Thursday, August 21, 2025

আপাতত তিনি ব্যস্ত নিজের লোকসভা এলাকায় স্বাস্থ্য শিবির নিয়ে সেবাশ্রয় নিয়ে। তার মধ্যে লোকসভা অধিবেশনে উপস্থিত হয়ে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়েছেন। তবে, সোমবার তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) ইনস্টাগ্রাম স্টোরি (Instagram Story) নিয়ে শোরগোল। কারণ, সেখানে কড়া হুমকি দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। কাকে উদ্দেশ করে পোস্ট? তুমুল চর্চা সব মহলে।

কী লিখছেন অভিষেক?
লিখেছেন, “যিনি লড়াই করতে যান, তাঁকে প্রথমে মূল্য চোকাতে হয়”। অত্যন্ত ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরে চর্চা রাজনৈতিক মহলে। কাকে ইঙ্গিত করে এই পোস্ট করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক- প্রশ্ন সব মহলে। কারণ, আগামী বছরের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ২৭ ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূলের রাজ্য সম্মেলনের ডাক দিয়েছেন দলনেত্রী। তিনিই প্রধান বক্তা। বৃহস্পতিবারের সম্মেলন খুবই গুরুত্বপূর্ণ। থাকবেন তৃণমূলের পঞ্চায়েত, ব্লক, জেলা ও রাজ্যস্তরের নেতা-নেত্রীরা। ২৬-এর নির্বাচনের কী সুর বেঁধে দেন মমতা বন্দ্যোপাধ্যায়, তার দিকে তাকিয়ে নেতা-কর্মীরা।

তার ঠিক আগে ইনস্টা-স্টোরিতে অভিষেকের (Abhishek Banerjee) এই ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরে তুমুল জল্পনা। এটা কি স্বগতোক্তি? যদি হয়, তাহলে কী মূল্য চুকিয়েছেন অভিষেক! আর যদি কারও উদ্দেশে হয়, তাহলে তিনি কে, যাঁকে লক্ষ্য করে এই কড়া বার্তা? এই নিয়েই এখন জোর জল্পনা রাজনৈতিক মহলে।

Related articles

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...

মেট্রো রেল প্রকল্পের উদ্বোধনের আগে তৃণমূলকে নিশানা মোদির, পাল্টা ধুয়ে দিলেন কুণাল

রাজ্যে কয়েকটি মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এ-নিয়ে বৃহস্পতিবারই তিনি এক্স হ্যান্ডলে...
Exit mobile version