গঙ্গার নীচে ফের সুড়ঙ্গ! মেট্রোর পর এবার চলবে পণ্যবাহী গাড়ি

মেট্রোর পর এবার গঙ্গার তলা দিয়ে যাবে পণ্যবাহী গাড়ি। গঙ্গার নীচে থেকে ফের সুড়ঙ্গ পথ তৈরি হতে চলেছে। শহরের যানজট কমাতে, সেতুর উপর চাপ কমাতে এই টানেল গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর কর্তৃপক্ষ তৈরি করল সুড়ঙ্গ নিয়ে নকশা। কলকাতা থেকে হাওড়া কোন পথে যাবে সুড়ঙ্গ?

সূত্রের খবর, কলকাতার দক্ষিণ প্রান্তে মেটিয়াবুরুজ থেকে হাওড়া যাওয়ার প্রস্তাবিত সুড়ঙ্গ মূলত ট্রাক যাতায়াতের জন্যই তৈরি হবে। এর ফলে বন্দর এলাকার ট্রাক হাওড়া হয়ে বিভিন্ন জাতীয় সড়ক ধরে রাজ্যের অন্যত্র যেতে পারবে। গঙ্গার তলা দিয়ে বন্দর এলাকায় ট্রাক যাতায়াতের জন্য সুড়ঙ্গ বানানো সম্ভব কি না, তার পরীক্ষানিরীক্ষা করে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর কর্তৃপক্ষ। মোট ১৫ কিলোমিটার রাস্তা হবে। তার মধ্যে ৮ কিলোমিটার থাকবে সুড়ঙ্গপথ। ১১ হাজার কোটি টাকা খরচ হতে পারে এই প্রকল্পের জন্য।

বর্তমানে কলকাতা থেকে হাওড়ার যোগাযোগের মাধ্যম বলতে হাওড়ার রবীন্দ্র এবং হুগলির বিদ্যাসাগর সেতু দিয়ে যাতায়াত। এছাড়াও বালিতে রয়েছে দুটি সেতু। আর প্রতিদিনই সেখানে যানজট লেগেই থাকে। ফলে এই বিকল্প রাস্তা হিসেবে গঙ্গার নীচ থেকে সুড়ঙ্গ পথ এখন বাস্তবায়েনের অপেক্ষায় আমজনতা।

আরও পড়ুন- নেতাজি ইন্ডোরে তিনদিনব্যাপী উদ্যানপালন ও খাদ্য উৎসব

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_