Wednesday, December 17, 2025

ইভটিজিংয়ের প্রমাণ নেই! দুর্ঘটনায় মৃত্যু সুতন্দ্রার: জানালেন CP, বাকরুদ্ধ সন্তানহারা মা

Date:

Share post:

শ্লীলতাহানির অভিযোগ বদলে গেল সিসিটিভি ফুটেজ দেখার পরে। দুর্গাপুর-আসানলোলের পুলিশ কমিশনার সুশীল চৌধুরী তথ্য প্রমাণ দেখে জানালেন, দুর্ঘটনাতেই মৃত্যু হয়েছে সুতন্দ্রার। এদিকে চন্দননগরের বাড়িতে মেয়েকে হারিয়ে বাক্যহারা সুতন্দ্রার মা। কারণ, মাত্র ৯ মাস আগে তিনি ক্যান্সার আক্রান্ত স্বামীকে হারিয়েছেন।

আসলে ছোট থেকেই বড় নৃত্যশিল্পী হওয়ার স্বপ্ন দেখেছিলেন। ক্যান্সারে বাবার মৃত্যুর পর হাল ধরেন সংসারের। ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার কাজের পাশাপাশি নাচের অনুষ্ঠানও করছিলেন পুরোদমে।রবিবার নাচের অনুষ্ঠানের জন্যই চন্দননগর থেকে ডান্স ট্রুপের সঙ্গীদের সঙ্গে বিহারের গয়ায় যাচ্ছিলেন সুতন্দ্রা চট্টোপাধ্যায়। কিন্তু সেখানে আর পৌঁছনোই হল না।প্রথমে অভিযোগ ওঠে যে রাস্তায় ইভটিজারদের খপ্পরে পড়ে সম্মান বাঁচাতে গাড়ি নিয়ে দৌড়াতে থাকেন। মদ্যপ যুবকদের তাড়া খেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে দুর্ঘটনা। ঘটনাস্থলেই মর্মান্তিক মৃত্যু।

কিন্তু পুলিশ সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখতে পায় যে গাড়ি ওভারটেক করা থেকে ঘটনার সূত্রপাত। ইভটিজিংয়ের কোনও ঘটনা ঘটেনি।তরুণীর গাড়ি প্রথমে অভিযুক্তদের গাড়িকে চেজ করেছিল। ওভারটেক করতে রাস্তার সরু বাঁকে গাড়ি উল্টে যায়। এটি নিছকই দুর্ঘটনা। এই প্রসঙ্গে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, পানাগড়ের ঘটনায় তরুণীকে কটূক্তি, ইভটিজিংয়ের অভিযোগ উঠেছিল কয়েকজন যুবকের বিরুদ্ধে। তাদের জন্যই এই মর্মান্তিক মৃত্যু বলে অভিযোগ উঠেছিল। অত্যন্ত খারাপ অভিযোগ। কিন্তু পুলিশ পূর্ণাঙ্গ তদন্ত করে দেখেছে, গাড়ি ওভারটেকিংয়ের কেস।দুটি গাড়ির রেষারেষিতে এই দুর্ঘটনা।এর সঙ্গে মহিলাকে কটূক্তি,অশ্লীল মন্তব্য, গাড়ি চেজ করা কোনও কিছুরই যোগ নেই।ঘটনার পর কেউ বা কারা এগুলো রটিয়ে দেয়।

সুতন্দ্রার বাবা সুকান্ত চট্টোপাধ্যায় ছিলেন রেলের ঠিকাদার।নয় মাস আগে ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তার।নাড়ুয়ার বাড়িতে আছেন সুতন্দ্রার বৃদ্ধা দিদিমা, ঠাকুমা আর মা। তার এমন পরিণতির খবর বাড়িতে পৌঁছতেই শোকে পাথর অথর্ব দুই বৃদ্ধা ও প্রৌঢ়া মা। তারা শুধু বলে চলেছেন, বিশ্বাস করুন  চোখে ভাসছে মেয়েটার মুখটা। এই ক’মাস আগে বাবা মারা গেল। মায়ের গলব্লাডার অপারেশন হল কয়েকদিন আগে। একাই সব সামলাতো মেয়েটা। নাচের প্রোগ্রাম করতে বন্ধুদের সঙ্গে বাইরেও যেত। বাবা মারা যাওয়ার পর তো যাওয়া অনেক কমিয়ে দিয়েছিল। কী যে হয়ে গেল। পরিবারের হাল ধরার কেউ রইল না। শোকে পাথর হয়ে গিয়েছেন মা। তার পরিবারে এমন পরিণতি হবে তা স্বপ্নেও ভাবেন নি।এক বছরের মধ্যে স্বামী আর মেয়েকে হারিয়ে বাকরুদ্ধ তিনি।

নাড়ুয়া এলাকায় এই খবর ছড়াতেই লোকজন ভিড় করতে থাকে সুতন্দ্রাদের বাড়ির সামনে।প্রতিবেশীরা বলেন, আমরা ওকে আমরা মাম বলে ডাকতাম।রাস্তার কুকুরদের ডেকে ডেকে খাওয়াতো।খুব ভালো ব্যবহার করতে আমাদের সঙ্গেও।খুব ছোটবেলা থেকেই নাচ শিখত।নাড়ুয়া মেন রোডে ওদের বাড়ি ছিল আগে।অনেক দিন আগে রায় পাড়ায় চলে আসে।খুব ভালো নাচত।বন্ধুদের নিয়ে একটা নাচের গ্রুপ তৈরি করেছিল।সেই গ্রুপ নিয়ে বিভিন্ন জায়গায় অনুষ্ঠানে যেত।

 

 

 

 

 

 

spot_img

Related articles

যুবভারতীর বিশৃঙ্খলা-কাণ্ডে শোকজের জবাব জমা তিন শীর্ষ কর্তার

যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসির অনুষ্ঠান ঘিরে সৃষ্ট বিশৃঙ্খলার ঘটনায় শোকজের জবাব জমা দিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, ক্রীড়া...

যোগী রাজ্যে বাতিল ম্যাচ, সমালোচনার মুখে বিসিসিআই

প্রতিকূল আবহাওয়ার কারণে লখনউতে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (India and South Africa )চতুর্থ টি২০ ম্যাচ ভেস্তে গেল।  গোটা...

বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, কোন রুটে হবে কলকাতা ম্যারাথন? জানুন বিস্তারিত

আগামী ২১ ডিসেম্বর টাটা স্টীল কলকাতা ম্যারাথন(25K Kolkata)। তার  আগে বুধবার একটি সাংবাদিক সম্মেলনে ম্যারাথনের রুট ঘোষণা হল। ...

জিটিএ শিক্ষক নিয়োগ বাতিলের রায় ঘিরে পাহাড়ে স্কুল ধর্মঘটের ডাক

কলকাতা হাইকোর্টের রায়কে কেন্দ্র করে ফের উত্তপ্ত হয়ে উঠল দার্জিলিং পাহাড়ের শিক্ষা পরিস্থিতি। জিটিএ অঞ্চলে ৩১৩ জন শিক্ষক...