Thursday, August 21, 2025

দুর্যোগে ক্ষতিগ্রস্ত বাংলার কৃষিজীবীদের পাশে দাঁড়িয়ে বড়সড় পদক্ষেপ করল রাজ্য সরকার। সাম্প্রতিক কালে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৯ লক্ষেরও বেশি কৃষককে বাংলা শস্য বিমার  আওতায় ক্ষতিপূরণ বাবদ ৩৫১ কোটি টাকা দেওয়া হয়েছে। জানা গিয়েছে, খরিফ মরশুমে  প্রাকৃতিক বিপর্যয়ের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন, তারাই পেয়েছেন এই অর্থ। গত বছর ঘূর্ণিঝড় ‘ডানা’ এবং ডিভিসির ছাড়া জলে প্লাবিত হয়ে যেসব কৃষকদের ফসল নষ্ট হয়েছিল, তারাই মূলত এই ক্ষতিপূরণের টাকা পেয়েছেন বলে কৃষি দফতর সূত্রে জানা গিয়েছে।  ডিভিসি’র ছাড়া জলে হুগলি, হাওড়া ও বর্ধমান জেলায় ধান চাষের ক্ষতি হয়েছিল।

দেশের মধ্যে এ রাজ্যেই প্রথম ‘ইসরো’র উপগ্রহ চিত্রের সাহায্যে ফসলের ক্ষতির মাত্রা নির্ধারণ করা হয়। ফলে অনেক দ্রুত ক্ষয়ক্ষতি চিহ্নিত করে চাষিদের ক্ষতিপূরণ দেওয়া সম্ভব হচ্ছে বলে দাবি সরকারের। এদিকে রবি এবং বোরো মরসুমের জন্য রাজ্যে এখনও পর্যন্ত ৭১ লক্ষ ৯৮ হাজার কৃষক বাংলা শস্য বিমা প্রকল্পে নাম নথিভুক্ত করেছে। মুখ্যসচিব মনোজ পন্থ নবান্নে(nabanna) এই প্রকল্পের বর্তমান অবস্থা নিয়ে কৃষি দফতরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন।

এরমধ্যে ১২ লক্ষ ১৩ হাজার আলু চাষি নাম নথিভূক্ত করেছেন বলে কৃষি দফতর  সূত্রে জানা গিয়েছে। উল্লেখ্য এই বছরই প্রথম রাজ্যে আলু এবং আখ চাষীদের এই প্রকল্পের আওতায় আনা হয়েছে। ফলে অন্যান্য চাষীদের সঙ্গে তারাও এখন থেকে কোন প্রিমিয়াম ছাড়াই এই প্রকল্পের সুবিধা পাবেন। আগামী অর্থ বছরের জন্য এই বিমা প্রকল্পে রাজ্য সরকার ১ হাজার ৩১৩ কোটি ১৮ লক্ষ টাকা বরাদ্দ করেছে।  ২০১৯ সালে বাংলা শস্য বিমা প্রকল্প চালু হওয়ার পর থেকে এখনো পর্যন্ত বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে রাজ্যের এক কোটি ১২ লক্ষ ক্ষতিগ্রস্ত কৃষককে মোট ৩ হাজার ৫৬২ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে  ।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version