Saturday, August 23, 2025

লক্ষ্য সড়ক পরিকাঠামোর মানোন্নয়ন! আগামী আর্থিক বছরে এক হাজার কোটি বরাদ্দ রাজ্যের

Date:

রাজ্যের সড়ক পরিকাঠামোর মানোন্নয়নে বদ্ধপরিকর রাজ্য সরকার। তাই আগামী আর্থিক বছরে গ্রামীণ রাস্তা রক্ষণাবেক্ষণের জন্য এক হাজার কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্যের পঞ্চায়েত দফতর। মূলত প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা এবং গ্রামীণ পরিকাঠামো উন্নয়ন তহবিলের টাকায় নির্মিত পুরনো রাস্তাগুলির রক্ষণাবেক্ষণ ও সংস্কারের কাজে এই টাকা ব্যবহার করা হবে বলে পঞ্চায়েত দফতর সূত্রে জানা গিয়েছে। আগামী আর্থিক বছরের রাজ্য বাজেটে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের জন্য ৪৪ হাজার ১৩৯ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে শুধুমাত্র পিএমজিএসওয়াই এবং আরআইডিএফ প্রকল্পে নির্মিত পুরনো রাস্তা সংস্কারের জন্য এক হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে খবর।

২০২০ সালে প্রথমবার রাজ্যের গ্রামীণ এলাকার রাস্তাঘাট উন্নয়নের জন্য পথশ্রী প্রকল্প চালু করেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখন এই প্রকল্পের দ্বিতীয় পর্বের কাজ চলছে। ২০২৪ সালে বাজেটে পথশ্রী প্রকল্পের অধীনে ১২ হাজার কিলোমিটার রাস্তা তৈরির লক্ষ্যমাত্রা নিয়েছিল পশ্চিমবঙ্গ সরকার। সেই সঙ্গে পথশ্রী-৩ প্রকল্প চালু করার ঘোষণা করা হয়। এবছরের বাজেটে পথশ্রী প্রকল্পের জন্য ১৫০০ কোটি টাকা বরাদ্দ করার কথা ঘোষণা করেছেন চন্দ্রিমা ভট্টাচার্য। তার সবটাতেই নতুন রাস্তা তৈরি করা হবে। ওই প্রকল্পে এখনও পর্যন্ত রাজ্য সরকার নিজস্ব রাজকোষ থেকে অর্থ ব্যয় করে মোট ৩৭,০০০ কিলোমিটার গ্রামীণ রাস্তা তৈরিতে সক্ষম হয়েছে। এই গুরুত্বপূর্ণ উদ্যোগকে আগামী দিনে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আগামী অর্থবর্ষে ১৫০০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা করছে রাজ্য সরকার, যাতে রাজ্যের যোগাযোগ ব্যবস্থার আরও উন্নয়ন হয়।

আরও পড়ুন- নিউটাউনে নাবালিকাকে খুন ধর্ষণের ঘটনায় ১৯ দিনের মাথায় চার্জশিট পুলিশের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version