বীরভূমের কাঁকরতলায় তৃণমূল কংগ্রেস (TMC) কর্মী খুনের ঘটনায় শেখ আকবর (Sheikh Akbar) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করলো পুলিশ। তাঁর বাড়ি খয়রাশোল ব্লকের কাঁকরতলা থানার কৈথি গ্রামে। গত শুক্রবার বড়রা বাসস্ট্যান্ড থেকে বাইক নিয়ে বাড়ি ফেরার সময় দুষ্কৃতীদের আক্রমণে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তৃণমূল নেতা নিয়ামুল হক। সিউড়ি সদর হাসপাতালে (Siuri Hospital) নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। সেই ঘটনার তদন্তে নেমে আকবরকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, নিয়ামুলকে রড, লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয়। পাথর দিয়ে থেঁতলে দেওয়া হয় তাঁর শরীরে নানান অংশ। পরিবারের অভিযোগ ব্যক্তিগত আক্রোশ থেকে এই আক্রমণ করা হয়েছে। যদিও আসল ঘটনা জানতে ধৃত আকবরকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। রবিবার তাঁকে দুবরাজপুর আদালতে পেশ করা হয়।

–

–


–

–

–

–

–

–

–

–
–