Friday, December 19, 2025

শোভন-রত্নার ডিভোর্স মামলায় হাই কোর্টে প্রাক্তন মেয়রের হয়ে ঝোড়ো ব্যাটিং কল্যাণের

Date:

Share post:

শোভন-রত্নার ডিভোর্স মামলায় হাই কোর্টের শুনানিতে কলকাতার প্রাক্তন মেয়রের হয়ে ঝড় তুললেন বর্ষীয়ান আইনজীবী তথা তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। শুক্রবার, বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের এজলাসে তৃণমূল বিধায়ক রত্না চট্টোপাধ্যায়ের (Ratna Chatterjee) বিরুদ্ধে প্রভাবশালী তত্ত্ব এনে শোভনকে অকারণ হয়রান করার অভিযোগ তোলেন কল্যাণ। রত্নার বিরুদ্ধে তাঁরই দেওয়া সাক্ষাৎকারের প্রসঙ্গ তুলে সওয়াল করেন শোভনের আইনজীবী। তুলে ধরনের দীর্ঘদিন ধরে শোভনের অসুবিধার কথাও।

এদিন সওয়াল করতে গিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee) বলেন, “সম্প্রতি একটি সংবাদ মাধ্যমের সাক্ষাৎকার দিয়েছিলেন রত্না চট্টোপাধ্যায়। সেখানে তিনি বলেছিলেন কোনওমতেই শোভন চট্টোপাধ্যায়কে ডিভোর্স দেবেন না। যে কারণেই এইভাবে নিম্ন আদালতের বিচার প্রক্রিয়াকে বারবার বাধা দেওয়ার চেষ্টা করছেন। প্রভাবশালী না হলে এটা কীভাবে সম্ভব?”

তৃণমূল ছাড়ার পরে বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে নিয়ে BJP-তে যোগ দিয়েছিলেন শোভন। ২০২১-এর বিধানসভা ভোটের পরে সেই দল ছাড়েন তাঁরা। এরপর বহুবার শোভন এর শোভনের তৃণমূলে যোগ দেওয়ার জল্পনা তৈরি হয়েছে। যদিও তা বাস্তবে পরিণত হয়নি। দীর্ঘদিন ধরেই বেহালা পূর্বের তৃণমূল বিধায়ক রত্না চট্টোপাধ্যায়ের সঙ্গে বিবাহ বিচ্ছেদের মামলা চলছে শোভনের। ডিভোর্স দিতে নারাজ রত্না। বিচ্ছেদের দাবিতে অনড় শোভন। এতদিন সে মামলা ছিল আলিপুর আদালতে। একাধিকবার রত্নার বিরুদ্ধে শুনানিতে ইচ্ছাকৃত দেরির অভিযোগ করেন শোভন। সম্প্রতি নিম্ন আদালতের একটি নির্দেশকে চ্যালেঞ্জ করে হাই কোর্টের মামলা করেন রত্না। বুধবার বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের এজলাসে মামলার শুনানি হয়। সেখানেই শোভনের পক্ষে মামলা লড়েন কল্যাণ।

প্রায় আট বছর ধরে চলা ডিভোর্স মামলায় রত্নার ভাষা ও তাঁর তাগিদ নিয়ে প্রশ্ন তোলেন কল্যাণ। তিনি বলেন, যিনি বিচ্ছেদ চাইছেন না, তিনি (রত্না) কেন মামলায় দীর্ঘসূত্রিতা করছেন! যেভাবে কোর্টরুমে শুনানিতে রত্না আচরণ করেন তার দিকে বিচারপতির দৃষ্টি আকষর্ণ করেন শোভনের আইনজীবী। প্রায় আড়াই ঘণ্টার সওয়াল-জবাবে রত্নার আইনজীবীদের কার্যত চুপ করিয়ে দিয়েছেন কল্যাণ- দাবি প্রাক্তন মেয়রের ঘনিষ্ঠ মহল। দু’পক্ষের সওয়ালে ২৮ ফেব্রুয়ারি এই মামলার রায় দেওয়া হবে বলে জানান বিচারপতি। ৩ মার্চ পর্যন্ত নিম্ন আদালতের বিচারপ্রক্রিয়ার স্থগিতাদেশ থাকছে বলেও জানানো হয়।

spot_img

Related articles

বহরমপুরে টানা তিনদিন আটকে রেখে গণধর্ষণ, পুলিশের তৎপরতায় দ্রুত গ্রেফতার ২

বহরমপুরে এক আদিবাসী মহিলার উপর ভয়াবহ নির্যাতনের (Sextual harassments) অভিযোগ। তাঁকে জোর করে তুলে নিয়ে গিয়ে একটি ফাঁকা...

মার্লিন গ্রুপের উদ্যোগে কলকাতায় জাতীয় বধির ক্রিকেট চ্যাম্পিয়নশিপের জমকালো উদ্বোধন

শীতের কলকাতায় জমজমাট ক্রিকেট, তবে এই  ক্রিকেট ম্যাচ একটু আলাদা, ২২ গজের নিয়ম এক, কিন্তু যারা খেলতে নেমেছেন...

বাংলায় আবার নিশ্চয়ই মমতার সরকার হবে, বাঙালিরাই দেশের ভবিষ্যৎ বলে দেয়: সংসদ চত্বরে সরব জয়া

তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে দীর্ঘদিন সুসম্পর্ক সমাজবাদী পার্টির (SP) রাজ্যসভার (RajyaSabha) সাংসদ...

মেসি ইভেন্টের আর্থিক তদন্তে ইডি, শতদ্রুর বাড়িতে পুলিশের হানা

মেসি ইভেন্টে বিশৃঙ্খলা কাণ্ডে তদন্তে ইডি(ED )। শতদ্রু দত্তের অ্যাকাউন্টে কোটি কোটি টাকার লেনদনের তদন্ত করবে কেন্দ্রীয় সংস্থা।...