Sunday, August 24, 2025

সিনেমা নয়, আজ শহরের মাল্টিপ্লেক্সে শুধুই ভারত-পাক ক্রিকেট ম্যাচ!

Date:

রবিবাসরীয় দুপুরে কলকাতার মাল্টিপ্লেক্সে সিনেমা নয় বরং দেখানো হবে ভারত বনাম পাকিস্তানের (Ind vs Pak) চ্যাম্পিয়ন ট্রফি লড়াই। দুবাইয়ের ২২ গজের মহাযুদ্ধের আঁচ ছড়িয়ে পড়েছে গোটা বিশ্বে। পৃথিবীর যে প্রান্তেই দুই প্রতিবেশী রাষ্ট্রের ক্রিকেটের লড়াই হোক না কেন, উন্মাদনায় টগবগ করে ফুটতে থাকেন সমর্থকরা। আর এ বছরের চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy 2025) ম্যাচ স্পেশাল, তার কারণ ২০১৭ সালের পরাজয়ের বদলা নেওয়ার লড়াই হতে চলেছে আজ, বলছেন ভারতীয় ক্রিকেট সমর্থকরা। তাই সিনেমা কিংবা সিরিয়াল নয়, আজ রাজ্য তফা দেশের নজর থাকবে শুধুই দুবাইয়ের ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে। এতেই ব্যবসায়িক দিক খুঁজে পেয়েছেন মাল্টিপ্লেক্সের মালিকরা। সাউথ সিটি আইনক্স-সহ (Inox South City Mall) শহরের বেশ কয়েকটি মাল্টিপ্লেক্সে ভারত-পাকিস্তান ম্যাচে হবে ইংরাজি ধারাবিবরণী। আজ রাজ্যজুড়ে সিনেমা হলে চলবে ক্রিকেট শো!

শনিবার থেকেই শহরের বিভিন্ন মাল্টিপ্লেক্সের টিকিট কাউন্টারে একটাই প্রশ্ন “ভারত – পাকিস্তানের টিকিট হবে?” অনেকেই অবাক থমকে গেলেন, ব্যাপারটা কী? আসলে রবিবার ছুটির দুপুরে সারা বাংলা জুড়ে পিভিআর-আইনক্সে লাইভ স্ট্রিমিং হবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত-পাকিস্তান ম্যাচ। আর তারজন্যই অগ্রিম টিকিট বুকিং। রবিবার সকালেও সেই একই উন্মাদনা ছবি চোখে পড়লো। এ প্রজন্ম বলছে, টিভিতে বা মাঠে গিয়ে খেলা দেখার অভিজ্ঞতা হলেও সিনেমাহলে বসেই ভারত বনাম পাকিস্তানের হাইভোল্টেজ ম্যাচ দেখার মজাটাই আলাদা। পিভিআর-আইনক্সে এই প্রথম ক্রিকেট ম্যাচ দেখানো হচ্ছে, এরকমটা নয়। এর আগে টি-২০ বিশ্বকাপের ম্যাচও সরাসরি দেখানো হয়েছিল। মাল্টিপ্লেক্সে কোথাও টিকিটের দাম ৩০০, কোথাও ৩৫০, কোথাও ২৫০। সাউথ সিটিতে দাম একটু বেশি, ৫০০ টাকা। কিন্তু প্রশ্ন হচ্ছে শো হাউসফুল হবে কি? পঞ্চাশ ওভারের ম্যাচ যা শেষ হবে প্রায় রাত সাড়ে দশটা নাগাদ। সে ক্ষেত্রে টানা ৯ ঘণ্টা ধরে সিনেমা হলে বসে কত সংখ্যক দর্শক খেলা দেখতে আগ্রহী হবেন, এ প্রশ্ন থেকেই যাচ্ছে। হাউসফুল হওয়ার আশা অবশ্য মাল্টিপ্লেক্স কর্তারাও করছেন না। তবে সিনেমা হলের সাউন্ড সিস্টেমে ভারত-পাকিস্তান ম্যাচের (Ind vs Pak) যে আবহ তৈরি হবে, সেই মজা বাড়িতে টিভির ছোট পর্দায় পাওয়া যাবে না। তাই শুধু ক্রিকেটপ্রেমী নয় সিনেমাপ্রেমীরাও মাল্টিপ্লেক্সমুখী হবেন বলে মনে করা হচ্ছে।

Related articles

বিহারে এত পাক নাগরিক! জানেই না প্রশাসন

বাংলার অরক্ষিত সীমান্ত পেরিয়ে বাংলাদেশের নাগরিকদের অনুপ্রবেশ নিয়ে চিৎকার করছেন অমিত শাহ। এবার সীমান্তে অমিত শাহের (Amit Shah)...

চলন্ত ট্রেনের ওপর ছিঁড়ে পড়ল বিদ্যুতের তার, আতঙ্কিত যাত্রীরা

বড়সড় ট্রেন দূর্ঘটনার হাত থেকে রক্ষা। সঠিক সময়ে ট্রেন দাঁড় না করালে রবিবার সকালেই ঘটে যেত এক ভয়ঙ্কর...

দরিদ্রতম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দেশে সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রী কে? রইল তালিকা

দেশে কোটিপতি মুখ্যমন্ত্রীদের ভিড়ে ব্যতিক্রম শুধু একজন। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। বর্তমানে দেশে সবথেকে গরিব মুখ্যমন্ত্রী তিনি।...

ধর্ষিত মূক- বধির-বিশেষ চাহিদাসম্পন্ন কিশোরীর পাশে নেই যোগী সরকার!

যোগীরাজ্যে(Yogi Adityanath) মূক ও বধির বিশেষ চাহিদাসম্পন্ন কিশোরীর(Disabled Girl) নৃশংস ধর্ষণ (Brutal Rape)। পাশে দাঁড়ায়নি সরকার। ফলে মেয়েকে...
Exit mobile version