মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নেতৃত্বে ২৭ ফেব্রুয়ারি নেতাজি ইনডোরে তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্মেলন (State Conference)। বর্ধিত রাজ্য সম্মেলনের দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্য সভাপতি সুব্রত বক্সি, মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim) ও অরূপ বিশ্বাসকে (Aroop Biswas)। দায়িত্ব পাওয়ার পর দলের তিন শীর্ষস্থানীয় নেতৃত্ব সম্মেলনের বিস্তারিত রূপরেখা নিয়ে আলোচনা শুরু করেছেন। দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানিয়ে দিয়েছেন ২৭ ফেব্রুয়ারি দলীয় সভার (conference) কথা। নেত্রীর ঘোষণার পরই দায়িত্বপ্রাপ্তরা পরিকল্পনা ও আয়োজনের কাজ শুরু করেছেন।

সোমবার বিকেলে দায়িত্বপ্রাপ্ত তিন নেতা এ নিয়ে বৈঠক করবেন। সেই সংক্রান্ত কাজ এগিয়ে গেলে তাঁরা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রিপোর্ট দেবেন। রবিবার দুপুরে দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

–

–

–

–

–

–

–

–
