Saturday, November 8, 2025

ছাব্বিশের নির্বাচনে ২১৫-এর বেশি আসন নিয়ে চতুর্থবার ক্ষমতায় আসবেন মমতা: টার্গেট বাঁধলেন অভিষেক

Date:

বাংলায় ২০২৬-এ বাংলায় বিধানসভা নির্বাচন। তার আগে বৃহস্পতিবার নেতাজি ইনডোর স্টেডিয়ামের মেগা সভা থেকে দলীয় কর্মীদের টার্গেট বেঁধে দিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তাঁর কথায়, “২০১৪ থেকে একটা হলেও আসন বাড়াতে হবে। BJP-CPM-Congress-কে এক ছটাক জমিও ছাড়ব না। একাই লড়াই করব।”

এদিন বলতে উঠেই বিরোধীদের বিরুদ্ধে বাংলাকে কলুষিত করার বিষয় নিয়ে সরব করেন অভিষএক। সেই কারণেই তাদের (বিজেপি) আসন কমেছে বলে মন্তব্য করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। অভিষেকের বক্তব্যে উঠে আসে সন্দেশখালি থেকে আর জি কর প্রসঙ্গ। তিনি বলেন, “আজ থেকে ঠিক একবছর আগে ২৭ ফেব্রুয়ারি বাংলায় কী পরিস্থিতি ছিল। কীভাবে বসিরহাটের একটা ঘটনাকে কেন্দ্র করে বাংলাকে কলুষিত করার চক্রান্তক বিরোধীরা করেছিল। মানুষ তাঁর যোগ্য জবাব দিয়েছে লোকসভা নির্বাচনে ২২ টি। বিজেপির ১৮ টা আসন ছিল। কুৎসার কারণে ১২ টা আসনে নেমে এসেছে। ২০২৪ সালে নির্বাচন লড়ার সময় বলেছিলাম, আমরা মানুষের পাশে আছি।”

নাম না করে অভিষেকের (Abhishek Banerjee) বার্তা, ”সন্দেশখালি থেকে শুরু করে আরজি কর, বার বার মানুষকে ভুল বোঝানো হয়েছে। বাংলায় চক্রান্ত করা হয়েছে, এখনও চক্রান্ত চলছে। আমরা বুকের রক্ত দিয়ে বাংলাকে আঁকড়ে রাখব।”

তৃণমূলের নেতাকর্মীদের শৃঙ্খলারক্ষার বার্তা দিয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তিনি বলেন, ”কেউ দলের শৃঙ্খলার বাইরে যাবেন না। অনেকে সংবাদমাধ্যমে টিকে থাকবেন বলে অনেক কথা বলছেন। এটা করবেন না। আমার কত ক্ষমতা, তা দেখাতে গিয়ে আপনারা দলকে ছোট করছেন। দলের সঙ্গে যাঁরা বেইমানি করেছিলেন, যেমন মুকুল রায়, শুভেন্দু অধিকারী, ওঁদের আমিই চিহ্নিত করেছিলাম। ভবিষ্যতেও বেইমানদের লেজেগোবরে করার দায়িত্ব আমি নিলাম।”
আরও খবরকুমোরটুলি-কাণ্ডে ধৃত মা-মেয়েকে বারাসাত আদালতে পেশ, টিআই প্যারেডের আবেদন জানাবে পুলিশ

কেন্দ্রের বিরুদ্ধের বাংলাকে বঞ্চনা করার অভিযোগে এদিনের মঞ্চ থেকে ফেল সরব হন অভিষেক। বলেন, ”এখনও গরিবের টাকা বন্ধ করে রেখেছে কেন্দ্রীয় সরকার। ২০২৪-এ বলেছিলাম, তিন-চার মাস অপেক্ষা করব। তার পরেও আবাসের টাকা না-দিলে, রাজ্য সরকার বাড়ি করার ব্যবস্থা করবে। ওদের টাকায় আমরা বেঁচে থাকি না। মুখ্যমন্ত্রী কথা রেখেছেন। সরাসরি টাকা পৌঁছে দেওয়া হয়েছে।”

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version