Wednesday, November 12, 2025

সিনেমা নয়, আজ শহরের মাল্টিপ্লেক্সে শুধুই ভারত-পাক ক্রিকেট ম্যাচ!

Date:

রবিবাসরীয় দুপুরে কলকাতার মাল্টিপ্লেক্সে সিনেমা নয় বরং দেখানো হবে ভারত বনাম পাকিস্তানের (Ind vs Pak) চ্যাম্পিয়ন ট্রফি লড়াই। দুবাইয়ের ২২ গজের মহাযুদ্ধের আঁচ ছড়িয়ে পড়েছে গোটা বিশ্বে। পৃথিবীর যে প্রান্তেই দুই প্রতিবেশী রাষ্ট্রের ক্রিকেটের লড়াই হোক না কেন, উন্মাদনায় টগবগ করে ফুটতে থাকেন সমর্থকরা। আর এ বছরের চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy 2025) ম্যাচ স্পেশাল, তার কারণ ২০১৭ সালের পরাজয়ের বদলা নেওয়ার লড়াই হতে চলেছে আজ, বলছেন ভারতীয় ক্রিকেট সমর্থকরা। তাই সিনেমা কিংবা সিরিয়াল নয়, আজ রাজ্য তফা দেশের নজর থাকবে শুধুই দুবাইয়ের ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে। এতেই ব্যবসায়িক দিক খুঁজে পেয়েছেন মাল্টিপ্লেক্সের মালিকরা। সাউথ সিটি আইনক্স-সহ (Inox South City Mall) শহরের বেশ কয়েকটি মাল্টিপ্লেক্সে ভারত-পাকিস্তান ম্যাচে হবে ইংরাজি ধারাবিবরণী। আজ রাজ্যজুড়ে সিনেমা হলে চলবে ক্রিকেট শো!

শনিবার থেকেই শহরের বিভিন্ন মাল্টিপ্লেক্সের টিকিট কাউন্টারে একটাই প্রশ্ন “ভারত – পাকিস্তানের টিকিট হবে?” অনেকেই অবাক থমকে গেলেন, ব্যাপারটা কী? আসলে রবিবার ছুটির দুপুরে সারা বাংলা জুড়ে পিভিআর-আইনক্সে লাইভ স্ট্রিমিং হবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত-পাকিস্তান ম্যাচ। আর তারজন্যই অগ্রিম টিকিট বুকিং। রবিবার সকালেও সেই একই উন্মাদনা ছবি চোখে পড়লো। এ প্রজন্ম বলছে, টিভিতে বা মাঠে গিয়ে খেলা দেখার অভিজ্ঞতা হলেও সিনেমাহলে বসেই ভারত বনাম পাকিস্তানের হাইভোল্টেজ ম্যাচ দেখার মজাটাই আলাদা। পিভিআর-আইনক্সে এই প্রথম ক্রিকেট ম্যাচ দেখানো হচ্ছে, এরকমটা নয়। এর আগে টি-২০ বিশ্বকাপের ম্যাচও সরাসরি দেখানো হয়েছিল। মাল্টিপ্লেক্সে কোথাও টিকিটের দাম ৩০০, কোথাও ৩৫০, কোথাও ২৫০। সাউথ সিটিতে দাম একটু বেশি, ৫০০ টাকা। কিন্তু প্রশ্ন হচ্ছে শো হাউসফুল হবে কি? পঞ্চাশ ওভারের ম্যাচ যা শেষ হবে প্রায় রাত সাড়ে দশটা নাগাদ। সে ক্ষেত্রে টানা ৯ ঘণ্টা ধরে সিনেমা হলে বসে কত সংখ্যক দর্শক খেলা দেখতে আগ্রহী হবেন, এ প্রশ্ন থেকেই যাচ্ছে। হাউসফুল হওয়ার আশা অবশ্য মাল্টিপ্লেক্স কর্তারাও করছেন না। তবে সিনেমা হলের সাউন্ড সিস্টেমে ভারত-পাকিস্তান ম্যাচের (Ind vs Pak) যে আবহ তৈরি হবে, সেই মজা বাড়িতে টিভির ছোট পর্দায় পাওয়া যাবে না। তাই শুধু ক্রিকেটপ্রেমী নয় সিনেমাপ্রেমীরাও মাল্টিপ্লেক্সমুখী হবেন বলে মনে করা হচ্ছে।

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version