Thursday, August 21, 2025

কৃষ্ণেন্দুনারায়ণকে ডি কোম্পানির নাম করে খুনের হুমকি! ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের

Date:

মালদহের ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান তথা তৃণমূলের (TMC) রাজ্য সহ-সভাপতি কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে (Krisnendu Narayan Chowdhury) ডি কোম্পানির (D Company) নাম করে খুনের হুমকির অভিযোগ। শুক্রবার, ইংরেজবাজার থানায় (English Bazar) লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। ২০ লক্ষ টাকা চেয়ে ফোন করা হয়। হয়। মোবাইল ফোনে (Mobile Phone) মেসেজ করা হয়। কৃষ্ণেন্দু (Krisnendu Narayan Chowdhury) সেই মেসেজে না দেখায় ফোন করে টাকা চাওয়া হয়। না দিলে তাঁকে ও তাঁর পরিবারকে খুন করা হবে বলে হুমকিও দেওয়া হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে ইংরেজবাজার থানার পুলিশ।

মালদহের ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান তথা তৃণমূলের রাজ্য সহ-সভাপতি কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে ডি কোম্পানির নাম করে খুনের হুমকির অভিযোগ। শুক্রবার, ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। ২০ লক্ষ টাকা চেয়ে ফোন করা হয়। হয়। মোবাইল ফোনে মেসেজ করা হয়। কৃষ্ণেন্দু সেই মেসেজে না দেখায় ফোন করে টাকা চাওয়া হয়। না দিলে তাঁকে ও তাঁর পরিবারকে খুন করা হবে বলে হুমকিও দেওয়া হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে ইংরেজবাজার থানার পুলিশ।

নিজের ফার্মহাউসে মন্দির তৈরি করছেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। এদিন, সকালে তিনি যখন সেখানে যাচ্ছিলেন, তখনই ১০টা ৪০ মিনিটে তাঁর মোবাইলে ফোন করে খুনের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। ফোন কলের আগে মেসেজেও হুমকি এসেছিল। কিন্তু তিনি সেটা আগে দেখেননি বলে জানান ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান। ফোন আসার পরে মেসেজ দেখেন। ফোনে হিন্দি ভাষায় কৃষ্ণেন্দুর কাছে ২০ লক্ষ টাকা চাওয়া হয় বলে অভিযোগ। না দিলে তাঁকে ও তাঁর পরিবারকে খুন করা হবে।

তিনি কী আতঙ্কে? কৃষ্ণেন্দু জানান, ভয় পাওয়ার কোনও প্রশ্নই নেই। কিন্তু যেহেতু তাঁর পরিবারকে খুন করার হুমকি দেওয়া হয়েছে, সেই কারণেই তিনি সতর্ক। পুলিশে অভিযোগ দায়ের করেছেন।

এই বিষয় নিয়ে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, “গোটা বিষয়টা পুলিশ প্রশাসন দেখছে। যে বার্তা উনি পেয়েছেন সেটা নিশ্চিতভাবে উদ্বেগজনক। বাংলার বিরোধী কোনও শক্তি নানা ধরনের কাণ্ডকারখানা করে আপত্তিকর কাজকর্ম করে। তৃণমূলের পরিচিত নেতাকে টার্গেট করে এই ধরনের কাজকর্মে প্রশাসন যা যা করার করবে।“

Related articles

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...

মেট্রো রেল প্রকল্পের উদ্বোধনের আগে তৃণমূলকে নিশানা মোদির, পাল্টা ধুয়ে দিলেন কুণাল

রাজ্যে কয়েকটি মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এ-নিয়ে বৃহস্পতিবারই তিনি এক্স হ্যান্ডলে...

এশিয়া কাপে খেললেও, ভারত-পাকিস্তানের মধ্যে কোনওরকম দ্বিপাক্ষিক সিরিজ নয়

পাকিস্তানের সঙ্গে কোনওরকম দ্বিপাক্ষিক সিরিজ নয়। এবার সাফ জানিয়ে দিল ভারত সরকার। এশিয়া (Asia Cup) কাপে ভারত-পাকিস্তান (India-Pakistan)...

পুজোয় প্রাইম টাইমে ৪ বাংলা ছবি, স্ক্রিনিং কমিটির বৈঠকে সিদ্ধান্ত: জানালেন পিয়া

সিনে প্রেমীদের জন্য সুখবর। এই বছর পুজোয় চারটি বাংলা ছবি (Bengali Film) মুক্তি পেতে চলেছে। প্রথম বৈঠকের পরে...
Exit mobile version