Monday, May 19, 2025

দেউচা-পাঁচামিতে পর্যবেক্ষণ বৈঠক, এলাকাবাসীর সঙ্গে রাজ্যের আধিকারিকদের কথা

Date:

Share post:

রাজ্যের শিল্প মানচিত্রে নতুন সংযোজন দেউচা পাঁচামি (Deocha Pachami)। রাজ্যের কয়লাশিল্পে নতুন পদক্ষেপের পাশাপাশি স্থানীয় এলাকায় বিপুল উন্নয়নে কোনও খামতি রাখতে চায় না রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর নির্দেশে ইতিমধ্যেই ব্যাসল্ট খননের কাজ শুরু হয়েছে। চলছে গাছ প্রতিস্থাপনের কাজও। এবার রাজ্যের শীর্ষ আধিকারিকরা এলাকায় গিয়ে কথা বললেন স্থানীয় বাসিন্দাদের সঙ্গে। হল পর্যবেক্ষণ বৈঠকও।

শুক্রবার মহম্মদবাজার (Mohammedbajar) ব্লকের দেউচা পাঁচামি পর্যবেক্ষণ বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য বিদ্যুৎ পর্ষদের চেয়ারম্যান পিবি সেলিম (P B Selim), দুই দফতরের সচিব সুরেন্দ্র গুপ্তা (Surendra Gupta) ও ডি ছোটেন লামা (D Chhoten Lama), রাজ্য গ্রামীণ উন্নয়ন  পর্ষদের চেয়ারম্যান অনুব্রত মণ্ডল। সেই সঙ্গে ছিলেন জেলাশাসক বিধান রায়, এসপি আমনদীপ-সহ বিভিন্ন দফতরের কর্তারা। দীর্ঘ বৈঠক শেষে সাংবাদিকদের জেলাশাসক জানান, রাজ্যের একাধিক আধিকারিক খনি অঞ্চল ঘুরে দেখে সেখানকার মানুষ ও মহিলাদের সঙ্গে কথা বলেন। প্রস্তাবিত কয়লাখনি অঞ্চলের বেশ কিছু মহিলার আধার কার্ড নেই, এটা জানার পর প্রশাসনের তরফ থেকে জরুরি ভিত্তিতে দুয়ারে সরকারের মাধ্যমে আধার কার্ড ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট করে দেওয়া হবে বলে জানানো হয়।

শুক্রবার মথুয়াপাহাড়ি এলাকার ১৫৭ জনের হাতে সংশোধিত জমির পরচা তুলে দেওয়া হয়। তিন পর্যায়ে মোট ৪০০ জনের বেশি মানুষকে পরচা দেওয়া হয়েছে। আরও দ্রুত কীভাবে কাজ করা করা যায় সে বিষয়েও আলোচনা হয় বৈঠকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কয়লাশিল্প নিয়ে এই উদ্যোগে  খুশি এলাকার আদিবাসী সম্প্রদায়ের মানুষ। আদিবাসী নেতা রবি টুডু জানান, প্রশাসন দ্রুততার সঙ্গে কয়লাশিল্প বাস্তবায়িত করার চেষ্টা করছে। এলাকার মানুষ পূর্ণ সহযোগিতা করছেন সরকারের সঙ্গে। এখান থেকে দ্রুত কয়লা উঠুক এটা চাই। চাই যাতে দেউচা পাঁচামিকে বিশ্বের মানুষ নতুনভাবে চিনতে পারে।

spot_img

Related articles

স্বল্প সঞ্চয়ে সেরার শিরোপা হুগলির, লক্ষ্যমাত্রার ১০৮ শতাংশ আদায়

স্বল্প সঞ্চয় প্রকল্পে আবারও নজরকাড়া সাফল্য বাংলার। যদিও কেন্দ্র এখনও ২০২৪-২৫ অর্থবর্ষের চূড়ান্ত রাজ্যভিত্তিক তালিকা প্রকাশ করেনি, তবে...

পাক অধিকৃত কাশ্মীরে ছিলেন বাবা-মা, দুশ্চিন্তার কথা জানালেন মইন আলি

আইপএল(IPL) ফের শুরু হলেও অনেক বিদেশি ক্রিকেটাররাই আর ফেরেননি। তাদের মধ্যেই একজন ইংল্যন্ডের মইন আলি(Moeen Ali)। কলকাতা নাইট...

দার্জিলিং টি ব্র্যান্ডিং-এর প্রস্তাব: রুদ্রের দায়িত্ব কমিটি গঠনের নির্দেশ মুখ্যমন্ত্রীর, নানা স্বাদের চা তৈরির পরামর্শ

দার্জিলিং টি নিয়ে নতুন শিল্প ভাবনা। সোমবার, উত্তরের শিল্প সম্মেলনে দার্জিলিং চায়ের ব্র্যান্ডিং-এৎ প্রস্তাব দিলেন লক্ষ্মী টি'র কর্ণধার...

ভারত কোনও ধর্মশালা নয়! শ্রীলঙ্কার তামিল উদ্বাস্তু মামলা খারিজ করে কড়া বার্তা শীর্ষ আদালতের 

বিদেশি শরণার্থী ইস্যুতে শ্রীলঙ্কার এক তামিল নাগরিকের আবেদন খারিজ করে কড়া বার্তা দিল সুপ্রিম কোর্ট । বিচারপতি দীপঙ্কর...