Sunday, August 24, 2025

কেরালায় তৃণমূলের মেম্বারশিপ ড্রাইভ! মালয়ালি ভাষায় প্রকাশিত হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবনালেখ্য

Date:

Share post:

ছাব্বিশে বাংলার সঙ্গে কেরালার বিধানসভার ভোট৷ সেই ভোটে শুধু প্রতিদ্বন্দ্বিতা নয়, ভালো ফল করার লক্ষ্যে এবার কেরালায় দলের সাংগঠনিক বিস্তারের কাজ শুরু করেছে তৃণমূল কংগ্রেস৷ এই লক্ষ্যে শনি ও রবি- পরপর দুদিন কেরালায় জনসংযোগ ও বিশেষ প্রচারাভিযান করেছে তৃণমূল৷ সমুদ্র তীরবর্তী কেরালায় দলের সদস্য সংখ্যা বাড়ানোর লক্ষ্যে মেম্বারশিপ ড্রাইভও পরিচালনা করা হবে দলের তরফে৷ কেরালার জনতার উদ্দেশ্যে মালয়ালি ভাষায় প্রকাশিত হবে তৃণমূল নেত্রী, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবন ও রাজনৈতিক কর্মবৃত্তান্তর উপরে রচিত বই৷ রাজ্যের প্রাক্তন বিধায়ক পি ভি আনওয়ার আগেই তৃণমূলে যোগদান করেছেন। তাকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের কেরালার আহ্বায়কও করা হয়েছে৷ প্রাক্তন বিধায়ক আনওয়ারের পৌরহিত্যে পরিচালিত শনি ও রবি দুদিনের এই বিশেষ প্রচারাভিযানে অংশ নিয়েছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার দলনেতা ডেরেক ও ব্রায়ান এবং লোকসভার সাংসদ মহুয়া মৈত্র৷

উল্লেখ্য, শনিবার কেরালার মাল্লাপ্পুরমে পি ভি আনওয়ার এবং দুই তৃণমূল সাংসদ বৈঠক করেন ইন্ডিয়ান ইউনিয়ন অফ মুসলিম লিগের প্রধান সৈয়দ সাদিক আলি সাহিব থঙ্গলের সঙ্গে৷ কেরালার সার্বিক উন্নয়নের পাশাপাশি রাজ্যের বিভিন্ন ইস্যু নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে বলে দলীয় সূত্রে দাবি জানানো হয়েছে৷ এই বৈঠকের পরে সাদিক আলি সাহিব থঙ্গন দাবি করেন, তৃণমূল প্রতিনিধি দলের সঙ্গে জাতীয় রাজনীতির বিভিন্ন ইস্যু নিয়ে সাধারণ আলোচনা হয়েছে৷

এর পরে রবিবার মাল্লাপ্পুরমের অন্যতম বড় শহর মানজেরিতে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফে বড় রাজনৈতিক সভার আয়োজনও করা হয়েছে৷ এই সভায় যোগদানের জন্য স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক উত্‍সাহ লক্ষ্য করা গিয়েছে৷ এই সভায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা উত্তোলন করেন প্রাক্তন বিধায়ক ও দলের আহ্বায়ক পি ভি আনওয়ার৷ উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার দলনেতা ডেরেক ও ব্রায়ান এবং লোকসভা সাংসদ মহুয়া মৈত্র৷

কেরালাতে কেন সাংগঠনিক বিস্তার করছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, তার ব্যাখ্যা দেওয়ার জন্য আয়োজিত সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে দলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও ব্রায়ান বলেন, আমরা এখানে বড় বড় কথা বলতে আসিনি৷ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি হিসেবে আমাদের এই সফর দারুণ হয়েছে৷ আমরা এখানে কেরালার সাধারণ মানুষের সঙ্গে আলাপ করতে এসেছি, তাদের অভিজ্ঞতা, সমস্যার কথা শুনতে এসেছি৷ তাদের কাছে আমাদের দলের নেত্রী, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের আদর্শের কথা তুলে ধরতে এসেছি৷ বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে দেশের সর্বত্র তৃণমূল কংগ্রেসই যে প্রধান শক্তি, পরিসংখ্যান সহকারে সেকথাও তুলে ধরেন দুই সাংসদ ডেরেক ও ব্রায়ান এবং মহুয়া মৈত্র৷

আরও পড়ুন- পাকিস্তানের বিরুদ্ধে ফের বিরাট ম্যাজিক, শতরানে রানে অপরাজিত বিরাট, পাকিস্তানকে হারাল ৬ উইকেটে

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

‘মেরেই জেলে যাবো’, হুমকির পর স্ত্রীকে পিটিয়ে খুন স্বামীর

দাম্পত্য অশান্তি শেষমেশ রক্তাক্ত পরিণতির দিকে গড়াল। হুগলির দাদপুর থানার বিলাতপুর এলাকায় স্বামীর হাতে খুন হলেন স্ত্রী। ঘটনার...

বলিউডে অভিমান! দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রিতে ডেবিউ দিব্যার

বলিউডের অভিনেত্রী দিব্যা দত্তা (Divya Dutta) এবার দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখলেন। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে বহু ছবিতে...

ছোড়না নহি, লড়তে রহো: দিলীপকে রবি শঙ্করজি

সুমনের গানটা বোধহয় আবারও মনে পড়ে গিয়েছিল বিজেপির দিলীপ ঘোষের (Dilip Ghosh)। বেঙ্গালুরুতে রবি শঙ্করজীর (Ravi Shankar) সঙ্গে...

নাসার ‘নর্থস্টার’ হুগলির বঙ্গসন্তান গৌতম, উচ্ছ্বসিত কোন্নগরবাসী

দেশ হোক বা বিদেশ, সেরার সেরা মানেই সেখানে বাঙালির নাম জ্বলজ্বল করছে। অতীত, বর্তমান বা ভবিষ্যৎ- সময়কাল যাই...