Monday, November 10, 2025

বাংলাদেশে চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল ৬টি পদ, জামায়াত-বিএনপি সমর্থিত ‘সম্মিলিত আইনজীবী ঐক্য প্যানেল’ ৫টি পদ ও বিএনপি সমর্থিত একক প্যানেল ‘আইনজীবী(lawyer) ঐক্য ফ্রন্ট’ প্রার্থীরা ২টি পদে নির্বাচিত হয়েছেন। সোমবার রাত সাড়ে ৯টায় প্রধান নির্বাচন কমিশনার, অ্যাডভোকেট তাহির জামিল চূড়ান্ত ফল ঘোষণা করেন। এর আগে সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত জেলা আইনজীবী সমিতি ভবনে এই ভোটগ্রহণ চলে। এক বছর মেয়াদি কার্যনির্বাহী কমিটি নির্বাচনে তিনটি প্যানেলে একজন স্বতন্ত্রসহ মোট ৩৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোটার ছিলেন ২২৪ জন এবং ভোট দেন ২০২ জন।

বার অ্যাসোসিয়েশনের নির্বাচনের ফল স্বাভাবিকভাবেই আলোড়ন তৈরি করেছে। জেলা আইনজীবী সমিতি নির্বাচনের ফলকে যথেষ্ট ইঙ্গিতবহ বলেই মনে করছে ওয়াকিবহালমহল। তাদের মত, এই নির্বাচনের ফল বাংলাদেশে(bangladesh) ক্ষমতায় থাকা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ইউনূসের কাছে মাথা ব্যাথার কারণ হয়ে দাঁড়াবে। একাংশের ধারণা, বাংলাদেশের ইউনূস সরকারের হাওয়া বদলে যেতে পারে আগামীতে, এই ফলাফল তারই ইঙ্গিত। রাজনৈতিক বিশেষজ্ঞদের মত, এই নির্বাচনী ফলাফলের প্রভাব ভবিষ্যতে দেশের সাধারণ নির্বাচনেও দেখা যেতে পারে।

সম্প্রতি ভার্চুয়ালি শেখ হাসিনা বার্তা দিয়েছিলেন, পুলিশ বাহিনীর কর্মীদের হত্যা করা হয়েছে। প্রায় সাড়ে চারশো থানায় পুলিশদের ভিতরে রেখে হামলা চালানো হয়েছে। থানা লুঠ করেছে হামলাকারীরা। মহিলা পুলিশ অন্ত:সত্ত্বা কনস্টেবলদেরও ছাড়েনি এই ঘাতকরা। যারা মানুষের জীবন রক্ষা করার জন্য দিনরাত পরিশ্রম করে তাদের খুন করেছে এই ইউনূস সরকার। আমি দেশে ফিরব, আমাদের শহিদদের প্রতিশোধ নেব। তার এই বক্তব্যের পরই এই জয় বাংলাদেশের রাজ্য-রাজনীতিতে প্রভাব ফেলবে বলেই মনে করা হচ্ছে। এখন সময়ই বলবে যে আদৌ এই নির্বাচনী ফলাফল আগামী নির্বাচনকে কতটা প্রভাবিত করতে সক্ষম হবে।

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version