Friday, January 30, 2026

কেরালায় তৃণমূলের মেম্বারশিপ ড্রাইভ! মালয়ালি ভাষায় প্রকাশিত হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবনালেখ্য

Date:

Share post:

ছাব্বিশে বাংলার সঙ্গে কেরালার বিধানসভার ভোট৷ সেই ভোটে শুধু প্রতিদ্বন্দ্বিতা নয়, ভালো ফল করার লক্ষ্যে এবার কেরালায় দলের সাংগঠনিক বিস্তারের কাজ শুরু করেছে তৃণমূল কংগ্রেস৷ এই লক্ষ্যে শনি ও রবি- পরপর দুদিন কেরালায় জনসংযোগ ও বিশেষ প্রচারাভিযান করেছে তৃণমূল৷ সমুদ্র তীরবর্তী কেরালায় দলের সদস্য সংখ্যা বাড়ানোর লক্ষ্যে মেম্বারশিপ ড্রাইভও পরিচালনা করা হবে দলের তরফে৷ কেরালার জনতার উদ্দেশ্যে মালয়ালি ভাষায় প্রকাশিত হবে তৃণমূল নেত্রী, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবন ও রাজনৈতিক কর্মবৃত্তান্তর উপরে রচিত বই৷ রাজ্যের প্রাক্তন বিধায়ক পি ভি আনওয়ার আগেই তৃণমূলে যোগদান করেছেন। তাকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের কেরালার আহ্বায়কও করা হয়েছে৷ প্রাক্তন বিধায়ক আনওয়ারের পৌরহিত্যে পরিচালিত শনি ও রবি দুদিনের এই বিশেষ প্রচারাভিযানে অংশ নিয়েছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার দলনেতা ডেরেক ও ব্রায়ান এবং লোকসভার সাংসদ মহুয়া মৈত্র৷

উল্লেখ্য, শনিবার কেরালার মাল্লাপ্পুরমে পি ভি আনওয়ার এবং দুই তৃণমূল সাংসদ বৈঠক করেন ইন্ডিয়ান ইউনিয়ন অফ মুসলিম লিগের প্রধান সৈয়দ সাদিক আলি সাহিব থঙ্গলের সঙ্গে৷ কেরালার সার্বিক উন্নয়নের পাশাপাশি রাজ্যের বিভিন্ন ইস্যু নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে বলে দলীয় সূত্রে দাবি জানানো হয়েছে৷ এই বৈঠকের পরে সাদিক আলি সাহিব থঙ্গন দাবি করেন, তৃণমূল প্রতিনিধি দলের সঙ্গে জাতীয় রাজনীতির বিভিন্ন ইস্যু নিয়ে সাধারণ আলোচনা হয়েছে৷

এর পরে রবিবার মাল্লাপ্পুরমের অন্যতম বড় শহর মানজেরিতে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফে বড় রাজনৈতিক সভার আয়োজনও করা হয়েছে৷ এই সভায় যোগদানের জন্য স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক উত্‍সাহ লক্ষ্য করা গিয়েছে৷ এই সভায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা উত্তোলন করেন প্রাক্তন বিধায়ক ও দলের আহ্বায়ক পি ভি আনওয়ার৷ উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার দলনেতা ডেরেক ও ব্রায়ান এবং লোকসভা সাংসদ মহুয়া মৈত্র৷

কেরালাতে কেন সাংগঠনিক বিস্তার করছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, তার ব্যাখ্যা দেওয়ার জন্য আয়োজিত সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে দলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও ব্রায়ান বলেন, আমরা এখানে বড় বড় কথা বলতে আসিনি৷ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি হিসেবে আমাদের এই সফর দারুণ হয়েছে৷ আমরা এখানে কেরালার সাধারণ মানুষের সঙ্গে আলাপ করতে এসেছি, তাদের অভিজ্ঞতা, সমস্যার কথা শুনতে এসেছি৷ তাদের কাছে আমাদের দলের নেত্রী, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের আদর্শের কথা তুলে ধরতে এসেছি৷ বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে দেশের সর্বত্র তৃণমূল কংগ্রেসই যে প্রধান শক্তি, পরিসংখ্যান সহকারে সেকথাও তুলে ধরেন দুই সাংসদ ডেরেক ও ব্রায়ান এবং মহুয়া মৈত্র৷

আরও পড়ুন- পাকিস্তানের বিরুদ্ধে ফের বিরাট ম্যাজিক, শতরানে রানে অপরাজিত বিরাট, পাকিস্তানকে হারাল ৬ উইকেটে

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

কোনও দুর্ঘটনাই আকস্মিক নয়: আনন্দপুরের দুর্ঘটনাস্থলে পরিদর্শনের পরে মন্তব্য রাজ্যপালের

ঘটনার পরে কেটে গিয়েছে ৫দিন। এত পরে ঘটনাস্থলে রাজ্যপাল সিভি আনন্দ বোস (C V Anand Bose)। শুক্রবার আনন্দপুরের...

ভূস্বর্গে লুকিয়ে জইশ জঙ্গি! কিশতওয়ারে চিরুনিতল্লাশি নিরাপত্তাবাহিনীর 

জম্মু- কাশ্মীরে (Jammu and Kashmir) ফের হামলার ছক জঙ্গিদের! ভূস্বর্গে জইশ জঙ্গিদের আত্মগোপনের খবর মিলতেই বৃহস্পতিবার রাত থেকে...

করমর্দন বিতর্ক টেনিসেও, হাত মেলালেন না বেলারুশ-ইউক্রনের খেলোয়াড়রা

সাম্প্রতিক সময়ে সিনিয়র হোক বা জুনিয়র ভারত পাকিস্তান মুখোমুখি হলেই অবধারিত ভাবেই উঠে আসে করমর্দন বিতর্ক। এবার সেই...

প্রয়াত পি টি ঊষার স্বামী, ফোন করে শোক প্রকাশ মোদির

প্রয়াত পি টি ঊষার (PT Usha) স্বামী শ্রীনিবাসন। কেন্দ্রীয় সরকারি কর্মী ছিলেন শ্রীনিবাসন (Vengalil Sreenivasan)। ঊষার বর্ণময় কেরিয়ারে...