Wednesday, November 12, 2025

কৃষ্ণেন্দুনারায়ণকে ডি কোম্পানির নাম করে খুনের হুমকি! ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের

Date:

মালদহের ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান তথা তৃণমূলের (TMC) রাজ্য সহ-সভাপতি কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে (Krisnendu Narayan Chowdhury) ডি কোম্পানির (D Company) নাম করে খুনের হুমকির অভিযোগ। শুক্রবার, ইংরেজবাজার থানায় (English Bazar) লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। ২০ লক্ষ টাকা চেয়ে ফোন করা হয়। হয়। মোবাইল ফোনে (Mobile Phone) মেসেজ করা হয়। কৃষ্ণেন্দু (Krisnendu Narayan Chowdhury) সেই মেসেজে না দেখায় ফোন করে টাকা চাওয়া হয়। না দিলে তাঁকে ও তাঁর পরিবারকে খুন করা হবে বলে হুমকিও দেওয়া হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে ইংরেজবাজার থানার পুলিশ।

মালদহের ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান তথা তৃণমূলের রাজ্য সহ-সভাপতি কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে ডি কোম্পানির নাম করে খুনের হুমকির অভিযোগ। শুক্রবার, ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। ২০ লক্ষ টাকা চেয়ে ফোন করা হয়। হয়। মোবাইল ফোনে মেসেজ করা হয়। কৃষ্ণেন্দু সেই মেসেজে না দেখায় ফোন করে টাকা চাওয়া হয়। না দিলে তাঁকে ও তাঁর পরিবারকে খুন করা হবে বলে হুমকিও দেওয়া হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে ইংরেজবাজার থানার পুলিশ।

নিজের ফার্মহাউসে মন্দির তৈরি করছেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। এদিন, সকালে তিনি যখন সেখানে যাচ্ছিলেন, তখনই ১০টা ৪০ মিনিটে তাঁর মোবাইলে ফোন করে খুনের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। ফোন কলের আগে মেসেজেও হুমকি এসেছিল। কিন্তু তিনি সেটা আগে দেখেননি বলে জানান ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান। ফোন আসার পরে মেসেজ দেখেন। ফোনে হিন্দি ভাষায় কৃষ্ণেন্দুর কাছে ২০ লক্ষ টাকা চাওয়া হয় বলে অভিযোগ। না দিলে তাঁকে ও তাঁর পরিবারকে খুন করা হবে।

তিনি কী আতঙ্কে? কৃষ্ণেন্দু জানান, ভয় পাওয়ার কোনও প্রশ্নই নেই। কিন্তু যেহেতু তাঁর পরিবারকে খুন করার হুমকি দেওয়া হয়েছে, সেই কারণেই তিনি সতর্ক। পুলিশে অভিযোগ দায়ের করেছেন।

এই বিষয় নিয়ে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, “গোটা বিষয়টা পুলিশ প্রশাসন দেখছে। যে বার্তা উনি পেয়েছেন সেটা নিশ্চিতভাবে উদ্বেগজনক। বাংলার বিরোধী কোনও শক্তি নানা ধরনের কাণ্ডকারখানা করে আপত্তিকর কাজকর্ম করে। তৃণমূলের পরিচিত নেতাকে টার্গেট করে এই ধরনের কাজকর্মে প্রশাসন যা যা করার করবে।“

Related articles

দেশে প্রথমবার সেমিস্টার পদ্ধতিতে ফাজিল! ফলপ্রকাশের পরে সফল পরীক্ষার্থীদের শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

দেশের মধ্যে পশ্চিমবঙ্গে প্রথম মাদ্রাসার দ্বাদশ শ্রেণির পরীক্ষা হয়েছে সেমেস্টার পদ্ধতিতে। উচ্চ মাধ্যমিকের মতো মাদ্রাসার ফাজিল ২০২৬-এর পরীক্ষা...

অর্পিতার সঙ্গে সম্পর্ক কী, কাদের নিয়ে পরিবার? খোলাখুলি উত্তর পার্থর

শিক্ষক নিয়োগ মামলায় তাঁর গ্রেফতার হওয়ার পরেই গ্রেফতার হন তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায় (Arpita Mukharjee)। জামিন পেয়ে বাড়ি...

ডবল ইঞ্জিনের গোয়ায় কোটি টাকার চাকরি কেলেঙ্কারি! জড়িত বিজেপি মন্ত্রিসভার সদস্য ও উচ্চপদস্থ আমলা

ফের ডবল ইঞ্জিন সরকারের দুর্নীতি ফাঁস। কোটি কোটি টাকার 'চাকরির বিনিময়ে নগদ' কেলেঙ্কারির এক মূল অভিযুক্ত গোয়ার (Goa)...

এখনও গুটখা-তামাকযুক্ত পান মশলা বিক্রি নিষিদ্ধ বাংলায়, মেয়াদ চলবে কতদিন

আরও এক বছর গুটখা ও তামাকযুক্ত পান মশলা (Pan Masala) বিক্রির নিষেধাজ্ঞা পশ্চিমবঙ্গে (West Banegal)। গত ৭ নভেম্বর...
Exit mobile version