Saturday, August 23, 2025

শনিবার ছিলো মোহনবাগানের এক্সিকিউটিভ কমিটির বৈঠক, নির্বাচনী বোর্ড গঠন হল বাগানে

Date:

শনিবার ছিলো মোহনবাগানের এক্সিকিউটিভ কমিটির বৈঠক । আর সেখানেই ভোটের দামামা বেজে গেল মোহনবাগানে। শনিবার ক্লাবের কার্যকরী কমিটির বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছিল প্রাক্তন সচিব সৃঞ্জয় বোসকে। গত ১৮ জানুয়ারি ক্লাবের বার্ষিক সাধারণ সভায় সৃঞ্জয়-সহ বেশ কয়েকজন সদস্য নিয়ম মেনে নির্ধারিত সময়ে ক্লাবে নির্বাচন করার দাবি জানিয়েছিলেন।

কারণ, ২৫ মার্চ শেষ হচ্ছে বর্তমান কমিটির মেয়াদ। তাই এদিন সৃঞ্জয়ের বক্তব্য শোনা হয় বৈঠকে। প্রাক্তন সচিব লিখিতভাবেও তাঁর বক্তব্য ক্লাবকে জানিয়েছেন। এদিন বৈঠকে নির্বাচনী বোর্ড গঠন করা হয়েছে। তবে চেয়ারম্যান ছাড়া বোর্ডের বাকি সদস্যদের নাম ঘোষণা করা হয়নি। চেয়ারম্যানের দায়িত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম রায়। নির্বাচনী বোর্ড ভোটের দিনক্ষণ চূড়ান্ত করবে।

নির্বাচনী নির্ঘণ্ট ঠিক করতে সহ-সভাপতি কুণাল ঘোষের প্রস্তাব মেনে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তর পরামর্শ নেবে ক্লাব। এরপর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচনী বোর্ড। সচিব দেবাশিস দত্ত বলেন, ‘‘সৃঞ্জয় বোসের বক্তব্য শোনা হয়েছে। লিখিত আকারেও বক্তব্য জানিয়েছেন। সদস্যদের মধ্যে যাঁরা নিজেদের বক্তব্য জানাতে চান তাঁদের ১৫ দিনের নোটিশ দেওয়া হচ্ছে। আলোচনার পর ঠিক হয়েছে, সর্বোচ্চ স্তরে আইনি পরামর্শ নেওয়া হবে রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের কাছ থেকে। তারপর নির্বাচনী বোর্ড সিদ্ধান্ত নেবে কবে ক্লাবে ভোট হবে। প্রাক্তন বিচারপতি অসীম রায়ের নেতৃত্বে নির্বাচনী বোর্ড আমরা গঠন করেছি। বোর্ডের বাকি সদস্যদের সম্মতি পাওয়ার পরই তাঁদের নাম আমরা জানাব।’’

যুবভারতীতে হকির অ্যাস্ট্রোটার্ফ হওয়ায় এদিন কার্যকরী কমিটির বৈঠকে সদস্যরা ধন্যবাদ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।

আরও পড়ুন- আগামিকাল মহারণ, পাকিস্তানের বিরুদ্ধে কি পরিকল্পনা ভারতের, জানালেন গিল

 

 

 

 

Related articles

ঝাঁপ বন্ধ হচ্ছে ২১৫ জামাত-এ-ইসলামের স্কুলের, সিদ্ধান্ত কাশ্মীর সরকারের

সীমান্ত পেরিয়ে ভারতীয় পর্যটকদের উপর নির্বিচারে গুলি চালিয়ে আবার নিজেদের নিরাপদ আশ্রয়ে সেঁধিয়ে গিয়েছিল পাক মদতপুষ্ট জঙ্গিরা। চোর...

প্রকাশ্যে মদ্যপানের প্রতিবাদ করায় বেলঘরিয়ায় আক্রান্ত শিক্ষক

তাঁর অপরাধ কী? তিনি রাস্তার ধারে বসে থাকা কয়েকজন যুবক যুবতীকে মদ্যপান করতে দেখে প্রতিবাদ করেছিলেন। তাই রাস্তায়...

কাদের নিয়ে দুর্নীতি থামাবেন: বিজেপির চার মহারথীর তথ্য তুলে তুলোধনা তৃণমূলের

দুর্নীতি দমনে মোদির মিথ্যাচার বারবার ফাঁস করেছে তৃণমূলই। অথচ বারবার বিজেপির ওয়াশিং মেশিনে গিয়ে অন্য দলের নেতারা যেভাবে...

কালা আইনের জন্য JPC একটা নাটক: তৃণমূলের কেউ থাকবে না কমিটিতে

তৃতীয় মোদি সরকারের জমানায় যতগুলি আইন পাশের জন্য বিল এসেছে, বিরোধীদের চাপে পড়ে সেগুলি সংসদের যৌথ সংসদীয় কমিটিতে...
Exit mobile version