Saturday, November 8, 2025

উত্তরবঙ্গগামী তিস্তা তোর্সা এক্সপ্রেস ট্রেনে আগুন- আতঙ্ক!

Date:

শিয়ালদহ থেকে নিউ আলিপুরদুয়ারগামী তিস্তা তোর্সা এক্সপ্রেস ট্রেনের একটি অসংরক্ষিত কামরার ধোঁয়া এবং আগুন বার হতে দেখে বৃহস্পতিবার সন্ধে নাগাদ ব্যাপক চাঞ্চল্য ছড়ালো মুর্শিদাবাদের সালার সংলগ্ন এলাকায়। ট্রেনের কামরায় আগুন লেগেছে, এই আতঙ্কে বেশকিছু যাত্রী ট্রেনের চেন টেনে দেন এবং ট্রেনটি সালার সংলগ্ন এলাকায় বেশ কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে পড়ে। যদিও পরবর্তীকালে পরিস্থিতি স্বাভাবিক হলে এবং ধোঁয়া বার হওয়া বন্ধ হলে ট্রেনটি আবার উত্তরবঙ্গের দিকে রওনা দিয়েছে বলে জানা গিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধে নাগাদ ট্রেনটি সালার সংলগ্ন এলাকায় এসে পৌঁছায়। সেই সময় ট্রেনটির একটি অসংরক্ষিত কামরার দরজার সামনে দাঁড়িয়ে এবং বসে থাকা কয়েকজন যাত্রী হঠাৎই ট্রেনের নিচ থেকে ধোঁয়া এবং আগুনের ফুলকি বার হতে দেখেন। ওই যাত্রীরা চিৎকার চেঁচামেচি শুরু করলে ট্রেনের ভেতরে থাকা কয়েকজন যাত্রী চেন টেনে ট্রেনটিকে থামিয়ে দেন। এরপর ট্রেনের ড্রাইভার এবং গার্ড এসে বেশ কিছুক্ষণ ধরে যে অসংরক্ষিত কামরার তলা থেকে ধোঁয়া এবং আগুনের ফুলকি বার হচ্ছিল সেই জায়গাটি নিরীক্ষণ করেন। সূত্রের খবর, ট্রেনের কোনও ধাতব অংশের সঙ্গে ট্রেনের চাকা বা অন্য কিছুর ঘষা লেগেছিল। যাত্রীরা সেখান থেকে তৈরী হওয়া আগুনের ফুলকি এবং ধোঁয়া দেখতে পেয়েছিলেন। ট্রেনে আগুন লাগার আতঙ্কে ওই কামরা থেকে বহু যাত্রী লাফ দেন এবং দূরে চলে যান। তবে ধোঁয়া কমলে যাত্রীরা আবার ট্রেনে ফিরে আসেন এবং ট্রেনটি ফের উত্তরবঙ্গের দিকে যাত্রা শুরু করে।

আরও পড়ুন- কনসার্ট চলাকালীন বাবার ভিডিও কল! তারপর কী করলেন অরিজিৎ? মুগ্ধ সকলেই

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

Exclusive: শুধু সংসারের নয়, গাড়ির স্টিয়ারিং হাতে নিন নারী: বার্তা কলকাতার মহিলা ক্যাব চালকের

জয়িতা মৌলিক গাড়ির স্টিয়ারিং-এ মহিলা। মহানগরীর রাজপথে একেবারেই বিরল নয়। তবে, সেই গাড়ি যদি হয় WB05-8198 নম্বরের অ্যাপ ক্যাব?...

পার্লামেন্ট-ফোবিয়া: শীতকালীন অধিবেশনের সময় কমিয়ে দেওয়ায় তোপ তৃণমূলের

শনিবার ঘোষণা হয়েছে সংসদের শীতকালীন অধিবেশনের। সংসদীয় মন্ত্রী জানিয়েছেন ১ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে সংসদের শীতকালীন অধিবেশন...

আজ সোনা রুপোর দাম কত, জেনে নিন এক ঝলকে

৮ নভেম্বর (শনিবার) ২০২৫ ১ গ্রাম ১০ গ্রাম পাকা সোনার বাট ১২০৭৫ ₹ ১২০৭৫০ ₹ খুচরো পাকা সোনা ১২১৩৫...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

৮ নভেম্বর (শনিবার), ২০২৫ কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকা দিল্লিতে...
Exit mobile version