Sunday, August 24, 2025

তৃণমূল শৃঙ্খলা পরায়ণ দল। দলীয় নেতৃত্বের আহ্বানে দলনেত্রীর বিধানসভা নির্বাচন নিয়ে নির্দেশ পেতে বিশেষ বৈঠকে উপস্থিত উত্তর থেকে দক্ষিণের দলীয় নেতৃত্ব। যে নেতৃত্বরা উপস্থিত হতে পেরেছেন কলকাতার নেতাজি ইন্ডোরে তাঁরাই জেলাস্তরে বৈঠকে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বার্তা পৌঁছে দেবেন, এমনটাই কাম্য। বৈঠকের শুরুতেই সেই বার্তা দিয়ে দিলেন তৃণমূল রাজ্য সভাপতি সুব্রত বক্সি (Subrata Bakshi)।

কেন্দ্রের বঞ্চনা উপেক্ষা করে যে রাজনৈতিক দল বাংলার মানুষকে উন্নয়ন পৌঁছে দিয়েছে, তাকে ২০২৬-এ ফের বাংলার মসনদে প্রতিষ্ঠা করার জন্য প্রস্তুতি শুরু তৃণমূলের। সেই মঞ্চে রাজ্য সভাপতি সুব্রত বক্সি কর্মীদের আহ্বান জানান, প্রমাণ করে দিতে হবে তৃণমূল শৃঙ্খলা পরায়ন দল। তিনি স্মরণ করিয়ে দেন মার্কসবাদী কমিউনিস্ট পার্টির (CPIM) সময়ে মানুষ নিজের মত ভোটবাক্সে প্রতিফলিত করতে পারত না। বামেদের দৌরাত্ম্যে পুলিশ প্রশাসনকে ব্যবহার করে ভোটবাক্সে ফল আসত। সেই পরিস্থিতি থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সচিত্র ভোটার পরিচয় পত্রের (voter id card) প্রবর্তনের মধ্যে দিয়ে পরিস্থিতির পরিবর্তন করা সম্ভব হয়। শুধু বাংলায় নয়, সর্বভারতীয় স্তরে শুরু হয় এই পরিচয়পত্রের ব্যবহার।

তবে ভবিষ্যতে আসন্ন নির্বাচনেরর জন্য কোন পথে এগোবে তৃণমূল সেই বার্তা নেতাজি ইন্ডোর থেকে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর বার্তা পৌঁছাতে হবে প্রত্যন্ত এলাকার কর্মী ও মানুষের মধ্যে। এই প্রসঙ্গে সুব্রত বক্সি নির্দেশ দেন, আজকের বার্তা সার্বিকভাবে সব স্তরের কর্মীদের জন্য। আমরা চাইব যারা উপস্থিত হতে পেরেছেন তাঁরা জেলায় সভা করে সর্বস্তরের মানুষ কর্মীদের কাছে পৌঁছে দেবেন।

Related articles

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...

ফলতা প্রাথমিক বিদ্যালয়ে ইলিশ উৎসব, পড়ুয়াদের জন্য পাতে ভাপা–ভাজা ইলিশ

বাজারে ইলিশের যা আগুন ছোঁয়া দাম তাতে উচ্চবিত্তদেরই পাতে ইলিশ জোটাতে হিমশিম খাওয়ার জোগাড়। কিন্তু সেই  দুর্মূল্যের বাজারেই...

আমেরিকায় চিঠি–পার্সেল পাঠানোয় বিধিনিষেধ, সিদ্ধান্ত কেন্দ্রীয় ডাক বিভাগের 

ভারত–মার্কিন শুল্কযুদ্ধের জেরে এবার বড়সড় প্রভাব পড়ল ডাক পরিষেবায়। আমেরিকায় চিঠি ও পার্সেল পাঠানোর প্রক্রিয়ায় বিধিনিষেধ জারি করল...

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...
Exit mobile version