Tuesday, November 4, 2025

আজ চ্যাম্পিয়ন্স ট্রফিতে মহারণ, রিজওয়ানদের হারালেই কার্যত পাকা রোহিতদের সেমিফাইনালের টিকিট

Date:

আজ চ্যাম্পিয়ন্স ট্রফিতে মহারণ। দুবাইতে মুখোমুখি ভারত-পাকিস্তান। আজ ভারত জিতলে কার্যত পাকা সেমিফাইনালের রাস্তা। এই মুহুর্তে প্রথম ম্যাচ বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ জিতে ২ পয়েন্টে দাঁড়িয়ে রোহিত শর্মার দল। অপর দিকে প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হেরে চাপে আয়োজক পাকিস্তান। তারা যদি ভারতের কাছে আজকে হারে তাহলে মোটামুটি টুর্নামেন্ট থেকে বিদায় বাবর আজমদের। তাই এই ম্যাচ যে আজ অন্যমাত্রা নিতে চলেছে, তা বলার অপেক্ষা রাখে না।

রবিবার ভারত যদি তাদের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে হারিয়ে দেয়, তবে দুই ম্যাচে তাদের পয়েন্ট দাঁড়াবে ৪। এক্ষেত্রে রোহিত শর্মাদের বাকি থাকবে গ্রুপ পর্বের একটি ম্যাচ। যা নিউজিল্যান্ডের বিরুদ্ধে। পাকিস্তানকে হারালেই টিম ইন্ডিয়া সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে ফেলবে। নিউজিল্যান্ডের কাছে শেষ ম্যাচে হারলেও পাকিস্তানের থেকে পয়েন্ট সংখ্যায় এগিয়ে থাকবে টিম ইন্ডিয়া। যদি না বাংলাদেশ জোড়া অঘটন ঘটায়। এদিকে ভারত যদি পাকিস্তানের কাছে হেরে বসে, তাহলেও রোহিত শর্মাদের সেমিফাইনালে যাওয়ার সুযোগ থাকবে। সেক্ষেত্রে লিগের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে জিততে হবে টিম ইন্ডিয়াকে। তার পরেও অবশ্য নেট রান-রেটের প্রসঙ্গ আসতে পারে।

অপরদিকে রবিবার পাকিস্তান যদি ভারতের কাছে তাদের দ্বিতীয় ম্যাচেও হেরে বসে, তবে টুর্নামেন্ট থেকে তাদের বিদায় কার্যত নিশ্চিত হয়ে যাবে। বাংলাদেশের বিরুদ্ধে শেষ ম্যাচ জিতলেও পাকিস্তানের পক্ষে ২ পয়েন্টের বেশি সংগ্রহ করা সম্ভব হবে না। নিউজিল্যান্ড তাদের শেষ ২টি ম্যাচে ভারত ও বাংলাদেশের মধ্যে কোনও একটি দলকে হারালেই সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে ফেলবে। তাই চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে টিকে থাকতে হলে পাকিস্তানকে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের বিরুদ্ধে জয় তুলে নিতে হবে। সেক্ষেত্রে বাংলাদেশকেও নিজেদের শেষ লিগ ম্যাচে হারালে রিজওয়ানরা ৪ পয়েন্টে পৌঁছে যাবেন।

আরও পড়ুন- রবিবার মোহনবাগানের সামনে লিগ-শিল্ড জয়ে হাতছানি, সতর্ক মোলিনা, ওড়িশা ম্যাচের আগে কী বলছেন বাগান কোচ ?

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version