Wednesday, November 5, 2025

ভুয়ো ভোটার কার্ড-কাণ্ডে তৃণমূলের চাপের মুখে নড়েচড়ে বসল কমিশন! প্রশাসনের কাছে রিপোর্ট তলব

Date:

ভুয়ো ভোটার কার্ড-কাণ্ডে তৃণমূল কংগ্রেসের চাপের মুখে এবার নড়েচড়ে বসল নির্বাচন কমিশন। রাজ্যের যেসব জায়গায় এই সংক্রান্ত অভিযোগ উঠেছে তা নিরসনে নির্বাচন কমিশন সংশ্লিষ্ট জেলা প্রশাসনের কাছে রিপোর্ট তলব করেছে। কীভাবে এই ঘটনা ঘটেছে তার পূর্ণাঙ্গ রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত মুখ্য নির্বাচনী আধিকারিক দিব্যেন্দু দাস। তিনি জানিয়েছেন, সংবাদমাধ্যমে দেখেই স্বতঃপ্রণোদিতভাবে রিপোর্ট চাওয়া হয়েছে। কারণ, নির্বাচন কমিশনের নির্দেশ আছে কোনও ভাবেই তালিকায় ভুয়ো ভোটার, মৃত ভোটারের নাম যেন না থাকে। সেই মোতাবেক ব্যবস্থা গ্রহণ করতেও নির্দেশ দিয়েছেন তিনি। পাশাপাশি আগামী ৪৮ ঘণ্টার মধ্যে রাজ্যের সব অতিরিক্ত জেলাশাসকের সঙ্গে ভিডিও কনফারেন্স করতে চলেছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর, এমনটাই খবর নির্বাচন কমিশন সূত্রে।

দিন কয়েক আগেই ১২ ফেব্রুয়ারি বিধানসভায় এক সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, বিজেপি বাইরে থেকে লোকজন এনে ভোটার তালিকায় নাম ঢোকাচ্ছে। কিন্তু তা কখনও তিনি করতে দেবেন না। এরপরই একের পর এক জেলায় ভুয়ো ভোটারের খবর সামনে আসে। খুব স্বাভাবিকভাবেই এই নিয়ে রাজ্য রাজনীতির পারদ চড়তে থাকে। তবে নির্বাচন কমিশন হাত গুটিয়ে বসে নেই, যত তাড়াতাড়ি সম্ভব এই সমস্যা নিরসনে করতে কড়া হাতে পদক্ষেপ করতেই মাঠে নেমেছে তারা। তবে কীভাবে এটা ঘটল তার পূর্ণাঙ্গ রিপোর্ট যেমন চাওয়া হয়েছে ঠিক তেমনই অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট আধিকারিকদের বিরুদ্ধে যে কড়া পদক্ষেপ করতে পিছপা হবে না নির্বাচন কমিশন তা পরিষ্কার বুঝিয়ে দেওয়া হয়েছে সব পক্ষকেই।

আরও পড়ুন- লক্ষ্য সড়ক পরিকাঠামোর মানোন্নয়ন! আগামী আর্থিক বছরে এক হাজার কোটি বরাদ্দ রাজ্যের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version