Sunday, August 24, 2025

পাকিস্তানের বিরুদ্ধে দাপুটে ইনিংস, ম্যাচ জিতিয়ে কী বললেন কিং কোহলি ?

Date:

অবশেষে সব সমালোচকদের জবাব। রানের খরা কাটিয়ে পাকিস্তানের বিরুদ্ধে দাপুটে ইনিংস । অপরাজিত শতরান। হ্যাঁ ঠিকই ধরেছেন। যার কথা বলা হচ্ছে , তিনি আর অন্য কেউ নন, তিনি হলেন বিরাট কোহলি। দির্ঘদীন বাদে ফের ব্যাট হাতে জ্বলে উঠলেন ভারতের প্রাক্তন অধিনায়ক। তবে এত কিছুর মধ্যেও উচ্ছ্বাসে ভাসতে নারাজ কোহলি। তবে এরকম পারফরম্যান্স যে আলাদা আনন্দ দেয় তা জানাতে ভুললেন না কোহলি।

নিজের পারফরম্যান্স নিয়ে বিরাট বলেন, “ এরকম গুরুত্বপূর্ণ ম্যাচে যদি এভাবে ব্যাটিং করা যায়, তা অবশ্যই তৃপ্তিদায়ক। আরও ভালো লাগছে আমরা সেমিফাইনাল মোটামুটি নিশ্চিত করে ফেলেছি। টিমের জয়ে অবদান রাখতে পেরে দারুণ লাগছে। গত ম্যাচে কী কী ভুল করেছিলাম, সেগুলো থেকে শিখেছি। আমার কাজ ছিল মাঝের ওভার গুলোতে স্পিনারের বিরুদ্ধে খুব বেশি ঝুঁকি না নিয়ে ম্যাচটাকে নিয়ন্ত্রণ করা। শেষদিকে শ্রেয়স আইয়র দ্রুততার সঙ্গে রান করেছে। আমিও বেশ কয়েকটা বাউন্ডারি মেরেছি। যেটা ওয়ান ডে’তে আমার স্বাভাবিক খেলাটা খেলতে সাহায্য করেছে। সত্যি বলতে কী, নিজের খেলাটা খুব ভালোভাবে বুঝি। জানি আমাকে কী করতে হবে। তাই বাইরের ব্যাপার-স্যাপারগুলো থেকে নিজেকে দূরে রাখি। টিম আমাকে যা দায়িত্ব দেবে, সেটা পালন করাই আমার লক্ষ্য।“

তবে নিজের যে বয়স বাড়ছে সে কথাও মনে করান বিরাট। তিনি বলেন, “ ৩৬ বছর বয়স তো হল। মাঝে একটা সপ্তাহ ছুটি পেলে ভালোই হয়। এতটা পরিশ্রম করতে সত্যিই কষ্ট হয়।“

গতকাল চ্যাম্পিয়ন্স ট্রফির মহারণে প্রথমে ব্যাট করতে নেমে ২৪১ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান। ভারত সহজেই সেই রান তাড়া করে তুলে নেয়। সৌজন্যে বিরাট কোহলি। ১১১ বলে ১০০ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন ভারতের প্রাক্তন অধিনায়ক।

আরও পড়ুন- বিরাটের দাপুটে ইনিংস, পাকিস্তান ম্যাচ হারতেই জার্সি বদল পাক সমর্থকের, ভাইরাল ভিডিও

 

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version