Sunday, August 24, 2025

মোদির রাজ্যে ব্যক্তির মাথাপিছু ধার ৬৬ হাজার টাকা! ক্রমশ বাড়ছে সেই অঙ্ক

Date:

কেন্দ্রের সর্বাপেক্ষা বেশি বঞ্চনার শিকার হওয়া সত্ত্বেও বাংলায় জন্ম থেকে মৃত্যু পর্যন্ত রাজ্যবাসীর প্রতিটি প্রয়োজনে রাজ্যের কল্যাণমূলক প্রকল্প তাঁদের পাশে রয়েছে। এরপরেও রাজ্য বাজেটের পরে অন্য কোনও কিছু নিয়ে মুখ খুলতে না পেরে মাথা পিছু ধার নিয়ে সুর চড়িয়েছিলেন বিজেপি বিধায়করা। অথচ তাঁরা দেখতেই পাননি প্রবল বিক্রমে উন্নয়নের ঢেঁড়া পেটানো নরেন্দ্র মোদির (Narendra Modi) গুজরাটে মাথা পিছু ধারের (debt) পরিমাণ বাংলাকেও ছাপিয়ে গিয়েছে। শিল্পায়নের ধ্বজাধারী গুজরাটের (Gujarat) বিজেপি সরকার সেই ধারে রাশ টানা তো দূরের কথা, বাজেট অনুযায়ী, ক্রমশ বাড়িয়ে চলেছেন ধারের পরিমাণ।

শুক্রবার গুজরাট বিধানসভায় পেশ হয় রাজ্য় বাজেট (state budget)। সেখানে পরিসংখ্যান অনুযায়ী, ২০২২-২৩ অর্থবর্ষে গুজরাট সরকার সুদ (interest) হিসাবে শোধ করতে পেরেছে ২৩,৪৪২ কোটি টাকা। মূলধন (principal) শোধ করেছে ২২,১৫৯ কোটি টাকা। সেই অঙ্ক ২০২৩-২৪ সালে কমার বদলে বেড়েছে। সুদ হিসাবে ২৫,২১২ কোটি টাকা ও মূলধন ২৬,১৪৯ কোটি টাকা শোধ করেছে গুজরাট সরকার। অর্থাৎ এক অর্থবর্ষে ঋণের (debt) পরিমাণ বেড়েছে ৩ লক্ষ ৭৭ হাজার ৯৬২ কোটি টাকা। ২০২৩-২৪ সালে এই বিপুল পরিমাণ ঋণ বাড়িয়ে ফেলেও থেমে থাকেনি গুজরাট সরকার। এবার ২০২৪-২৫ অর্থবর্ষে সেই ঋণ বেড়ে ৩ লক্ষ ৯৯ হাজার ৬৩৩ কোটিতে দাঁড়াবে বলে বাজেটে অনুমান।

ঋণের পরিমাণ লাফিয়ে লাফিয়ে যে বাড়ছে তা প্রাতিষ্ঠানিক ঋণ (institutional debt) বা ব্যাঙ্কিং সংস্থাগুলির ঋণ দেখেই বোঝা যায়। ২০২২-২৩ অর্থবর্ষে প্রাতিষ্ঠানিক ঋণ (institutional debt) ছিল ৩,৪৬৩ কোটি। সেখানে ২০২৩-২৪ অর্থবর্ষে প্রাতিষ্ঠানিক ঋণ প্রায় দ্বিগুণ বাড়িয়ে ফেলেছে বিজেপি সরকার। সেই ঋণ দাঁড়িয়েছে ৭ হাজার কোটি টাকায়। রাজ্যের কংগ্রেসের দাবি, গুজরাটের মানুষকে ভুল বুঝিয়ে উন্নয়নে টাকা ধার দেখিয়ে ঋণের পরিমাণ বাড়িয়ে চলেছে বিজেপি সরকার।

ছয় কোটি মানুষের রাজ্য গুজরাটে চলতি আর্থিক বর্ষেই (financial year) মোট ঋণের পরিমাণ ৩.৭৭ লক্ষ কোটি ছাড়িয়েছে। প্রস্তাবিত ঋণ (projected debt) প্রায় চার লক্ষ কোটি হতে পারে। ফলে ব্যক্তি প্রতি ঋণ মাথা পিছু ৬৬ হাজার টাকা। বাংলায় সেই অঙ্কটা প্রায় ৫৮ হাজার টাকা। অন্যদিকে যে হারে গুজরাট সরকার ঋণের পরিমাণ বাড়ানোর পরিকল্পনা করেছে, তাতে গুজরাটে ২০২৪-২৫ অর্থবর্ষে (financial year) একটি শিশু জন্মালে মাথার উপর প্রায় ৭০ হাজার টাকার ঋণের বোঝা থাকবে।

অর্থমন্ত্রী কানুভাই দেশাই গুজরাটের বাজেট পেশে কর্মসংস্থান থেকে সরকারি কর্মীদের প্রতি নতুন কোনও দিশাই দেখাতে পারেননি। কেন্দ্রের নীতির পথ ধরে স্ট্যাম্প ডিউটিতে ছাড় দিয়ে কর কমানোর কথা বলা ছাড়া সাধারণ মানুষের বিপুল আর্থিক বোঝায় কোনও নিস্তার দিতে পারেননি দেশাই। সেখানে কেন্দ্রের বিপুল বঞ্চনার পরেও বাংলার সরকার রাজ্য় সরকারি কর্মীদের ডিএ-র ঘোষণা করেছে এই বাজেটে। এরপরেও বাংলার বিরোধী বিজেপি নেতারা গুজরাটের পাহাড় প্রমাণ ঋণ বৃদ্ধি নিয়ে মুখে কুলুপ আঁটেন। বাংলায় ঋণ নিয়ে যারা সরব, মোদির রাজ্যের ঋণে তাঁরাই নীরব।

Related articles

যোগীরাজ্যে দলিত ইঞ্জিনিয়ারকে জুতোপেটা বিজেপি নেতার! ভাইরাল ভিডিও

সংবিধান রক্ষার বুলি আওড়ালেও বাস্তবে দলিত–আদিবাসীদের প্রতি ঘৃণা আর বৈষম্যই প্রকাশ পাচ্ছে বিজেপির শাসনে। যোগীরাজ্যে বিদ্যুৎ দফতরের এক...

বিশ্বের ২০ লক্ষ মানুষকে বাঁচানোর চ্যালেঞ্জ: সাপের বিষের ওষুধও এবার বানাবে AI

স্কুল জীবনে বিজ্ঞানের সুফল ও কুফল সকলেই কম বেশি পড়ে থাকি। তারপরেও বিজ্ঞানের কোনও প্রযুক্তি হাতে এলে তার...

চিকিৎসায় গাফিলতির জেরে একবালপুরের নার্সিংহোম বন্ধের নির্দেশ স্বাস্থ্য কমিশনের

আরএমও সেজে অন্তঃসত্ত্বা মহিলাকে ভুল ইঞ্জেকশন দিয়েছিলেন চিকিৎসকের সহকারী, এবার অভিযুক্ত একবালপুরের ওই নার্সিংহোম বন্ধের নির্দেশ দিল স্বাস্থ্য...

‘মেরেই জেলে যাবো’, হুমকির পর স্ত্রীকে পিটিয়ে খুন স্বামীর

দাম্পত্য অশান্তি শেষমেশ রক্তাক্ত পরিণতির দিকে গড়াল। হুগলির দাদপুর থানার বিলাতপুর এলাকায় স্বামীর হাতে খুন হলেন স্ত্রী। ঘটনার...
Exit mobile version