সোদপুরে রক্তমাখা খুলি উদ্ধারে চাঞ্চল্য, তদন্তে খড়দহ থানার পুলিশ

উত্তর ২৪ পরগনার সোদপুরে (Sodpur, North 24 Parganas) মানুষের খুলি উদ্ধারে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায় শুক্রবার সকালে অমরাবতী মাঠে মাটি কাটার সময় রক্তমাখা খুলি নজরে আসতেই পুলিশকে খবর দেন এলাকার মানুষ। দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় খড়দহ থানার অফিসাররা (Khardah Police)। উদ্ধার হওয়া খুলি কার তা এখনও পর্যন্ত জানা যায়নি। তদন্ত শুরু হয়েছে। ঘটনা জেরে রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।