Monday, November 10, 2025

উত্তরবঙ্গগামী তিস্তা তোর্সা এক্সপ্রেস ট্রেনে আগুন- আতঙ্ক!

Date:

শিয়ালদহ থেকে নিউ আলিপুরদুয়ারগামী তিস্তা তোর্সা এক্সপ্রেস ট্রেনের একটি অসংরক্ষিত কামরার ধোঁয়া এবং আগুন বার হতে দেখে বৃহস্পতিবার সন্ধে নাগাদ ব্যাপক চাঞ্চল্য ছড়ালো মুর্শিদাবাদের সালার সংলগ্ন এলাকায়। ট্রেনের কামরায় আগুন লেগেছে, এই আতঙ্কে বেশকিছু যাত্রী ট্রেনের চেন টেনে দেন এবং ট্রেনটি সালার সংলগ্ন এলাকায় বেশ কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে পড়ে। যদিও পরবর্তীকালে পরিস্থিতি স্বাভাবিক হলে এবং ধোঁয়া বার হওয়া বন্ধ হলে ট্রেনটি আবার উত্তরবঙ্গের দিকে রওনা দিয়েছে বলে জানা গিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধে নাগাদ ট্রেনটি সালার সংলগ্ন এলাকায় এসে পৌঁছায়। সেই সময় ট্রেনটির একটি অসংরক্ষিত কামরার দরজার সামনে দাঁড়িয়ে এবং বসে থাকা কয়েকজন যাত্রী হঠাৎই ট্রেনের নিচ থেকে ধোঁয়া এবং আগুনের ফুলকি বার হতে দেখেন। ওই যাত্রীরা চিৎকার চেঁচামেচি শুরু করলে ট্রেনের ভেতরে থাকা কয়েকজন যাত্রী চেন টেনে ট্রেনটিকে থামিয়ে দেন। এরপর ট্রেনের ড্রাইভার এবং গার্ড এসে বেশ কিছুক্ষণ ধরে যে অসংরক্ষিত কামরার তলা থেকে ধোঁয়া এবং আগুনের ফুলকি বার হচ্ছিল সেই জায়গাটি নিরীক্ষণ করেন। সূত্রের খবর, ট্রেনের কোনও ধাতব অংশের সঙ্গে ট্রেনের চাকা বা অন্য কিছুর ঘষা লেগেছিল। যাত্রীরা সেখান থেকে তৈরী হওয়া আগুনের ফুলকি এবং ধোঁয়া দেখতে পেয়েছিলেন। ট্রেনে আগুন লাগার আতঙ্কে ওই কামরা থেকে বহু যাত্রী লাফ দেন এবং দূরে চলে যান। তবে ধোঁয়া কমলে যাত্রীরা আবার ট্রেনে ফিরে আসেন এবং ট্রেনটি ফের উত্তরবঙ্গের দিকে যাত্রা শুরু করে।

আরও পড়ুন- কনসার্ট চলাকালীন বাবার ভিডিও কল! তারপর কী করলেন অরিজিৎ? মুগ্ধ সকলেই

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version