Sunday, August 24, 2025

গতকাল অ্যাওয়ে ম্যাচে পাঞ্জাব এফসির বিরুদ্ধে দুরন্ত জয় পায় ইস্টবেঙ্গল এফসি। পাঞ্জাবকে ৩-১ গোলে হারায় লাল-হলুদ। এই জয়ের ফলে আইএসএল-এর প্লে-অফের আশা ক্ষীণ বেঁচে রয়েছে ইস্টবেঙ্গলের । আর দলের এই পারফরম্যান্সে খুশি লাল-হলুদ কোচ অস্কার ব্রুজো।

গতকাল পাঞ্জাবের বিরুদ্ধে জয়ের পর অস্কার বলেন, “আমাদের মনে হচ্ছে দলটা এখন ক্রমশ সঙ্ঘবদ্ধ হচ্ছে, মাঠে ইতিবাচক অনেক কিছু দেখা যাচ্ছে। যা এই মরশুমের চূড়ান্ত ও কঠিন পর্বের জন্য অবশ্যই বাড়তি প্রেরণা দেবে। একটা দল তখন স্থিতিশীল হয়, যখন তারা দল হিসেবে খেলে, যখন তাদের জয়ের মানসিকতা থাকে, দৃঢ় সংকল্প থাকে, যখন ফুটবলাররা দলের হয়ে খেলা উপভোগ করে, যখন তাদের স্পষ্ট ধারণা থাকে যে তাদের কী করতে হবে, কেমন ফর্মেশনে খেলতে হবে। কখন প্রতিপক্ষকে চাপে ফেলতে হবে, কীভাবে প্রতিপক্ষের দুর্বলতা খুঁজে বের করতে হবে। এই পর্যায়ে তখন প্রত্যেক খেলোয়াড় ধীরে ধীরে তাদের আত্মবিশ্বাস ফিরে পায়।”

এই জয়ের ধারাবাহিকতা পরবর্তী ম্যাচেও ধরে রাখতে চান অস্কার। লিগ টেবলে যে দলকে আরও কয়েক ধাপ তুলতে চান তিনি। এই নিয়ে অস্কার বলেন, “এএফসি চ্যালেঞ্জ লিগ আমাদের জন্য গুরুত্বপূর্ণ ঠিকই, কিন্তু আইএসএল আরও বেশি গুরুত্বপূর্ণ। আমি গত কয়েক সপ্তাহ ধরেই বলে আসছি, লিগের শেষ তিন দলের মধ্যে থাকা মেনে নিতে চাই না। আমরা টেবিলের ওপরের দিকে উঠতে চাই। আইএসএলের শেষ তিনটি ম্যাচের দিকে এগিয়ে যাওয়ার প্রথম পদক্ষেপ ছিল আমাদের।”

আরও পড়ুন-ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ম্যাচে ভারতের জাতীয় সঙ্গীত, আইসিসির ঘাড়ে দায় চাপল পিসিবি 

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version