Thursday, August 21, 2025

ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ম্যাচে ভারতের জাতীয় সঙ্গীত, আইসিসির ঘাড়ে দায় চাপল পিসিবি

Date:

গতকাল চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড-অস্ট্রেলিয়া। সেই ম্যাচে অস্ট্রেলিয়ার জাতীয় সঙ্গীতের সময় চালিয়ে দেওয়া হয়েছিল ভারতের জাতীয় সঙ্গীত। সেই ভিডিও ইতিমধ্যে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনদের ট্রলের মুখে পাকিস্তান ক্রিকেট বোর্ড। আর এই নিয়ে এবার মুখ খুল পিসিবি । দায় চাপাল আইসিসির ওপর। সূত্রের খবর, আইসিসির কাছে জবাবদিহি চেয়ে চিঠিও দিয়েছে পাক বোর্ড।

সূত্রের খবর, ভুল জাতীয় সঙ্গীত বাজানো নিয়ে পিসিবি জবাব চেয়েছে আইসিসির কাছ থেকে। জানা যাচ্ছে, পাকিস্তানের দাবি, ভারত তো পাকিস্তানে খেলছে না। তাহলে ভারতের জাতীয় সঙ্গীত কেন প্লে লিস্টে রাখা হয়েছে? জাতীয় সঙ্গীতের প্লে লিস্ট বানানোর দায়িত্ব থাকে আইসিসির উপরে। সেকারণেই আইসিসির গাফিলতিতেই মাঠে ভুল জাতীয় সঙ্গীত বেজে উঠেছে। সূত্রের খবর, কেন এমনটা হল, তার বিস্তারিত কারণ জানতে চেয়ে আইসিসির গভর্নিং বডিকে ইতিমধ্যেই চিঠি দিয়েছে পাক বোর্ড।

চ্যাম্পিয়ন্স ট্রফি হচ্ছে হাইব্রিড মডেলে। নিরাপত্তার কারণে পাকিস্তান খেলতে যায়নি টিম ইন্ডিয়া। ভারতের ম্যাচ হচ্ছে দুবাইতে। এখানেই প্রশ্ন তাহলে পাকিস্তানে কেন রাখা হয়েছে ভারতের জাতীয় সঙ্গীত?

আইসিসির নিয়ম অনুযায়ী, যে কোনও টুর্নামেন্টে ম্যাচ শুরুর আগে অংশগ্রহণকারী দেশের জাতীয় সঙ্গীত বাজানো হয়। শনিবার লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়ার ম্যাচ ছিল। সেই ম্যাচ শুরুর আগে অস্ট্রেলিয়ার জাতীয় সঙ্গীত চলার সময় আচমকা বেজে ওঠে ভারতের জাতীয় সঙ্গীত। অবাক হয়ে যান অস্ট্রেলিয়ার ক্রিকেটার এবং দর্শকরা। যদিও কয়েক সেকেন্ডের মধ্যেই ভুল বুঝতে পারেন আয়োজকরা। ভারতের জাতীয় সঙ্গীত মাঝপথে থামিয়ে অস্ট্রেলিয়ার জাতীয় সঙ্গীত চালানো হয়।

আরও পড়ুন- ভারত-পাকিস্তান ম্যাচে টসে হার রোহিতের, নজির গড়ল টিম ইন্ডিয়া

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version