Thursday, August 21, 2025

২০২৩-এ পুরসভায় ভাঙচুরের নেত্রী রেখাই দিল্লির মুখ্যমন্ত্রী! নিন্দা বিরোধীদের 

Date:

দু’বছর আগে, দিল্লি পুরসভায় ভাঙচুর করে তাণ্ডব চালিয়েছিলেন রেখা গুপ্ত (Rekha Gupta)। দু’বছর পর দিল্লিতে ক্ষমতায় এসে সেই ‘লড়াকু নেত্রী’কে পুরস্কার দিল বিজেপি (BJP)। কটাক্ষ বিরোধীদের। দিল্লির মুখ্যমন্ত্রী পদে বসা এই রেখা গুপ্তই মাত্র দু’বছর আগে দিল্লি পুরসভায় গুন্ডামিতে নেতৃত্ব দিয়েছিলেন। তাঁর ইন্ধন এবং নেতৃত্বেই পুরসভায় ব্যাপক ভাঙচুর চালিয়েছিল বিজেপির কর্মী-সমর্থকরা।

বৃহস্পতিবার রেখা গুপ্ত মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পরেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় সেই গুন্ডামি এবং ভাঙচুরের ভিডিও। এই রকম একজন মানুষকে দিল্লির (Delhi) মুখ্যমন্ত্রী হিসাবে বেছে নেওয়ায় নরেন্দ্র মোদি এবং তাঁর দলের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছে তৃণমূল (TMC) । এই ভাইরাল ভিডিও নিয়ে বিজেপিকে তীব্র কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস। দলের বক্তব্য, যে নেত্রী নিজেই আইন ভাঙছেন, প্রকাশ্যে গুন্ডামি করছেন, ভাঙচুর চালাচ্ছেন, তাঁকে দিল্লি প্রশাসনের শীর্ষপদে বসিয়ে কী বার্তা দিতে চাইছেন মোদি-শাহরা? আইন ভাঙা, ভাঙচুর চালিয়ে গুন্ডামি করা মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত কীভাবে দিল্লিবাসীকে আইনের শাসন দেবেন?

রেখা গুপ্তর (Rekha Gupta) নেতৃত্বে ভাঙচুরের এই ঘটনা ঘটেছিল ২০২৩ সালে। সাধারণ মানুষের প্রশ্ন, এমন এক মুখ্যমন্ত্রীর হাতে রাজধানী এবং সেখানকার মানুষের ভবিষ্যৎ আদৌ নিরাপদ কি? প্রশাসনের কাজকর্মে নেতৃত্ব দেওয়ার কোনও যোগ্যতা বা অধিকার তাঁর আদৌ আছে কি? অবাককাণ্ড, ভাঙচুর ও গুন্ডামিতে অভিযুক্ত এই নতুন গেরুয়া মুখ্যমন্ত্রীই আবার শপথ নিয়েই মহিলাদের ক্ষমতায়ণ ও তাঁদের পাশে দাঁড়ানোর পক্ষে সওয়াল করেছেন। সত্যিই হাস্যকর।

ভাইরাল হওয়া ভিডিওতে রেখা গুপ্তকে স্পষ্ট দেখা যাচ্ছে হাত-পা ছুঁড়তে, জিনিসপত্র নিয়ে টানাটানি করতে এবং উসকানি দিয়ে ভাঙচুরের নেতৃত্ব দিতে। দিল্লি পুরসভার স্ট্যান্ডিং কমিটির নির্বাচনে ব্যালট পেপারকে কেন্দ্র করেই বিজেপি এই ভাঙচুর চালিয়ে ছিল বলে জানা গিয়েছে।

তৃণমূলের রাজ্যসভার ডেপুটি লিডার সাগরিকা ঘোষ সামাজিক মাধ্যমে মন্তব্য করেছেন, দিল্লির নতুন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তর গালিগালাজ এবং গুন্ডামির ইতিহাস প্রকাশ্যে এল। এটা

নিঃসন্দেহে খুবই বিচলিত করে দেওয়ার ঘটনা। এর আগেও তিনি বেশ কয়েকজন বিরোধী নেতার প্রতি আপত্তিকর এবং অসম্মানজনক ভাষা ব্যবহার করেছেন।

Related articles

এক মলাটে কলকাতার দুর্গোৎসবের চার শতকের ইতিহাস

বাংলায় দুর্গাপুজোর সূচনা ১৬০৬ সালে রাজা কংস নারায়ণের হাত ধরে। পরে ১৮৩২ সালে কাশিমবাজারের রাজা হরিনাথ কলকাতায় সর্বজনীন...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...

মেট্রো রেল প্রকল্পের উদ্বোধনের আগে তৃণমূলকে নিশানা মোদির, পাল্টা ধুয়ে দিলেন কুণাল

রাজ্যে কয়েকটি মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এ-নিয়ে বৃহস্পতিবারই তিনি এক্স হ্যান্ডলে...

এশিয়া কাপে খেললেও, ভারত-পাকিস্তানের মধ্যে কোনওরকম দ্বিপাক্ষিক সিরিজ নয়

পাকিস্তানের সঙ্গে কোনওরকম দ্বিপাক্ষিক সিরিজ নয়। এবার সাফ জানিয়ে দিল ভারত সরকার। এশিয়া (Asia Cup) কাপে ভারত-পাকিস্তান (India-Pakistan)...
Exit mobile version