Thursday, December 18, 2025

পাঞ্জাবকে হারিয়ে কী বললেন লাল-হলুদ কোচ অস্কার ব্রুজো ?

Date:

Share post:

গতকাল অ্যাওয়ে ম্যাচে পাঞ্জাব এফসির বিরুদ্ধে দুরন্ত জয় পায় ইস্টবেঙ্গল এফসি। পাঞ্জাবকে ৩-১ গোলে হারায় লাল-হলুদ। এই জয়ের ফলে আইএসএল-এর প্লে-অফের আশা ক্ষীণ বেঁচে রয়েছে ইস্টবেঙ্গলের । আর দলের এই পারফরম্যান্সে খুশি লাল-হলুদ কোচ অস্কার ব্রুজো।

গতকাল পাঞ্জাবের বিরুদ্ধে জয়ের পর অস্কার বলেন, “আমাদের মনে হচ্ছে দলটা এখন ক্রমশ সঙ্ঘবদ্ধ হচ্ছে, মাঠে ইতিবাচক অনেক কিছু দেখা যাচ্ছে। যা এই মরশুমের চূড়ান্ত ও কঠিন পর্বের জন্য অবশ্যই বাড়তি প্রেরণা দেবে। একটা দল তখন স্থিতিশীল হয়, যখন তারা দল হিসেবে খেলে, যখন তাদের জয়ের মানসিকতা থাকে, দৃঢ় সংকল্প থাকে, যখন ফুটবলাররা দলের হয়ে খেলা উপভোগ করে, যখন তাদের স্পষ্ট ধারণা থাকে যে তাদের কী করতে হবে, কেমন ফর্মেশনে খেলতে হবে। কখন প্রতিপক্ষকে চাপে ফেলতে হবে, কীভাবে প্রতিপক্ষের দুর্বলতা খুঁজে বের করতে হবে। এই পর্যায়ে তখন প্রত্যেক খেলোয়াড় ধীরে ধীরে তাদের আত্মবিশ্বাস ফিরে পায়।”

এই জয়ের ধারাবাহিকতা পরবর্তী ম্যাচেও ধরে রাখতে চান অস্কার। লিগ টেবলে যে দলকে আরও কয়েক ধাপ তুলতে চান তিনি। এই নিয়ে অস্কার বলেন, “এএফসি চ্যালেঞ্জ লিগ আমাদের জন্য গুরুত্বপূর্ণ ঠিকই, কিন্তু আইএসএল আরও বেশি গুরুত্বপূর্ণ। আমি গত কয়েক সপ্তাহ ধরেই বলে আসছি, লিগের শেষ তিন দলের মধ্যে থাকা মেনে নিতে চাই না। আমরা টেবিলের ওপরের দিকে উঠতে চাই। আইএসএলের শেষ তিনটি ম্যাচের দিকে এগিয়ে যাওয়ার প্রথম পদক্ষেপ ছিল আমাদের।”

আরও পড়ুন-ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ম্যাচে ভারতের জাতীয় সঙ্গীত, আইসিসির ঘাড়ে দায় চাপল পিসিবি 

spot_img

Related articles

মানহানির অভিযোগে প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ কুমার শানু

সংগীতজগতে দীর্ঘ চার দশকের সাফল্যের কাহিনি থাকলেও ব্যক্তিগত জীবনের বিতর্কে ফের শিরোনামে কিংবদন্তি গায়ক কুমার শানু। প্রাক্তন স্ত্রী...

বড়দিন ও বর্ষবরণে আইনশৃঙ্খলা আঁটসাঁট, পুলিশের ছুটিতে নিষেধাজ্ঞা রাজ্য জুড়ে 

বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয়ে গেল বড়দিনের উৎসব। কলকাতার অ্যালেন পার্ক থেকে আনুষ্ঠানিকভাবে উৎসবের...

বাজেয়াপ্ত যুবভারতীর সিসিটিভি ফুটেজ, নজরে শতদ্রু ঘনিষ্ঠরা

যুবভারতীতে মেসি(Messi) ইভেন্ট চরম বিশৃঙ্খলায় তদন্ত শুরু করেছে রাজ্য সরকার গঠিত সিট(SIT)। যুবভারতীর (Yubha bharati) যাবতীয় সিসিটিভি ফুটেজ...

সিইও দফতরের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী, শুক্রবার থেকেই মোতায়েন

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর নিরাপত্তায় এবার কেন্দ্রীয় বাহিনী (central security force) মোতায়েন করা হচ্ছে। নির্বাচন কমিশনের তরফে...