Tuesday, November 4, 2025

হাওড়ার হোমিওপ্যাথি মেডিক্যাল কলেজে মধ্যস্থতা পিএইচএ-র, উঠলো বিক্ষোভ

Date:

তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ও প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের (PHA) তৎপরতায় হাওড়ার (Howrah) মহেশ ভট্টাচার্য হোমিওপ্যাথি মেডিকেল কলেজের পড়ুয়াদের বিক্ষোভ উঠল। বেশ কিছু বিষয় নিয়ে এই কলেজের ছাত্রছাত্রীরা কয়েকদিন ধরে বিক্ষোভ দেখাচ্ছিলেন। পঠনপাঠন থেকে পরিষেবা ব্যাহত হচ্ছিল। পরিস্থিতি স্বাভাবিক করতে উদ্যোগ নেয় তৃণমূল কংগ্রেস (TMC) নেতৃত্ব।

তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র মৃত্যুঞ্জয় পাল এবং প্রগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের (PHA) তরফে ডাঃ সুব্রত মন্ডল ও ডাঃ শুভ্রাঙ্গ চট্টোপাধ্যায় ওই কলেজে যান। বিক্ষোভরত ছাত্রছাত্রীদের সঙ্গে কথাবার্তা বলেন তাঁরা। তাঁদের সঙ্গে ছিলেন মন্ত্রী মনোজ তিওয়ারির (Manoj Tewari) আপ্তসহায়ক পীযূষ মিশ্র ও শিবপুরের যুব তৃণমূলের নেতৃত্ব। ছাত্রছাত্রীদের দাবিদাওয়া অত্যন্ত গুরুত্ব ও সহানুভূতির সঙ্গে বিবেচনার আশ্বাস দেন তাঁরা।

তৃণমূল নেতৃত্ব ও প্রগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের (PHA) আশ্বাসের পর অবস্থান-বিক্ষোভ প্রত্যাহার করে নেন ছাত্রছাত্রীরা। টিএমসিপির (TMCP) রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য বলেন, ‘দলের নির্দেশে আমরা ওই কলেজে গিয়ে পড়ুয়াদের সঙ্গে কথা বলে তাঁদের সমস্যার কথা শুনি। দ্রুত সমাধানের ব্যবস্থার আশ্বাস দেওয়া হয়। বিক্ষোভরত পড়ুয়াদের পাশে থাকার আশ্বাস দিই। এরপরই ছাত্রছাত্রীরা বিক্ষোভ তুলে নেন। ওদের সমস্যা দ্রুত সমাধান করা হচ্ছে। আমরা পরিস্থিতির ওপর সবসময় নজর রাখছি।’ স্থানীয় বিধায়ক ও মন্ত্রী মনোজ তিওয়ারি বলেন,‘আমরা সবাই পড়ুয়াদের পাশে আছি। ওদের সমস্যার দ্রুত সমাধান করা হচ্ছে। ছাত্রছাত্রীরা বিক্ষোভ তুলে নিয়ে পঠনপাঠন শুরু করেছেন। পরিষেবাও স্বাভাবিক হয়ে গেছে।

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version