Saturday, November 8, 2025

BJP-র মতো ভাববাচ্যে কথা বলছে ED-CBI: চার্জশিটে নাম প্রসঙ্গে তীব্র আক্রমণ অভিষেকের

Date:

প্রাথমিকে নিয়োগ মামলায় সাপ্লিমেন্টারি চার্জশিটে জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায় না রয়েছে। বুধবারই এর কড়া জবাব দিয়েছেন অভিষেকের আইনজীবী সঞ্জয় বসু। বৃহস্পতিবার নেতাজি ইনডোর স্টেডিয়ামের মেগা সভা থেকে এই নিয়ে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তাঁর কথায়, বিজেপির মতো ভাববাচ্যে কথা বলছে ইডি-সিবিআই। ফের চ্যালেঞ্জ ছুড়ে অভিষেক বলেন, ”৫ বছর আগেও বলেছি আমার বিরুদ্ধে যদি এক কুচিও প্রমাণ ইডি-সিবিআই (ED-CBI) আদালতে দিতে পারেন তাহলে ফাঁসির মঞ্চে মৃত্যুবরণ করব।”

সিবিআই ২৮ পাতার চার্জশিটে সুজয়কৃষ্ণ-সহ কয়েক জনের কথোপকথনের অডিও ক্লিপের কথা জানিয়েছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অভিযোগ, অডিও-তে জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামও শোনা গিয়েছে। তবে, কে সেই অভিষেক- চার্জশিটে তাঁর পরিচয়ের কোনও উল্লেখ নেই। ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ ভাবে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের ভাবমূর্তি নষ্টের অপচেষ্টা করছে সিবিআই। ‘অভিষেক বন্দ্যোপাধ্যায়’ বলে যে নামটি উল্লেখ করা হয়েছে তা রাজনৈতিক কারণে করা ভিত্তিহীন অভিযোগ বলে বিবৃতি দেন তাঁর আইনজীবী সঞ্জয় বসু (Sanjay Basu)। এদিন সেই প্রসঙ্গ তুলে অভিষেক বলেন, “খবরে দেখাচ্ছে, আমার বিরুদ্ধে নাকি সিবিআই চার্জশিট দিয়েছে। দু’জায়গায় খালি আমার নাম লিখেছে। কে অভিষেক, বাড়ি কোথায়, কোনও পরিচয় লেখা নেই। সিবিআই ভাববাচ্যে কথা বলছে। ওদের অবস্থাও বিজেপির মতো।” এরপরই তীব্র কটাক্ষ করে অভিষেক বলেন, “এই ভয় আমার ভালো লেগেছে।”
আরও খবরছাব্বিশের নির্বাচনে ২১৫-এর বেশি আসন নিয়ে চতুর্থবার ক্ষমতায় আসবেন মমতা: টার্গেট বাঁধলেন অভিষেক

অভিষেকের কথায়, ”CBI-এর ২৮ পাতার চার্জশিটের ২ জায়গায় আমার নাম। বাকি আর কিছু নেই, CBI-ED ভাববাচ্যে কথা বলছে। আমি সময়ে সময়ে কথা পাল্টাই না। ৫ বছর আগেও বলেছি আমার বিরুদ্ধে যদি এক কুচিও প্রমাণ ইডি সিবিআই আদালতে দিতে পারেন তাহলে ফাঁসির মঞ্চে মৃত্যুবরণ করব।”

এদিনের মেগাসভা মঞ্চ থেকে সংবাদমাধ্যমের গুজবেরও জবাব দিলেন অভিষেক। বলেন,“বাজারে ছড়িয়ে দেওয়া হচ্ছে, অভিষেক বিজেপিতে যাচ্ছে, নতুন দল করছে। কিন্তু জেনে রাখুন, আমি বেইমান নয়। আমার গলা কেটে দিলেও আমি বিজেপিতে যাব না”।
অভিষেক এএও বলেন, “আমি অন্য ধাতুতে তৈরি, মানুষের কাছে যাব, মাথানত করে কাজ করব, কিন্তু বিজেপির বশ্যতা স্বীকার করার লোক আমি নই।”

Related articles

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...

ফলপ্রকাশ SSC একাদশ-দ্বাদশের: ডিসেম্বরের মধ্যে নিয়োগ বাস্তবায়নের পদক্ষেপ, দাবি ব্রাত্যর

বাংলায় কর্মসংস্থানে সদা সচেষ্ট প্রশাসন ও প্রশাসনের সব দফতর। ফের একবার তার প্রমাণ মিলল নির্দিষ্ট সময়ের মধ্যেই এসএসসি-র...
Exit mobile version