Friday, May 16, 2025

গ্রামীণ রাস্তা রক্ষণাবেক্ষণে ১ হাজার কোটি টাকা বরাদ্দ রাজ্যের

Date:

Share post:

রাজ্যের সড়ক পরিকাঠামোর মানোন্নয়নে বদ্ধপরিকর রাজ্য সরকার। তাই  আগামী আর্থিক বছরে গ্রামীণ রাস্তা রক্ষণাবেক্ষণের জন্য এক হাজার কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্যের পঞ্চায়েত দফতর। মূলত প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা   এবং গ্রামীণ পরিকাঠামো উন্নয়ন তহবিলের টাকায় নির্মিত পুরনো রাস্তাগুলির রক্ষণাবেক্ষণ ও সংস্কারের কাজে এই টাকা ব্যবহার করা হবে বলে পঞ্চায়েত দফতর সূত্রে জানা গেছে।  আগামী আর্থিক বছরের রাজ্য বাজেটে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের জন্য ৪৪ হাজার ১৩৯ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। এর মধ্যেশুধুমাত্র পিএমজিএসওয়াই এবং আরআইডিএফ প্রকল্পে নির্মিত পুরনো রাস্তা সংস্কারের জন্য  এক হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে খবর।

২০২০ সালে প্রথমবার রাজ্যের গ্রামীণ এলাকার রাস্তা ঘাট উন্নয়নের জন্য পথশ্রী প্রকল্প চালু করেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  এখন এই প্রকল্পের দ্বিতীয় পর্বের কাজ চলছে । ২০২৪ সালে  বাজেটে পথশ্রী প্রকল্পের(pathashree project) অধীনে ১২ হাজার কিলোমিটার রাস্তা তৈরির লক্ষ্যমাত্রা নিয়েছিল পশ্চিমবঙ্গ সরকার । সেই সঙ্গে  পথশ্রী-৩ প্রকল্প চালু করার ঘোষণা করা হয় ।

এবছরের বাজেটে পথশ্রী প্রকল্পের জন্য ১৫০০ কোটি টাকা বরাদ্দ করার কথা ঘোষণা করেছেন চন্দ্রিমা  ভট্টাচার্য। তার সবটাতেই নতুন রাস্তা তৈরি করা হবে। ওই  প্রকল্পে এখনও পর্যন্ত  রাজ্য সরকার  নিজ রাজকোষ থেকে অর্থ ব্যয় করে মোট ৩৭,০০০ কিলোমিটার গ্রামীণ রাস্তা তৈরিতে সক্ষম  হয়েছে । এই গুরুত্বপূর্ণ উদ্যোগকে আগামী দিনে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য  আগামী অর্থবর্ষে ১৫০০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা করছে রাজ্য সরকার । যাতে রাজ্যের যোগাযোগ ব্যবস্থার আরও উন্নয়ন হয় ।

spot_img

Related articles

পাক-মুখোশ খুলতে একজোট সব দল: একাধিক দেশে প্রচারে যাবেন সাংসদরা

পহেলগাম হামলার (Pahalgam attack) পরে গোটা বিশ্ব থেকে সন্ত্রাসবাদের নিন্দা করা হয়েছে। কিন্তু কোথাও ভারতের পাশে দাঁড়ানোর বার্তা...

বিজেপি জমানায় বেকারত্ব বাড়ল ৫ শতাংশ! প্রকাশ্যে ভাঁওতাবাজি

বিজেপি জমানায় বেকারত্ব কমার লক্ষণ নেই। মোদি সরকারের দেওয়া সমস্ত প্রতিশ্রুতিই যে ভাঁওতা, তা ফের একবার প্রমাণ হল...

তৃণমূলে সাংগঠনিক পদে বড় রদবদল! নয়া তালিকা প্রকাশ, পদ থেকে সরানো হল সুদীপ-অনুব্রতকে

২০২৬-এর নির্বাচনের আগেই তৃণমূলের (TMC) সাংগঠনিক পদে বড়সড় রদবদল। বেশ কয়েকটি জায়গায় জেলা সভাপতিকে সরিয়ে কোর কমিটি গঠন...

পাকিস্তান টাকা খরচ করবে সন্ত্রাসবাদেই: IMF-কে পুণর্বিবেচনার আর্জি রাজনাথের

ভারতে সন্ত্রাসবাদী হামলা চালানোর নেপথ্যে পাকিস্তানেরই ভূমিকা ছিল। বিশ্বমঞ্চে দাবি করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সেই যুক্তিতে...