মদ শামির। তিন উইকেট হর্ষিত রানার। দুটি উইকেট অক্ষর প্যাটেলের। ভারতের জয়ে জন্য দরকার ২২৯ রান।

আরও পড়ুন- এটাই কি শেষ আইপিএল মাহির ? উত্তর দিলেন নিজেই