পাকিস্তানের বিরুদ্ধে ফের বিরাট ম্যাজিক । এদিন কোহলির ব্যাটিং-এর দাপটে পাকিস্তানকে ৬ উইকেটে হারাল টিম ইন্ডিয়া। এই জয়ের সৌজন্যে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে টিকিট কার্যত নিশ্চিত করে ফেলল রোহিত শর্মার দল। টিম ইন্ডিয়ার পয়েন্ট ৪ ।

আজ চ্যাম্পিয়ন্স ট্রফিতে মহারণ। দুবাইতে মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান। আর এই ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ২৪১ রান পাকিস্তানের। জবাবে ব্যাট করতে নেমে সহজে জয় তুলে নেয় রোহিত শর্মার দল। ম্যাচে এদিন টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন পাক অধিনায়ক মহম্মদ রিজওয়ান। প্রথমে ব্যাট করতে নেমে ২৪১ রান পাকিস্তানের। তবে ম্যাচে শুরুটা ভালো হয়নি পাকিস্তানের । শুরুতেই ধাক্কা খায় পাকিস্তান। ২৩ রানে আউট হন বাবর আজম। বাবরকে আউট করেন হার্দিক পান্ডিয়া। এরপর আউট হন ইমান-উল-হক। কুলদীপ যাদবের বলে রান আউট হল ইমান। ইমানকে রান আউট করেন অক্ষর প্যাটেল। ইমান করেন ১০ রান। এরপর পাকিস্তানের রানের গতি এগিয়ে নিয়ে যান সৌদ শাকিল এবং রিজওয়ান। শাকিল করেন ৬২ রান। রিজওয়ান ৪৬ রান করেন তিনি। তায়াব তাহির করেন ৪ রান। ১৪ রান করেন নাসিম শাহ। ভারতের হয়ে তিনটি উইকেট কুলদীপ যাদবের । দুটি কউকেট নেন হার্দিক পান্ডিয়া। একটি করে উইকেট নেন অক্ষর প্যাটেল, হর্ষিত রানা এবং রবীন্দ্র জাদেজার ।

জবাবে ব্যাট করতে নেমে সহজে জয় তুলে নেয় টিম ইন্ডিয়া। সৌজন্যে বিরাট । ফের ব্যাট হাতে জ্বলে উঠলেন তিনি । কাটালেন রানের খরা। সেই সঙ্গে একদিনের ক্রিকেটে ১৪০০০ রান করে ফেললেন তিনি। বিরাটের ১৪ হাজার রান পূরণ করতে দরকার ছিল ১৫ রান। যা সহজে করেন তিনি। শত রানে অপরাজিত কিং কোহলি । তবে এদিন শুরুতেই ধাক্কা খায় টিম ইন্ডিয়া । এদিন ও ব্যাট হাতে রান পাননি অধিনায়ক রোহিত শর্মা। মাত্র ২০ রান করেন তিনি। এরপর সহ-অধিনায়ক শুভমন গিল নিয়ে ভারতের রান সংখ্যা এগিয়ে নিয়ে যান বিরাট । তবে ৪৬ রানে আউট হন গিল। এরপর শ্রেয়স আইয়ারকে সঙ্গে করে টিম ইন্ডিয়ার জয় নিশ্চিত করেন ভারতের প্রাক্তন অধিনায়ক ।খারাপ করেনি । শতরানে অপরাজিত কোহলি । পাকিস্তানের হয়ে দুই উইকেট শাহীন আফ্রিদির । একটি করে উইকেট খুশদিল আব্রার আহমেদের । এই হারের ফলে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেল আয়োজক দেশ পাকিস্তান ।

আরও পড়ুন- ২৭ ফেব্রুয়ারি তৃণমূলের রাজ্য সম্মেলন, শুরু প্রস্তুতি

_

_

_

_

_

_

_
