সেবাশ্রয়ের ৫২ তম দিন: আর্তদের ব্যথা ‘শুনতে’ বজবজে অভিষেক

রোগে আক্রান্ত মানুষ সীমাহীন কষ্ট সহ্য করেন। তাঁদের ব্যথা কমাতে সেবাশ্রয়ের (Sebaashray) মাধ্যমে এমন উদ্যোগ নিয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee), তা নজিরবিহীন। আর তার সুফল পঞ্চাশদিনের বেশি সময় ধরে দেখে আসছেন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের মানুষ। সাংসদ নিজে সেই সব ক্যাম্পে ঘুরে নজর রেখেছেন পরিষেবা নিতে আসা রোগী ও তাঁদের পরিজনদের।

বজবজের (Budge Budge) অভিরামপুর কামারের মাঠে সেবাশ্রয় ক্যাম্পে রবিবার যান অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সেখানে পৌঁছেই ক্যাম্পে আসা অসুস্থ মানুষদের খোঁজ নেওয়া শুরু করেন। নিজের চোখে তাঁদের পরিস্থিতি দেখে, তাঁদের সঙ্গে কথা বলে অসুবিধা বোঝার ও সমাধানের পথ খোঁজার উদ্যোগ নেন। তাঁকে কাছে পেয়ে স্থানীয় মানুষও অসুখ সংক্রান্ত নিজেদের সমস্যা খুলে বলা শুরু করেন। তাঁদের সুস্থতার আশ্বাস দেওয়ার পাশাপাশি তাঁদের সমস্যা ও তা সমাধানে তাঁদের বাধা নিয়ে ইতিবাচক পদক্ষেপ নেন সাংসদ।

সেবাশ্রয়ের ৫২ তম দিনে বজবজের (Budge Budge) ক্যাম্পে চোখের ছানিতে আক্রান্ত এক বৃদ্ধার চিকিৎসার ব্যাপারে খোঁজখবর নিয়ে তাঁর সুস্থতার যাবতীয় ব্যবস্থা করে দেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। স্বেতা বিশ্বাস নামে এক প্রৌঢ়ার হাঁটুর অস্ত্রোপচারের যাবতীয় সহযোগিতার আশ্বাস দেন। সেবাশ্রয়ের আওতায় অস্ত্রোপচার হওয়া ৯ বছরের আলতাফেরও খোঁজ নেন।