Tuesday, November 11, 2025

বিজেপি শাসিত রাজ্যগুলিতেই বাড়ছে বেকারত্ব, প্রকাশ কেন্দ্রের রিপোর্টে

Date:

গোটা দেশে সামগ্রিক বেকারত্ব নিয়ে বিরোধীদের প্রবল চাপের মুখে কেন্দ্রের মোদি সরকার। নতুন বাজেটেও কোনওভাবেই দেশের শিক্ষিত যুব সম্প্রদায়ের জন্য নতুন জীবিকার পথ দেখাতে ব্যর্থ কেন্দ্রের অর্থ মন্ত্রক। সেখানে গোটা দেশে বেকারত্বের (unemployment) পরিমাণ দশমিকের হিসাবে কমাতে সাহায্য করেছে বিরোধী শাসিত রাজ্যগুলি। আর সেখানেই বিজেপি শাসিত রাজ্যগুলিতে শিক্ষিত যুব সম্প্রদায়ের মধ্যে বেকারত্বের হার কমে গিয়েছে, জানাচ্ছে কেন্দ্রের পরিসংখ্যান মন্ত্রকের (department of statistics) রিপোর্ট।

মোদি সরকারের জমানায় দেশে শিক্ষিত বেকারদের বেকারত্বের হার ক্রমশ বেড়েই চলেছে। তথ্যের কচকচানি দিয়ে তা ঢাকার চেষ্টা করলেও পরিসংখ্যান ও পরিকল্পনা ব্যবস্থাপন দফতরের (Ministry of Statistics and Programme Implementation) রিপোর্টেই তা প্রকাশ্যে এসে পড়েছে। মন্ত্রকের হিসাবে দেশে ২০২৩ সালের শেষে যেখানে বেকারত্বের সামগ্রিক হার ছিল ১৬.৫ শতাংশ, ২০২৪ সালের এপ্রিল-জুন মাসে তা বেড়ে ১৬.০৮ শতাংশে পৌঁছে যায়। ২০২৪ সালের শেষে কিছুটা কমিয়ে বেকারত্বের হারকে ১৬.০১ শতাংশে আনতে সক্ষম হয় বিজেপি সরকার। কিন্তু দেখা যায় দেশের সামগ্রিক বেকারত্বের হার না কমার কারণ হিসাবে শীর্ষে রয়েছে বিজেপি শাসিত অসম, বিহার, ওড়িশার মতো রাজ্য।

বিজেপি বা ডবল ইঞ্জিন রাজ্যগুলিতে বেকারত্ব কমার বদলে বেড়ে গিয়েছে গত এক বছরে। এই তালিকায় সবার আগে রয়েছে জম্মু ও কাশ্মীর (Jammu and Kashmir), তাদের বেকারত্বের হার ৩৫ শতাংশ। এই রাজ্যে ন্যাশনাল কনফারন্সের জোট সরকার সদ্য ক্ষমতায় এসেছে। তার আগে দীর্ঘ পাঁচ বছর এই রাজ্যকে কেন্দ্রশাসিত অঞ্চল করে ফেলে রাখা হয়েছিল। ফলে নতুন গঠিত ওমর আবদুল্লার সরকারের খানিকটা সময় লাগছে। কিন্তু দীর্ঘদিন ধরে বিজেপির হাতে থাকা অসমের (Assam) পরিস্থিতি অত্যন্ত উদ্বেগের। ২০২৩ সালের শেষে যেখানে বেকারত্বের (unemployment) হার ছিল ২০.৫ শতাংশ, সেখানে ২০২৪ সালের শেষে বেকারত্ব বেড়ে দাঁড়িয়েছে ২৭.০৫ শতাংশে।

ওড়িশায় নবীন পট্টনায়েকের (Navin Pattanayek) সরকারকে হারিয়ে প্রবল উন্নয়নের বার্তা দিয়ে বিজেপি ক্ষমতায় আসার পরে বেকারত্বের হার বাড়িয়ে দিয়েছে রাজ্যের। ২০২৩ সালের শেষে বেকারত্ব ২১.৫ শতাংশ থেকে ২০২৪ সালের শেষে দাঁড়িয়েছে ২৬.০৬ শতাংশে। আবার হরিয়ানায় (Haryana) ক্ষমতায় এসে সেখানেও যুবনীতি যে বিজেপির একেবারে ব্যর্থ তা প্রমাণ করছে শহুরে শিক্ষিতদের বেকারত্বের হার বৃদ্ধি। যেখানে ২০২৩ সালে শেষে বেকারত্ব ছিল ৮.৩ শতাংশ, ডবল ইঞ্জিন সরকার গঠন হওয়ার পরে তা একলাফে বেড়ে হয়েছে ১২.৯ শতাংশ। আবার জোট সরকারের বিহারে (Bihar) বেকারত্ব ১৮.৭ শতাংশ থেকে একলাফে বেড়ে দাঁড়িয়েছে ২৬.৪ শতাংশে।

কেন্দ্রের পরিসংখ্যান ও পরিকল্পনা রূপায়ন মন্ত্রকের তথ্যে প্রতি তিন মাস হিসাবে তথ্য দেওয়া হয়েছে। সেখানে আরও এক বিজেপি রাজ্য মধ্যপ্রদেশের (Madhyapradesh) বেকারত্বের পরিস্থিতিও খারাপ দিকে যাওয়ার ইঙ্গিত দেওয়া হয়েছে। ২০২৪ সালের জুলাই-সেপ্টেম্বর পিরিয়ডে যেখানে বেকারত্বের হার ছিল ১৩.৩ শতাংশ সেখানে সেপ্টেম্বর-ডিসেম্বর পিরিয়ডে তা বেড়ে হয়েছে ১৫ শতাংশ।

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...
Exit mobile version