Friday, August 22, 2025

রবিবার মোহনবাগানের সামনে লিগ-শিল্ড জয়ে হাতছানি, সতর্ক মোলিনা, ওড়িশা ম্যাচের আগে কী বলছেন বাগান কোচ ?

Date:

শনিবার মাঠে না নেমেই আইএসএল লিগ-শিল্ড জেতার সুযোগ ছিল মোহনবাগান সুপার জায়ান্টের। তবে তার জন্য এফসি গোয়ার বিরুদ্ধে জিততে হত কেরালা ব্লাস্টার্সকে। তবে তা হয়নি ২-০ গোলে জয় পায় গোয়া। আর তাই শনিবার নয় রবিবার ঘরের মাঠ যুবভারতীয় ক্রীড়াঙ্গনে লিগ-শিল্ড জয়ের হাতছানি। রবিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি মোহনবাগান-ওড়িশা এফসি। আর সেই ম্যাচে ওড়িশাকে হারালেই পরপর লিগ-শিল্ড জয় করবে সবুজ-মেরুন।

২১ ম্যাচে ৪৯ পয়েন্ট সবুজ-মেরুনের। আজ ওড়িশার বিরুদ্ধে জিতলে শীর্ষে থেকে ম্যাজিক ফিগার ৫২ পয়েন্টে পৌঁছে যাবে জোসে মোলিনা ব্রিগেড। সেক্ষেত্রে গোয়া যদি তাদের বাকি তিনটি ম্যাচ জেতে তাহলে সর্বাধিক ৫১ পয়েন্ট হবে তাদের । ৫১ পয়েন্টে শেষ করতে পারবে। কেরালকে হারিয়ে গোয়ার পয়েন্ট ২১ ম্যাচে ৪২। তাই এই মুহুর্তে এসে একেবারেই পরিস্থিতিকে হালকাভাবে নিতে নারাজ বাগান কোচ। বরং এই ম্যাচের আগে জেসন কামিন্সদের কোচ গোটা দলকে সতর্কতার চাদরে মুড়ে রেখেছেন। শিল্ড জয়ের চ্যাম্পিয়নশিপ ম্যাচ নয়, বরং আর পাঁচটা ম্যাচের মতোই ওড়িশা দ্বৈরথকে দেখছেন মোলিনা। এই ম্যাচের আগে বাগানের স্প্যানিশ বস পরিষ্কার বলে যান, ‘‘গোয়া কী করল, সেটা নিয়ে আমাদের ভেবে কী লাভ! আমাদের একটাই লক্ষ্য, ওড়িশা ম্যাচ জেতা। বিশ্রাম নেব, রিল্যাক্স করব শিল্ড হাতে তুলে। তার আগে নয়। ছেলেরা আত্মবিশ্বাসী। কিন্তু আত্মতুষ্ট নয়।“

এরপর বাগান কোচের কাছে প্রশ্ন লিগ-শিল্ড জয়ের দোরগোড়ায় দাঁড়িয়ে কি চাপ অনুভব করছেন তিনি? আত্মবিশ্বাসী মোলিনার পাল্টা প্রশ্ন, ‘‘কীসের চাপ? আমরা সেরা জায়গায় রয়েছি। তিন ম্যাচ আগেই খেতাবের সামনে। মরশুমের প্রথম থেকে পরিশ্রম করার মন্ত্র নিয়েই শুরু করেছিলাম। এখনও তাই। কাজ শেষ হয়নি। ওড়িশার বিরুদ্ধে পরিশ্রম করেই তিন পয়েন্ট অর্জন করতে হবে।“

স্বদেশি লোবেরার সঙ্গে মগজাস্ত্রের লড়াই। প্রতিপক্ষ ওড়িশা ২১ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে সাত নম্বরে। সুপার সিক্সে জায়গা করে নেওয়ার লড়াই করছেন হুগো বুমোসরা। কিন্তু মোহনবাগানের বিরুদ্ধে ম্যাচের আগে আহমেদ জাহুকে নিয়ে সমস্যায় পড়েছে তারা। জাহু নাকি ক্লাবকে না জানিয়েই দল ছেড়েছেন। তবে সবুজ-মেরুন শিবির প্রতিপক্ষ নিয়ে ভাবছেন না। বরং চেনা প্রতিপক্ষের বিরুদ্ধে নিজেদের তুরুপের তাসগুলো খেলেই বাজিমাত করতে চান মোলিনা। সাহাল আব্দুল সামাদ ছাড়া সবাই খেলার জন্য তৈরি। অনিরুদ্ধ থাপা, মনবীর সিং, আশিস রাই সম্পূর্ণ ফিট। কার্ড সমস্যা কাটিয়ে ফিরছেন গ্রেগ স্টুয়ার্ট। মোলিনা বললেন, ‘‘ওড়িশার খেলার ধরন আমরা জানি। ওরাও আমাদের জানে। ম্যাচ শুরুর অনেক আগেই ওদের প্রথম একাদশ জেনে যাব। সেভাবে পরিকল্পনা করারও সুযোগ থাকবে।” শুরুর ব্যর্থতা কাটিয়ে মোহনবাগানের সাফল্যের রহস্য কি? কীভাবে তারকাদের সামলেছেন? মোলিনা বললেন, ‘‘পরিশ্রম। ফুটবলারদের প্রতিভা থাকলেই হয় না। পরিশ্রম করতে হয়।”

আরও পড়ুন- শনিবার ছিলো মোহনবাগানের এক্সিকিউটিভ কমিটির বৈঠক, নির্বাচনী বোর্ড গঠন হল বাগানে

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version