Sunday, November 2, 2025

নয়ের দশকে ক্লিন্টনের সঙ্গে শারীরিক সম্পর্ক, বিতর্কিত ঘটনা নিয়ে মুখ খুললেন লিউইনস্কি

Date:

Share post:

বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি হওয়া বিল ক্লিন্টনের (Bill Clinton) সঙ্গে মনিকা লিউইনস্কির (Monica Lewinsky) বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে ২০২৫ সালে নতুন করে মন্তব্য করলেন হোয়াইট হাউসের তৎকালীন শিক্ষানবীশ। সম্প্রতি এক পডকাস্ট চ্যানেলে সাক্ষাৎকারে মনিকা বলেন, মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের সেই সময় পদত্যাগ করা উচিত ছিল। যদিও পরবর্তীতে ক্ষমতার পরিবর্তনেই মসনদ থেকে সরতে হয় ক্লিন্টনকে। এত বছর পর প্রথম যৌবনের সেই বিতর্কিত যৌন সম্পর্ক (Sexual Relationship) নিয়ে তাঁর দৃষ্টিভঙ্গির কথাই সাক্ষাৎকারে সেটাই প্রকাশ করেন সমাজকর্মী।

আজ থেকে বছর তিরিশ আগে ওভাল অফিসে শিক্ষাণবীশ হিসেবে যোগ দেন ২৪ বছরের মনিকা লিউইনস্কি। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ক্লিন্টনের বয়স তখন ৪৯ বছর। অসামান্য সুন্দরী মনিকার প্রতি আকর্ষণ থেকে দ্রুত শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়েন বিল। বিশ্বের এক নম্বর শক্তিধর দেশের শাসকের যৌন কেলেঙ্কারি ভাইরাল হতে খুব একটা বেশি সময় নেয়নি। এত বছর পর অ্যালেক্স কুপারের ‘কল হার ড্যাডি’ নামের পডকাস্ট চ্যানেলে মনিকা লিউইনস্কির সাক্ষাৎকারে উঠে এল সেসময়ের কেলেঙ্কারির প্রসঙ্গ। ৫১ বছরের সমাজকর্মীর কথায়, “সেসময় ওঁর উচিত ছিল পদত্যাগ করা। আমার মনে হয়, ওই সময়ে যা পরিস্থিতি হয়েছিল, তার মোকাবিলায় তাঁকে বলতে হতো – এগুলো কারও মাথাব্যথার বিষয় নয়, অথবা সোজা প্রেসিডেন্ট পদ থেকে ইস্তফা দেওয়া উচিত ছিল।” লিউইনস্কি এই ঘটনার পর নিজেকে খানিকটা সময় দেন এবং ক্যারিয়ার তৈরি করার কাজে ব্যস্ত হয়ে পড়েন। লন্ডন স্কুল অফ ইকোনমিক্স থেকে মনোস্তত্বে স্নাতকোত্তর মনিকা বর্তমানে আমেরিকার বিখ্যাত সমাজকর্মী। জীবন সায়াহ্নে এসেও যে প্রথম জীবনের যৌন বিতর্কের কথা ভুলতে পারেননি তা তাঁর বক্তব্যে বেশ স্পষ্ট।

spot_img

Related articles

মহারাষ্ট্রে জোট বাঁধল রাজ-উদ্ধব-শারদ: শুরু ভোট চুরির প্রতিবাদ

বিধানসভা নির্বাচনে কীভাবে ভোট চুরি হয়েছিল নির্বাচনের পরে প্রমাণ করে দিয়েছে কংগ্রেস। তার জেরে এবার জোট বেধে আন্দোলনে...

SIR আতঙ্কে অস্বাভাবিক মৃত্যু: পরিযায়ী শ্রমিকের দেহ ফিরল গ্রামে

বিজেপির স্বৈরাচারী মনোভাবে বাংলায় এখন আতঙ্কের নাম এসআইআর। এই আতঙ্কের বলি এবার এক পরিযায়ী শ্রমিক। পূর্ব বর্ধমানের জামালপুরের...

জয়পুরে স্কুলের পাঁচতলা থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির পড়ুয়ার

রাজস্থানের জয়পুরে এক বেসরকারি স্কুল বিল্ডিংয়ের পাঁচতলা থেকে নীচে পড়ে মৃত্যু হল ষষ্ঠ শ্রেণির এক পড়ুয়ার। প্রাথমিভাবে অনুমান...

নাগরিকত্ব দেওয়ার নামে ব্যবসা বিজেপির! জমিদারদের মুখোশ খুলে দেওয়ার ডাক তৃণমূলের

বাংলায় সিএএ হতে দেবেন না। সদর্পে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ সিএএ-র হাত ধরেই আসবে এনআরসি (NRC),...