Saturday, August 23, 2025

মহাকুম্ভে নিজের পরিবারের সবাই জল খান, ডুব দিন: যোগীকে কটাক্ষ দাদলানির

Date:

মাত্র কয়েক দিন পরেই শেষ হবে মহাকুম্ভ। আবার ১৪৪ বছরের অপেক্ষা। সেই কারণে এই পুণ্য সময়ে  মানুষ হামলে পরেছেন মহাকুম্ভে গিয়ে স্নান করতে। কিন্তু সদ্যই একটি রিপোর্টে জানা গিয়েছে, এই জল নাকি দূষিত। তারপরই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে একহাত নিলেন বলিউডের জনপ্রিয় সঙ্গীত পরিচালক তথা ইন্ডিয়ান আইডলের বিচারক বিশাল দাদলানি।

ভিভিআইপি থেকে আম আদমি সকলেই ১৪৪ বছর পর এই পুণ্য মহাকুম্ভে যোগ দেওয়ার জন্য এসেছেন প্রয়াগরাজ। ফলে এত মানুষের মল মূত্র তো আছেই, সঙ্গে স্নান করার ফলে গঙ্গার জলে ছড়িয়েছে ব্যাকটেরিয়া। তাও নাকি বিপুল পরিমাণে। আর এই রিপোর্ট প্রকাশ্যে এনেছে দ্য ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল। যদিও সেই রিপোর্ট মোটেই মানতে নারাজ উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী। তার বক্তব্য, এই জল অতি পবিত্র, এটাকে চাইলে পান পর্যন্ত করা যায়। আর তার এই কথার পরই তাকে কটাক্ষ করেছেন বিশাল দাদলানি।

বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় যোগী আদিত্যনাথের উদ্দেশ্যে বিদ্রুপ ছুড়ে তিনি লেখেন,  নিন্দুকদের নিয়ে অত ভাববেন না স্যার। আমরা আপনাকে বিশ্বাস করি। আপনি গিয়ে সোজাসুজি নদী থেকে এই পবিত্র জল পান করে দেখান ক্যামেরার সামনে।এদিন আরও একটি ইনস্টাগ্রাম স্টোরি পোস্ট করে লেখেন,  আপনি যদি পেট খারাপ, কলেরা, কৃমি, আমাশার লক্ষ লক্ষ কেসের কথা দেখতে না পারেন, বা সেগুলো নিয়ে যদি আপনি আশঙ্কা না করেন তাহলে আপনি সত্যিই বিশেষ ক্ষমতার অধিকারী। তাহলে যান ওই নর্দমায় গিয়ে নিজে আর নিজের পরিবারের সবাই মিলে জল খান। ডুব দিন। আপনাকে ঈশ্বর আরও সাহস দিক।

 

Related articles

দায় বেসরকারিকরণ নীতির! মোদিরাজে পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক কর্মী

মোদি সরকারের আমলে বিগত পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক সরকারি কর্মী। সম্প্রতি লোকসভায় এমনই চাঞ্চল্যকর তথ্য দিল কেন্দ্র।...

পুজোর আগে প্রায় দ্বিগুণ দুধ উৎপাদনে বাংলার ডেয়ারি 

কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে প্যাকেটজাত দুধের জোগান বাড়াতে রাজ্য সরকারি ব্র্যান্ড বাংলার ডেয়ারি বড় পদক্ষেপ নিতে চলেছে। পুজোর...

পিছনে দৌড়! স্নাতক স্তরে বৈদিক গণিত আনার চেষ্টা UGC-র

গোটা বিশ্ব গণিতের ক্ষেত্রে যেখানে নতুন উদ্ভাবনী ধারণা নিয়ে আসছে, সেখানে ভারতের শিক্ষা ক্ষেত্রে পিছন দিকে হাঁটা শুরু...

হালিশহর ও কাঁচরাপাড়া পেল স্বচ্ছ ভারত মিশনের ‘ওডিএফ প্লাস’ সার্টিফিকেট 

বারাকপুর শিল্পাঞ্চলের প্রান্তিক দুই শহর হালিশহর ও কাঁচরাপাড়া এবার স্বচ্ছ ভারত মিশনের ‘ওপেন ডিফেকেশন ফ্রি প্লাস’ (ওডিএফ প্লাস)...
Exit mobile version