Monday, November 10, 2025

হাওড়ার হোমিওপ্যাথি মেডিক্যাল কলেজে মধ্যস্থতা পিএইচএ-র, উঠলো বিক্ষোভ

Date:

তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ও প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের (PHA) তৎপরতায় হাওড়ার (Howrah) মহেশ ভট্টাচার্য হোমিওপ্যাথি মেডিকেল কলেজের পড়ুয়াদের বিক্ষোভ উঠল। বেশ কিছু বিষয় নিয়ে এই কলেজের ছাত্রছাত্রীরা কয়েকদিন ধরে বিক্ষোভ দেখাচ্ছিলেন। পঠনপাঠন থেকে পরিষেবা ব্যাহত হচ্ছিল। পরিস্থিতি স্বাভাবিক করতে উদ্যোগ নেয় তৃণমূল কংগ্রেস (TMC) নেতৃত্ব।

তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র মৃত্যুঞ্জয় পাল এবং প্রগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের (PHA) তরফে ডাঃ সুব্রত মন্ডল ও ডাঃ শুভ্রাঙ্গ চট্টোপাধ্যায় ওই কলেজে যান। বিক্ষোভরত ছাত্রছাত্রীদের সঙ্গে কথাবার্তা বলেন তাঁরা। তাঁদের সঙ্গে ছিলেন মন্ত্রী মনোজ তিওয়ারির (Manoj Tewari) আপ্তসহায়ক পীযূষ মিশ্র ও শিবপুরের যুব তৃণমূলের নেতৃত্ব। ছাত্রছাত্রীদের দাবিদাওয়া অত্যন্ত গুরুত্ব ও সহানুভূতির সঙ্গে বিবেচনার আশ্বাস দেন তাঁরা।

তৃণমূল নেতৃত্ব ও প্রগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের (PHA) আশ্বাসের পর অবস্থান-বিক্ষোভ প্রত্যাহার করে নেন ছাত্রছাত্রীরা। টিএমসিপির (TMCP) রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য বলেন, ‘দলের নির্দেশে আমরা ওই কলেজে গিয়ে পড়ুয়াদের সঙ্গে কথা বলে তাঁদের সমস্যার কথা শুনি। দ্রুত সমাধানের ব্যবস্থার আশ্বাস দেওয়া হয়। বিক্ষোভরত পড়ুয়াদের পাশে থাকার আশ্বাস দিই। এরপরই ছাত্রছাত্রীরা বিক্ষোভ তুলে নেন। ওদের সমস্যা দ্রুত সমাধান করা হচ্ছে। আমরা পরিস্থিতির ওপর সবসময় নজর রাখছি।’ স্থানীয় বিধায়ক ও মন্ত্রী মনোজ তিওয়ারি বলেন,‘আমরা সবাই পড়ুয়াদের পাশে আছি। ওদের সমস্যার দ্রুত সমাধান করা হচ্ছে। ছাত্রছাত্রীরা বিক্ষোভ তুলে নিয়ে পঠনপাঠন শুরু করেছেন। পরিষেবাও স্বাভাবিক হয়ে গেছে।

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version