Sunday, May 4, 2025

বেনজির উদ্যোগ। বাংলা তথা দেশের রাজনৈতিক ইতিহাসে এমনটা আগে কোনওদিন দেখা যায়নি। একজন মুখ্যমন্ত্রী স্বয়ং থাকছেন ডাক্তারদের সঙ্গে সভায়। কথা বলছেন তাঁদের সুবিধা-অসুবিধা নিয়ে। চিকিৎসা পরিকাঠামো ও পরিষেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ দিশা দেখাচ্ছেন। অভিনব এবং বেনজিরও। সোমবার আলিপুরের ধনধান্য অডিটোরিয়ামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্য আধিকারিক ও চিকিৎসকদের সঙ্গে মিলিত হবেন।

চিকিৎসা ক্ষেত্রে পরিকাঠামো উন্নয়নে কী কী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং আগামী দিনের পরিকল্পনা কী, তা বিশদে জানতেই চিকিৎসকদের সঙ্গে সভায় বসতে চলেছেন মুখ্যমন্ত্রী। ‘চিকিৎসার আর এক নাম সেবা’ শীর্ষক এক অনুষ্ঠানে রাজ্যের সব মেডিক্যাল কলেজের অধ্যক্ষ, সুপার, বিভিন্ন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক-সহ বিভিন্ন স্তরের চিকিৎসকদের সঙ্গে মিলিত হবেন তিনি। স্বাস্থ্যসচিব ছাড়াও দফতরের অন্যান্য শীর্ষ আধিকারিক এই সভায় উপস্থিত থাকবেন। চিকিৎসকদের সুরক্ষা ও নিরাপত্তা বিষয়ক যে পদক্ষেপ ইতিমধ্যে গ্রহণ করেছে রাজ্য, তা নিয়েও পর্যালোচনা করা হবে। আমন্ত্রণমূলক এই সভার আয়োজন করেছে রাজ্যের স্বাস্থ্য দফতরের গ্রিভান্স অ্যান্ড রিড্রেসাল কমিটি। সেজন্য রাজ্যের প্রতিটি জেলায় গিয়ে মেডিক্যাল কলেজ এবং জেলা স্বাস্থ্য দফতরের সঙ্গে যুক্ত চিকিৎসকদের নিয়ে আলোচনা করেছে ওই কমিটি। কিছু সমস্যা কলেজ স্তরে এবং জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক স্তরে মিটিয়ে দেওয়া হয়েছে। রাজ্য হেল্‌থ সার্ভিসে যুক্ত চিকিৎসকদের পাশাপাশি ২৪টি সরকারি, দু’টি মেডিক্যাল কলেজ, ইএসআই এবং কলকাতা পুরসভার চিকিৎসকদের সঙ্গেও আলোচনা করেছে কমিটি। কথা বলেছে কয়েকটি বেসরকারি হাসপাতালের চিকিৎসকদের সঙ্গেও। আমন্ত্রণ জানানো হয় চিকিৎসক এবং স্বাস্থ্য আধিকারিকদেরও। পিএইচএ-র পক্ষ থেকে মৃত্যুঞ্জয় পাল জানান, শিরদাঁড়া বেঁকিয়ে তথাকথিত আন্দোলনকারীরা এখন অনুষ্ঠানে যোগ দেওয়ার কার্ড সংগ্রহ করতে তৎপর। তিলোত্তমার আবেগকে কাজে লাগিয়ে যাঁরা মানুষের স্বাস্থ্য পরিষেবা নিয়ে ব্যবসা করেছিল, সেই জোচ্চুরি ধরা পড়তে এখন বাংলার মুখ্যমন্ত্রীর ছত্রছায়ায় আসতে চাইছেন।

আরও পড়ুন- রাজ্যে শূন্য, সংশোধনে কোন নীতি! উত্তর নেই সিপিআইএম রাজ্য সম্মেলনে

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

রোমারিও শেফার্ডের ঝোড়ো ইনিংস, ধোনিদের হারাল বিরাটরা

শেষ মুহূর্তে রোমারিও শেফার্ডের(Romario Shepherd) একটা ঝোরো ইনিংস। আর সেটাই যেন কলকাতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) জয়ের রাস্তাটা প্রশস্ত...

যেতে পারেন: দিলীপ নিয়ে কর্মীদের ‘অস্বস্তিকর’ পোস্টে ব্যবস্থা নেওয়ার বার্তা শমিকের

দিলীপ ঘোষের সময়েই পরিসংখ্যানে বাংলায় বিজেপি সবথেকে ভালো অবস্থানে ছিল। সেই নেতার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়াকে ঘিরে...

লন্ডনে অ্যাডামাস টেক কনসালট্যান্সির অফিস উদ্বোধন বাবুল সুপ্রিয়র

বিশেষ সংবাদদাতা, লন্ডন: কলকাতার বাঙালির হাতে তৈরি কলকাতার সংস্থার অফিস উদ্বোধন লন্ডনে (London)। শনিবার, অ্যাডামাস টেক কনসালট্যান্সি, ইউ...

বার্নপুরে শ্রীচৈতন্য মহাপ্রভুর পাদুকা! উৎসাহ-উদ্দীপনা তুঙ্গে ভক্তদের 

আগামিকাল অর্থাৎ রবিবার প্রথমবার আসানসোলের বার্নপুর আনা হচ্ছে শ্রীচৈতন্য মহাপ্রভুর জোড়া পাদুকা। বার্নপুর টাউন পুজো কমিটির উদ্যোগেই এই...
Exit mobile version