Monday, November 3, 2025

ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ম্যাচে ভারতের জাতীয় সঙ্গীত, আইসিসির ঘাড়ে দায় চাপল পিসিবি

Date:

গতকাল চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড-অস্ট্রেলিয়া। সেই ম্যাচে অস্ট্রেলিয়ার জাতীয় সঙ্গীতের সময় চালিয়ে দেওয়া হয়েছিল ভারতের জাতীয় সঙ্গীত। সেই ভিডিও ইতিমধ্যে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনদের ট্রলের মুখে পাকিস্তান ক্রিকেট বোর্ড। আর এই নিয়ে এবার মুখ খুল পিসিবি । দায় চাপাল আইসিসির ওপর। সূত্রের খবর, আইসিসির কাছে জবাবদিহি চেয়ে চিঠিও দিয়েছে পাক বোর্ড।

সূত্রের খবর, ভুল জাতীয় সঙ্গীত বাজানো নিয়ে পিসিবি জবাব চেয়েছে আইসিসির কাছ থেকে। জানা যাচ্ছে, পাকিস্তানের দাবি, ভারত তো পাকিস্তানে খেলছে না। তাহলে ভারতের জাতীয় সঙ্গীত কেন প্লে লিস্টে রাখা হয়েছে? জাতীয় সঙ্গীতের প্লে লিস্ট বানানোর দায়িত্ব থাকে আইসিসির উপরে। সেকারণেই আইসিসির গাফিলতিতেই মাঠে ভুল জাতীয় সঙ্গীত বেজে উঠেছে। সূত্রের খবর, কেন এমনটা হল, তার বিস্তারিত কারণ জানতে চেয়ে আইসিসির গভর্নিং বডিকে ইতিমধ্যেই চিঠি দিয়েছে পাক বোর্ড।

চ্যাম্পিয়ন্স ট্রফি হচ্ছে হাইব্রিড মডেলে। নিরাপত্তার কারণে পাকিস্তান খেলতে যায়নি টিম ইন্ডিয়া। ভারতের ম্যাচ হচ্ছে দুবাইতে। এখানেই প্রশ্ন তাহলে পাকিস্তানে কেন রাখা হয়েছে ভারতের জাতীয় সঙ্গীত?

আইসিসির নিয়ম অনুযায়ী, যে কোনও টুর্নামেন্টে ম্যাচ শুরুর আগে অংশগ্রহণকারী দেশের জাতীয় সঙ্গীত বাজানো হয়। শনিবার লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়ার ম্যাচ ছিল। সেই ম্যাচ শুরুর আগে অস্ট্রেলিয়ার জাতীয় সঙ্গীত চলার সময় আচমকা বেজে ওঠে ভারতের জাতীয় সঙ্গীত। অবাক হয়ে যান অস্ট্রেলিয়ার ক্রিকেটার এবং দর্শকরা। যদিও কয়েক সেকেন্ডের মধ্যেই ভুল বুঝতে পারেন আয়োজকরা। ভারতের জাতীয় সঙ্গীত মাঝপথে থামিয়ে অস্ট্রেলিয়ার জাতীয় সঙ্গীত চালানো হয়।

আরও পড়ুন- ভারত-পাকিস্তান ম্যাচে টসে হার রোহিতের, নজির গড়ল টিম ইন্ডিয়া

Related articles

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...

ঝাড়গ্রামে শিল্পের প্রসারে বড় পদক্ষেপ, জমি ফ্রি-হোল্ডে রূপান্তরের সিদ্ধান্ত রাজ্যের

শিল্পে বিনিয়োগের গতি বাড়াতে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল রাজ্য সরকার। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত...

‘বন্দেমাতরম’-এর সার্ধ শতবর্ষে রাজ্যজুড়ে উদযাপন, মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে সিদ্ধান্ত মন্ত্রিসভার 

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অমর সৃষ্টি ‘বন্দেমাতরম’-এর সার্ধ শতবর্ষ উদযাপন করবে রাজ্য সরকার। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত...
Exit mobile version