Monday, May 5, 2025

নিউটাউনে বছর দশেকের নাবালিকাকে যৌন নিগ্রহের অভিযোগ। কাঠগড়ায় এক রং মিস্ত্রি। অভিযুক্ত রংমিস্ত্রি কওসার আলিকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে ইকোপার্ক থানার পুলিশ। জানা গিয়েছে, ওই নাবালিকা নিউটাউনের জ্যাংড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ঘুনি টিয়া বাগানপাড়ার বাসিন্দা। যৌন নিগ্রহের ঘটনায় নাবালিকার পরিবার পুলিশে অভিযোগ জানায়। সেই অভিযোগের ভিত্তিতে বাড়ির রঙ মিস্ত্রিকে গ্রেফতার করেছে বিধাননগর কমিশনারেটের ইকোপার্ক থানার পুলিশ। ধৃত রং মিস্ত্রি ইকোপার্ক থানার  যাত্রাগাছি-ঘুনি এলাকার বাসিন্দা। বুধবার বিকেলে ওই এলাকা থেকেই অভিযুক্ত কওসার ওরফে বাপিকে পাকড়াও করে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দিনকয়েক ধরে নির্যাতিতা নাবালিকার টিয়া বাগানের বাড়িতে রঙের কাজ করছিল বাপি। বুধবার সকালেও সে কাজে এসেছিল। নিচের ঘরে রঙের কাজ করছিল। সেই সময় নাবালিকার পরিবারের অধিকাংশ সদস্যর বাইরে কাজে বেরিয়েছিলেন। তখন নির্জন বাড়িতে সুযোগ পেয়ে ওই নাবালিকাকে নানা প্রলোভন দেখিয়ে বাড়ির উপরের চারতলার ঘরে ডেকে নিয়ে যায় বাপি। অভিযোগ, সেখানেই ওই নাবালিকার শ্লীলতাহানি করে বাড়ির রঙ মিস্ত্রি কওসর আলি।

দুপুরের দিকে পরিবারের সদস্যরা বাড়ি ফিরে এলে কান্নাকাটি জুড়ে দেয় নাবালিকা। জিজ্ঞাসা করতেই খুলে বলে সব কথা। এরপরই পরিবার অভিযুক্ত রঙ মিস্ত্রি কওসরের বিরুদ্ধে ইকোপার্ক থানায় যৌন হেনস্থার অভিযোগ দায়ের করেন।আজ বৃহস্পতিবার অভিযুক্তকে বারাসত আদালতে পেশ করা হবে।ধৃতের প্রতিবেশীরা জানিয়েছেন, বছর কয়েক আগেবিয়ে হয়েছিল বাপির। স্ত্রীর সঙ্গে অমানবিক আচরণে ফলে মহিলা বাপের বাড়িতে চলে গিয়েছেন।পুলিশ জানিয়েছে, পকসো আইনের একাধিক ধারায় অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করা হয়েছে। নাবালিকার মেডিক্যাল পরীক্ষা-নিরীক্ষাও করা হবে।

Related articles

বিশ্বের বাঙালিদের পাশেই মুখ্যমন্ত্রী: লন্ডনে চর্চায় আপন বাংলা পোর্টাল

পরিবার-পরিজন থেকে মাতৃভূমির শিকড়ের টান। প্রবাসের সঙ্গে বাংলার যোগাযোগ রাখতে অনাবাসীদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) আপন...

ভালোবাসার অসাধারণ দৃষ্টান্ত হাওড়ায়! মৃত প্রেমিকাকে বিয়ে করে নজির গড়লেন সাগর

ভালোবাসার এমন পরিণতি খুব কমই দেখা যায়। প্রেমিকা প্রাণ ত্যাগ করেছেন আগেই, কিন্তু প্রেমিক তাঁর শেষ ইচ্ছেকে পূরণ...

নিরাপত্তা পরিস্থিতি ঘিরে উদ্বেগ! নাইজারে অপহৃত ছয় ভারতীয় পরিযায়ী শ্রমিক

পশ্চিম আফ্রিকার নাইজারের তিল্লাবেরি অঞ্চলে ছয়জন ভারতীয় পরিযায়ী শ্রমিককে অপহরণ করেছে সশস্ত্র জঙ্গিরা। গত ২৫ এপ্রিল ঘটে যাওয়া...

কড়া নজরদারিতে রাজ্য নির্বিঘ্নে হল নিট পরীক্ষা

চলতি বছর রবিবার হয়ে গেল ডাক্তারি কোর্সে ভর্তির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা।  ন্যাশনাল টেস্টিং এজেন্সির তত্ত্বাবধানে গোটা দেশজুড়ে প্রায়...
Exit mobile version