Tuesday, August 26, 2025

জীবনানন্দকে চেনার-জানার এখনও অনেক বাকি, জন্মদিন উদযাপনে একই সুর প্রচেত-সুবোধের

Date:

কবি জীবনানন্দ দাশের(post jibanananda dash) ১২৬তম জন্মদিন উদযাপন হল পশ্চিমবঙ্গ বাংলা আকাডেমিতে। বৃহস্পতিবার কবির ছবিতে মাল্যদান করে তার প্রতি শ্রদ্ধা জানান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ছিলেন কবি সুবোধ সরকার ও প্রচেত গুপ্ত।

জীবনানন্দ ১৮৯৯ সালের এই দিনে বরিশাল শহরে জন্মগ্রহণ করেন। এদিন কবির স্মরণে একটি আলোচনা সভার আয়োজন করা হয়।
এদিনের সভায় মুখ্য বক্তা হিসাবে ছিলেন কবি প্রচেত গুপ্ত। তিনি বলেন, কবি জীবনানন্দ দাশকে চেনার ও জানার এখনও অনেক বাকি। এদিন একটি অত্যন্ত প্রশংসিত বই ‘ক্লিনটন বি. সিলি-র’ ‘আ পোয়েট অ্যাপার্ট’ নিয়েও আলোচনা হয় । কিভাবে একজন ভিনদেশি মানুষ হয়ে শুধুমাত্র জীবনানন্দকে ভালোবেসে কবির শিল্পসম্মত বিকাশ এবং তার সাহিত্য বিশ্বের দরবারে পৌঁছেছেন, তা প্রশংসার যোগ্য।

কবি সুবোধ সরকার বলেন, আমরা প্রতি বছরই তাঁর জন্মদিন পালন করি কিন্তু তাঁর প্রতি ভালোবাসা প্রতিবছর বাড়ছে। শুধু দেশ নয় বিদেশেও তিনি সমান জনপ্রিয় ছিলেন। তাঁর কবিতা ও তাঁর ভাবনায় মুগ্ধ হয়েছে সকল কবিতাপ্রেমী। তবে শুধু বাংলাতেই নয় ইংরেজি ও ফরাসিসহ কয়েকটি ইউরোপীয় ভাষায় তাঁর কবিতা অনূদিত হয়েছে। তাঁর মৃত্যুর পর আবিষ্কৃত হয় অজস্র গল্প ও উপন্যাস।

শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, জীবনানন্দের সৃষ্টি আজও মানুষের মননে। দেশ ছাড়িয়ে তা সৃষ্টি বিদেশেও সমানভাবে সমাদৃত। শুধুমাত্র কবিতা নয়, তিনি গল্প এবং উপন্যাস লিখেছেন।

Related articles

আইএসএল শুরু হওয়ার সম্ভাব্য দিন ২৪ অক্টোবর!

সরকারীভাবে ঘোষণা না হলেও আইএসএলের(Indian Super League) সম্ভাব্য দিন নিয়ে একটা আলোচনা শুরু হয়েছে। শোনা যাচ্ছে আগামী ২৪...

পুত্র ‘জাতিস্মর’! বেসবল খেলোয়াড়ের মায়ের অবাক করা দাবি ঘিরে চাঞ্চল্য

খেলার মাঠে বিস্ময় বালকদের কথা প্রায়ই শোনা যায়। তারা খবরের শিরোনামে উঠে আসে তাদের ক্রীড়া প্রতিভার জোরে। কিন্তু...

বিধানসভা ভোটই লক্ষ্য! ভিনজাতের বিয়ে দেওয়া নিয়ে হাত মেলাল রাম-বাম

ভিনজাতে বিবাহে বাধা এলে এবার সিপিএম-বিজেপি দুইয়েরই পার্টি অফিস খোলা তামিলনাড়ুতে। শুধুমাত্র জাতপাতের বিভাজনকে কেন্দ্র করে তামিলনাড়ুর তিরুনেলভেলি...

বাকস্বাধীনতাকে রক্ষাকবচ করে কনটেন্টের নামে ‘স্বেচ্ছাচারিতা’ নয়, রায় শীর্ষ আদালতের

ভিউ বাড়াতে ইউটিউবে (You Tube) অশালীন, নিষিদ্ধ কনটেন্টে না সুপ্রিম কোর্টের (Supreme Court)। শীর্ষ আদালত জানিয়েছে, এবার থেকে...
Exit mobile version